জবিতে রোভার স্কাউটের ৩ দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন
Published: 3rd, July 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে শৃঙ্খলা রক্ষায় রোভার স্কাউট সদস্যরা সবসময় কার্যকর ভূমিকা রাখে। রোভার স্কাউটসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমগুলোকে একাডেমিক কারিকুলামের আওতায় এনে শিক্ষার্থীদের সেমিস্টার ভিত্তিক ক্রেডিট দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যদিও বাস্তবায়নে কিছু সময় লাগতে পারে।”
নতুন রোভারদের উদ্দেশে তিনি বলেন, “এই তিনদিনের ক্যাম্প থেকে পাওয়া দীক্ষা ও প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সীমিত সম্পদের মধ্যেও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলবে।”
জবি রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক ও ব্যবস্থাপনা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড.
সাধারণ সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন জবি রোভার ইন কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রিফাত রায়হান।
অনুষ্ঠানে একাডেমিক ফলাফলের ভিত্তিতে বিভিন্ন বিভাগের কৃতী রোভারদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ক্যাম্পের পরবর্তী ধাপ অনুষ্ঠিত হবে। ৪ জুলাই মহাতাঁবু জলসা এবং ৫ জুলাই দীক্ষা ও ব্যাজ প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পের সমাপ্তি ঘটবে।
এবারের ক্যাম্পে জবি রোভার স্কাউট গ্রুপের ১৩৩ জন নতুন সহচর দীক্ষা গ্রহণ করবেন।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ভ র স ক উট অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিএনপির পদ স্থগিত থাকা আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলার পরবর্তী দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেন ও শাহীনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। শাহীন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছর ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর ভরাটের চেষ্টা বিএনপি নেত্রী শিরিনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ছিল ষড়যন্ত্রমূলক। তার দাদা ৬৫ বছর পূর্বে পুকুরটি ক্রয় করেছেন। ওয়ারিশ সূত্রে তিনি আধা শতাংশ মালিকও নন। এর মূল্যে কোনোভাবেই ১০ কোটি টাকা হতে পারে না। তাছাড়া পুকুরটি এখন ব্যবহার অযোগ্য। সেটি ভরাটের সঙ্গে তিনি (শিরিন) কোনোভাবেই জড়িত নন।
মামলা করা পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইনজীবী শিরিন বলেন, ‘সংবাদটি প্রকাশ করে আমার রাজনৈতিক ও পরিবারের সামাজিক ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। একাধিক প্রতিবাদ লিপি দিলেও পত্রিকাটির কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ব্যুরো প্রধানকে পর পর দিনটি আইনি নোটিশ দিলেও তিনি জবাব দেননি’।
এ বিষয়ে সাংবাদিক শাহিন বলেন, ‘জাল দলিল সূত্রে পুকুরটির মালিকানা বদল হয়েছে। দালিলিকভাবে সেটি জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর। জলাশয় আইনে এটি ভরাট করা অপরাধ। ৫ আগস্টের পর পটপরিবর্তনের পর শিরিনের ভাই শামিম সশরীরে উপস্থিত থেকে পুকুর ভরাট করেন। ভরাট করায় পরিবেশ অধিদপ্তর যে নোটিশ দিয়েছে, তাতেও শিরিনের নামও রয়েছে। মামলার বিষয়টি আদালতে আইনিভাবে মোকাবিলা করা হবে’।