একই দিনে ঢাকায় ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’
Published: 3rd, July 2025 GMT
একই দিনে হলিউডের আলোচিত দুটো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (৪ জুলাই) মুক্তি পাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’ সিনেমা।
‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ইউনিভার্সাল পিকচার্সের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি। এটি পরিচালনা করেছেন গ্যারেথ অ্যাডওয়ার্ডস। প্রধান চরিত্র রূপায়ন করেছেন স্কারলেট জোহানসন, যার সঙ্গে আরো আছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি। ১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমায় জোহানসনকে দেখা যাবে ডাইনোসরের ডিএনএ সংগ্রহে নিয়োজিত বিশেষজ্ঞ জোরা বেনেট চরিত্রে।
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত কাল্ট ক্ল্যাসিক ‘২৮ ডেজ লেটার’ সিরিজের তৃতীয় কিস্তি ‘২৮ ইয়ারস লেটার’। এটি পরিচালনা করেছেন অস্কারজয়ী ড্যানি বয়েল। সিনেমাটির মূল চরিত্রে ১৪ বছরের অ্যালফি উইলিয়ামস, সঙ্গে রয়েছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন ও রাফ ফাইনস। প্রথম দিনেই সিনেমাটি আয় করে ১৪ মিলিয়ন ডলার, যা সিরিজের সর্বোচ্চ ওপেনিং। বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ৫৬৯ কোটি টাকা।
আরো পড়ুন:
‘স্পাইডার-ম্যান’ তারকা জ্যাক মারা গেছেন
সাবরিনা কার্পেন্টারের সঙ্গে বিচ্ছেদ করে বিপদে ব্যারি কেওগান
দুটি সিনেমাই বক্স অফিসে বাজিমাতের ইঙ্গিত দিচ্ছে। স্টার সিনেপ্লেক্সে একই দিনে বড় পর্দায় এই উত্তেজনাপূর্ণ দ্বৈত মুক্তি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের ২০তম আসর শুরু ১১ জুলাই থেকে
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশজুড়ে শুরু হচ্ছে মেধা যাচাই কর্মসূচি ‘এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড’–এর ২০তম আসর। স্কুল ও কলেজের ১৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। বাছাই করা ৫ জন শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।
বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মার্কেটিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রায়হান কবির।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। তিনি জানান, এবার দুটি গ্রুপে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। জুনিয়র গ্রুপে থাকবে ২০১০-২০১১ সালে জন্ম নেওয়া শিক্ষার্থীরা (১৪-১৫ বছর), সিনিয়র গ্রুপে ২০০৭-২০০৯ সালে জন্ম নেওয়া শিক্ষার্থীরা (১৬-১৮ বছর)।
প্রথম রাউন্ডের প্রাথমিক বাছাই পরীক্ষা দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ১১ থেকে ২১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এ রাউন্ড থেকে নির্বাচিত ৩০০ জন শিক্ষার্থীকে নিয়ে হবে জাতীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ড এবং পরে ক্লোজড ক্যাম্প।
ক্লোজড ক্যাম্পের শেষ দিনে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচজন শিক্ষার্থী যাবে রাশিয়ায়। তারা আগামী ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠেয় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে প্রতিযোগিতা করবে। একই সঙ্গে ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এবং এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
অলিম্পিয়াডে অংশ নিতে শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি ১০০ টাকা, যা বিকাশ নম্বর ০১৯১৫-৬৫৩৬০৭–এ পাঠাতে হবে।
গত বছরের মতো এবারের আয়োজনেও টাইটেল স্পনসর হিসেবে রয়েছে এপেক্স। আয়োজনটির সঙ্গে যুক্ত রয়েছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট ও ওয়াচেস ওয়ার্ল্ড।
সহযোগী গণমাধ্যম হিসেবে থাকছে প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও রাশিয়ান হাউস ইন ঢাকা।