সতীর্থ জোটার মৃত্যুতে রোনালদোর আবেগঘন বার্তা
Published: 3rd, July 2025 GMT
ফুটবল মাঠে একসঙ্গে যাদের দৌড়, জয়, উদযাপন আর ট্রফি ভাগাভাগির সম্পর্ক একদিন সেই পথেই এসে থামে দুঃখের সীমানা। এবার সেই করুণ বিদায়ের সাক্ষী হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
দিয়েগো জোটার হঠাৎ মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তিনি। লিখেছেন এক হৃদয়বিদারক বার্তা। যেখানে কেবল একজন সতীর্থের চলে যাওয়া নয়, হারিয়ে গেছে সম্পর্ক, স্মৃতি আর জীবনের এক অধ্যায়।
আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) স্পেনের জামোরা প্রদেশে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই নিভে যায় দুটি প্রতিভাময় জীবন।
আরো পড়ুন:
অকালেই নিভে গেল দিয়েগো জোটার জীবনপ্রদীপ
ভারতের কোচের পদত্যাগ
জোটা মাত্র ২৮ বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে। যেখানে ঠিক দুই সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে। তাদের তিনটি সন্তান এখন অনাথ, স্ত্রী নিঃস্ব আর ফুটবল ভুবন শোকাচ্ছন্ন।
এই ঘটনায় নিজের সামাজিক মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদো লেখেন, “সবকিছু যেন অবিশ্বাস্য। এইতো সেদিন আমরা একসাথে জাতীয় দলে খেলেছি, আর এখন তোমার শোকবার্তা লিখছি! তোমার স্ত্রী, সন্তান ও পরিবারের জন্য আমি দোয়া করি। তুমি তাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে। শান্তিতে ঘুমাও দিয়েগো, শান্তিতে ঘুমাও আন্দ্রে। তোমাদের আমরা ভীষণ মিস করব।”
রোনালদোর পাশাপাশি শোক প্রকাশ করেছেন জোটার আরেক জাতীয় দলসঙ্গী রুবেন নেভেস। তার কথায়, “তারা বলে তুমি তখনই হারাও, যখন মানুষ তোমাকে ভুলে যায়। আমি তোমাকে ভুলবো না, দিয়েগো।”
২০১৯ সাল থেকে জাতীয় দলে একসঙ্গে খেলা জোটা ও রোনালদো ছিলেন মাঠের আক্রমণভাগের প্রধান অস্ত্র। উয়েফা নেশন্স লিগ জয় হোক বা প্রীতি ম্যাচের গোল উৎসব; জোটা ছিলেন সেই সব মুহূর্তের নীরব নায়ক। ক্লাব পর্যায়ে লিভারপুলের জার্সিতে তিনি জয় করেছেন প্রিমিয়ার লিগসহ নানা শিরোপা।
আজ সেই প্রাণচঞ্চল স্ট্রাইকার নেই। মাঠের গ্যালারিতে যিনি উদযাপনের সুর তুলতেন, আজ তার জন্য ফুটবলবিশ্ব নীরব। স্মৃতির পাতা জুড়ে থেকে যাবেন দিয়েগো জোটা; একজন ফুটবলার, একজন বাবা, একজন সতীর্থ, আর হাজারো হৃদয়ের ভালোবাসা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল পর ত গ ল
এছাড়াও পড়ুন:
দালাই লামার উত্তরসূরি কীভাবে নির্বাচন করা হবে
তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান নন, তিনি আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। শান্তিতে নোবেল বিজয়ী চতুর্দশ দালাই লামা চলতি বছরের ৬ জুলাই ৯০ বছরে পদার্পণ করছেন। তাঁর উত্তরসূরি কে হবেন, এই প্রশ্ন এখন শুধু ধর্মীয় অনুসারীদের জন্য নয়, বরং চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
চতুর্দশ দালাই লামা যেভাবে নির্বাচিত হয়েছিলেন
তিব্বতি ঐতিহ্য অনুযায়ী, একজন জ্যেষ্ঠ ভিক্ষুর আত্মা মৃত্যুর পর পুনর্জন্ম লাভ করে। এই বিশ্বাস থেকেই দালাই লামার উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া চলে। বর্তমান চতুর্দশ দালাই লামা ১৯৩৫ সালে চীনের কিংহাই প্রদেশে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর নাম তেনজিন গিয়াৎসো (সংক্ষেপে লামো থোন্ডুপ)।
তিব্বত সরকারের পাঠানো এক অনুসন্ধানী দল মাত্র দুই বছর বয়সে তাঁকে ত্রয়োদশ দালাই লামার পুনর্জন্ম হিসেবে শনাক্ত করে। দালাই লামার অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, দলটি কয়েকটি চিহ্নের ভিত্তিতে তেনজিন গিয়াৎসোকে পরবর্তী দালাই লামা হিসেবে শনাক্ত করে। এর মধ্যে একটি ছিল, একজন জ্যেষ্ঠ ভিক্ষু তাঁকে স্বপ্নে দেখেছিলেন। ত্রয়োদশ দালাই লামার কিছু জিনিস দেখে শিশু তেনজিন বলে ওঠে, ‘এটা আমার, এটা আমার।’
তেনজিনের এ কথা শোনার পর অনুসন্ধানী দলটি তাঁর ব্যাপারে নিশ্চিত হয় যে তিনিই দালাই লামার উত্তরসূরি। স্বায়ত্তশাসিত তিব্বতের রাজধানী লাসার পোতালা প্রাসাদে ১৯৪০ সালে তেনজিন গিয়াৎসো আনুষ্ঠানিকভাবে দালাই লামা হিসেবে অধিষ্ঠিত হন।
দালাই লামার উত্তরসূরি কীভাবে নির্ধারিত হবেন
১৯৫৯ সালে চীনে মাও–সেতুংয়ের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর দালাই লামা ভারতের উত্তরাঞ্চলে ধর্মশালায় নির্বাসনে যান এবং তখন থেকেই সেখানেই বসবাস করছেন।
২০২৫ সালের মার্চে প্রকাশিত নিজের বই ‘ভয়েস ফর দ্য ভয়েসলেস’-এ দালাই লামা লিখেছেন, তাঁর উত্তরসূরি চীনের বাইরে জন্ম নেবেন। ৯০তম জন্মদিনের কাছাকাছি সময়ে তিনি উত্তরাধিকার–সংক্রান্ত বিস্তারিত জানাবেন। বছরের পর বছর ধরে চলা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে গতকাল বুধবার তিনি বলেন, শতাব্দীপ্রাচীন দালাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে এবং তাঁর পুনর্জন্ম বা উত্তরাধিকার শনাক্তের একমাত্র অধিকার থাকবে ভারতভিত্তিক গাদেন ফোদরাং ট্রাস্টের হাতে।
২০১১ সালে বর্তমান দালাই লামাই এই ট্রাস্ট গঠন করেন। এটি তাঁর আধ্যাত্মিক ও মানবিক কর্মকাণ্ডকে সহায়তা করে। এটি ধর্মশালায় নিবন্ধিত একটি অলাভজনক সংস্থা। এর সদস্যদের মধ্যে রয়েছেন দালাই লামা, জ্যেষ্ঠ ভিক্ষু সামধোং রিনপোচে এবং দালাই লামার দপ্তরে কর্মরত ঘনিষ্ঠ সহকারীরা।
তিব্বতের পার্লামেন্টের ডেপুটি স্পিকার দোলমা সেরিং টেইখাং বলেন, ‘তিনি (দালাই লামা) বলেছেন, এই প্রতিষ্ঠান টিকে থাকবে। তার মানে তাঁর পুনর্জন্ম হবে। আমাদের দালাই লামার পুনর্জন্ম হবে এবং এই প্রতিষ্ঠান চালু থাকবে।’
দালাই লামার মতো তিব্বতের পার্লামেন্টও নির্বাসিত। ধর্মশালাভিত্তিক এই পার্লামেন্ট জানিয়েছে, গাদেন ফোদরাং ট্রাস্টের কর্মকর্তারা চতুর্দশ দালাই লামার উত্তরসূরি খোঁজার সময় নির্বাসিত সরকার যেন কাজ চালিয়ে যেতে পারে, সেই জন্য একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
আরও পড়ুনতাহলে দালাই লামার মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকছেন০২ জুলাই ২০২৫চীন কী বলছে
চীন অবশ্য দালাই লামার উত্তরসূরি নির্বাচনে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। দেশটি বলছে, তাদের নেতাদের দালাই লামার উত্তরসূরি অনুমোদনের অধিকার আছে। ১৭৯৩ সালে কুইং রাজবংশের সময় থেকে প্রচলিত সম্ভাব্য উত্তরসূরির নাম সোনালি পাত্র (গোল্ডেন আর্ন) থেকে তোলার যে প্রথা রয়েছে, তা অনুসরণ করতে হবে। চীনের ভূখণ্ডের ভেতরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্য থেকে উত্তরসূরি নির্বাচিত হতে হবে। চীন জানায়, এ নির্বাচনপ্রক্রিয়া চীনের আইন, ধর্মীয় রীতি ও ঐতিহাসিক প্রথা অনুযায়ী হতে হবে।
কিন্তু দালাই লামা ও তিব্বতিরা চীনের এই হস্তক্ষেপকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেই মনে করেন। দালাই লামা বলেছেন, ধর্মে অবিশ্বাসী চীনা কমিউনিস্টদের পক্ষে ‘ভিক্ষুদের পুনর্জন্ম প্রথায় হস্তক্ষেপ করাটাই অপ্রাসঙ্গিক, দালাই লামার ক্ষেত্রে তা আরও অনুচিত।’ তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো রাজনৈতিক স্বার্থে নির্বাচিত প্রার্থী, বিশেষ করে চীনা সরকারের মনোনীত কাউকে তিব্বতিদের গ্রহণ করা উচিত নয়।
চীন সরকার দালাই লামাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে আখ্যায়িত করে থাকে। তিব্বতের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ১৯৮৯ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তাঁর ছবি প্রকাশ্যে দেখানো বা তাঁর প্রতি শ্রদ্ধা প্রকাশ করা চীন সরকার নিষিদ্ধ করেছে।
২০২৫ সালের মার্চে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, দালাই লামা একজন রাজনৈতিক নির্বাসিত ব্যক্তি। তিব্বতি জনগণকে প্রতিনিধিত্ব করার কোনো অধিকার তাঁর নেই।
ভারত ও যুক্তরাষ্ট্র কী ভূমিকা রাখতে পারে
দালাই লামা ছাড়াও ভারতে এক লাখের বেশি তিব্বতি বৌদ্ধ বসবাস করেন বলে ধারণা করা হয়। তাঁরা সেখানে স্বাধীনভাবে পড়াশোনা ও কাজ করতে পারেন।
অনেক ভারতীয় দালাই লামাকে শ্রদ্ধা করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা মনে করেন, ভারতে তাঁর উপস্থিতি ভারতকে প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে কূটনৈতিকভাবে কিছুটা সুবিধাজনক অবস্থানে রেখেছে।
ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রও তিব্বতিদের অধিকার রক্ষার বিষয়ে সরব। ২০২৪ সালে প্রেসিডেন্ট জো বাইডেন এমন একটি আইন স্বাক্ষর করেন, যা চীনকে তিব্বতের স্বায়ত্তশাসন–সংক্রান্ত বিরোধের সমাধানের জন্য চাপ দেয়। মার্কিন কংগ্রেস বহুবার বলেছে, তারা দালাই লামার উত্তরসূরি নির্বাচনে চীনের হস্তক্ষেপ মেনে নেবে না।
আরও পড়ুনপরবর্তী দালাই লামা কে হবেন, সেটি কেন ঠিক করতে চায় চীন২৩ জুন ২০২৪