নাটকীয় মোড়: রেকর্ড মূল্যে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ
Published: 14th, May 2025 GMT
ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনায় কিছুদিন স্থগিত থাকার পর ফের চালু হতে যাচ্ছে আইপিএলের মাঠের লড়াই। তার আগেই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য এলো এক আনন্দের খবর। দীর্ঘ বিরতির পর আবারও আইপিএলে ফিরছেন মোস্তাফিজুর রহমান। আর এবার রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে তাকে দলে টেনেছে পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চলতি আসরের মাঝপথে দিল্লি দলে বড় ধাক্কা খায়, যখন অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক নিরাপত্তা ইস্যুর কারণে ভারত ছেড়ে যান এবং আইপিএলের বাকি অংশে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান। তার শূন্যতা পূরণেই দিল্লির নজর পড়ে বাংলাদেশের বাঁহাতি পেসারের দিকে। জানা গেছে, প্রায় ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় তারা। যা তার আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক।
এই নিয়ে তৃতীয়বার দিল্লির জার্সি গায়ে উঠতে যাচ্ছে মোস্তাফিজের। ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেছিলেন তিনি। আর এবার ফিরছেন ২০২৪ সালের মেগা নিলামে দল না পাওয়া হতাশা ঝেড়ে নতুন উদ্যমে।
আরো পড়ুন:
প্রথমবার আইসিসির মাসসেরা খেলোয়াড় মিরাজ
ফাইনাল সামনে রেখে দল ঘোষণা করলো দ.
তবে মোস্তাফিজের এই যাত্রা এখনও নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রের (এনওসি) ওপর। কারণ, আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশ দল রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যে। সরাসরি আরব আমিরাত সফর শেষে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে। ফলে মোস্তাফিজ আইপিএলে আদৌ খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়।
আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকেই শিরোপা জিতেছিলেন মোস্তাফিজ এবং পেয়েছিলেন উদীয়মান তারকার পুরস্কার। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে। সব মিলিয়ে আইপিএলে এখন পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে নিয়েছেন ৬১ উইকেট।
দিল্লি এখনো প্লে’অফের দৌড়ে টিকে আছে। তাদের পরবর্তী ম্যাচ ১৮ মে গুজরাটের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে সেখানেই আবারও আইপিএলের মাঠে দেখা যেতে পারে বাংলাদেশের কাটার মাস্টারকে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সীতাকুণ্ডে পুরোনো জাহাজের নিরাপত্তা সরঞ্জামের তিন দোকানে আগুন, মহাসড়কে যানজট
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরোনো জাহাজের নিরাপত্তা সরঞ্জামের (ফায়ার সেফটি আইটেম) তিনটি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যানঘাটা এলাকার মেঘনা ব্যাংকসংলগ্ন শিবলী মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে রাত সাড়ে আটটা থেকে সোয়া ১১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
মার্কেটটির মালিক উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন। দোকানগুলোর মালিক মো. জয়নাল আবেদীন ও খোকন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকানগুলোতে পুরোনো জাহাজের নিরাপত্তা সরঞ্জাম, শিল্পীদের আঁকা ছবি ও ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রি হতো।
পাশের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, আগুন লাগার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ৪৫ মিনিট পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
দোকান পুড়ে যাওয়ার সময় কুতুব উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ফায়ার সার্ভিসের দেরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, দীর্ঘ যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, তবে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। কেউ হতাহত হননি।
আগুন নেভানোর সময় যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে। আজ রাত সাড়ে ১০টায়