ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনায় কিছুদিন স্থগিত থাকার পর ফের চালু হতে যাচ্ছে আইপিএলের মাঠের লড়াই। তার আগেই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য এলো এক আনন্দের খবর। দীর্ঘ বিরতির পর আবারও আইপিএলে ফিরছেন মোস্তাফিজুর রহমান। আর এবার রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে তাকে দলে টেনেছে পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চলতি আসরের মাঝপথে দিল্লি দলে বড় ধাক্কা খায়, যখন অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক নিরাপত্তা ইস্যুর কারণে ভারত ছেড়ে যান এবং আইপিএলের বাকি অংশে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান। তার শূন্যতা পূরণেই দিল্লির নজর পড়ে বাংলাদেশের বাঁহাতি পেসারের দিকে। জানা গেছে, প্রায় ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় তারা। যা তার আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক।

এই নিয়ে তৃতীয়বার দিল্লির জার্সি গায়ে উঠতে যাচ্ছে মোস্তাফিজের। ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেছিলেন তিনি। আর এবার ফিরছেন ২০২৪ সালের মেগা নিলামে দল না পাওয়া হতাশা ঝেড়ে নতুন উদ্যমে।

আরো পড়ুন:

প্রথমবার আইসিসির মাসসেরা খেলোয়াড় মিরাজ

ফাইনাল সামনে রেখে দল ঘোষণা করলো দ.

আফ্রিকা

তবে মোস্তাফিজের এই যাত্রা এখনও নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রের (এনওসি) ওপর। কারণ, আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশ দল রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যে। সরাসরি আরব আমিরাত সফর শেষে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে। ফলে মোস্তাফিজ আইপিএলে আদৌ খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকেই শিরোপা জিতেছিলেন মোস্তাফিজ এবং পেয়েছিলেন উদীয়মান তারকার পুরস্কার। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে। সব মিলিয়ে আইপিএলে এখন পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে নিয়েছেন ৬১ উইকেট।

দিল্লি এখনো প্লে’অফের দৌড়ে টিকে আছে। তাদের পরবর্তী ম্যাচ ১৮ মে গুজরাটের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে সেখানেই আবারও আইপিএলের মাঠে দেখা যেতে পারে বাংলাদেশের কাটার মাস্টারকে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দলের দুই পক্ষের বিরোধ মেটাতে যাচ্ছিলেন সালিস বৈঠকে, পথে দুর্ঘটনায় মৃত্যু বিএনপি নেতার

দলের দুটি পক্ষের মধ্যে হাতিহাতি ও সংঘর্ষের ঘটনায় বিরোধ মীমাংসায় ডাকা হয়েছিল সালিস বৈঠক। সে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ফেনীর পরশুরামের বিএনপি নেতা পারভেজ মজুমদার (৫৮)। পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক সহযোগী।

পারভেজ মজুমদার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে নিজকালিকাপুর গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিস বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিসে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও তাঁর সহযোগী মোহাম্মদ হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরাম যাচ্ছিলেন। তাঁদের বহন করা মোটরসাইকেলটি সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথে তাঁর মৃত্যু হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা পারভেজ মজুমদারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা।

সম্পর্কিত নিবন্ধ