বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় এজাহারভুক্ত আসামি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার আওয়ামী লীগ ও যুবলীগের ওই ৬ নেতা জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন– জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সদস্য মো.

ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল। 

ওই ছয়জনের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল।

গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ পৌর শহরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্‌ত পলিন বখতসহ ৯৯ জনকে আসামি করা হয়। 

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন মগঞ জ স ন মগঞ জ য বল গ র আওয় ম

এছাড়াও পড়ুন:

চীনের নানজিং ইউনিভার্সিটির সঙ্গে ঢাবির সমঝোতা

যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং চীনের নানজিং ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং নানজিং বিশ্ববিদ্যালয়ের সিপিসি কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক তান তিয়েনিউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন এবং চীনের নানজিং ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

ঢাবির ব্যবসায় ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা ১৭ মে

ঢাবি প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের দশক পূর্তি

সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নানজিং ইউনিভার্সিটি যৌথ বৈজ্ঞানিক গবেষণাসহ শিক্ষা ও গবেষণার উন্নয়নে একযোগে কাজ করবে। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সরঞ্জাম, তথ্য-উপাত্ত, প্রকাশনা এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় করা হবে। এই দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম এবং সম্মেলনের আয়োজন করবে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নানজিং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিরাজমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে “

দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাবি এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরো সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেইট বন্ধ, কাল শোক
  • নির্বাচনের সাড়ে ৩ বছর পর জামায়াত নেতা চেয়ারম্যান 
  • নানকের স্ত্রী-কন্যাসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সাম্যের মৃত্যুতে মর্মাহত ঢাবি প্রশাসন  
  • ঢাবিতে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু
  • ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ
  • হঠাৎ ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার
  • ঢাবি উপাচার্যের সঙ্গে সিআইসিজি প্রধানের সাক্ষাৎ
  • চীনের নানজিং ইউনিভার্সিটির সঙ্গে ঢাবির সমঝোতা