মুম্বাই ইন্ডিয়ানসের কোচ যেভাবে বাংলাদেশকে বদলে দিতে চান
Published: 15th, May 2025 GMT
খেলোয়াড়ি জীবনে তেমন বর্ণিল নয়, তবে কোচ হিসেবে জীবনবৃত্তান্তটা ভালোই ভারী। জেমস প্যামেন্টের বর্তমান পরিচয় বাংলাদেশের দলের ফিল্ডিং কোচ। কয়েক দিন আগেও আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসে ছিলেন একই ভূমিকায়। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নির্ভার জীবন ছেড়ে এখনকার দিনে কি কেউ জাতীয় দলের বছরব্যাপী দায়িত্ব নিতে আসে!
প্যামেন্ট এসেছেন, আর তাতেই বুঝে নেওয়া যায়—আরামের জীবনের চেয়ে কাজের জীবনটাই তাঁর বেশি পছন্দ। প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়েও যেন সেটাই জানিয়ে দিলেন বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ, ‘খেলোয়াড়দের বোঝাতে সাহায্য করতে চাই যে তাঁরা কতটা ভালো, এটাই আমার প্যাশনের জায়গা।’
চেষ্টাটা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে এরই মধ্যে শুরুও করে দিয়েছেন। ২০১৭ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ানসে কাজ করা প্যামেন্ট বাংলাদেশের হয়ে কাজ শুরু করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে, চুক্তিটা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দলের সঙ্গে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত নাকি ইতিবাচক সাড়াই পেয়েছেন তিনি।
তা ফিল্ডিংয়ে নতুন কী শেখাচ্ছেন প্যামেন্ট? এবার তাঁর উত্তর, ‘আমি ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কয়েকটা ভাগে ড্রিলগুলো করাই। এমন কিছু জিনিস করছি, যেন ক্রিকেটাররা বুঝতে পারে এইমাত্র কী হলো, আর একটু পর কী হবে। নিজের অভিজ্ঞতা ভাগ করে তাঁদের টেকনিক্যাল সক্ষমতা আর ট্যাকটিক্যাল সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি।’
বাংলাদেশ দলের অনুশীলনে জেমস প্যামেন্ট।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সার্কের ১১ ফুটবলারের ৮ জনই নেপালের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২৫ মৌসুমের দলবদল এখন শেষ। দীর্ঘদিন ধরে গুঞ্জন, আলোচনা ও বাজারে ঘুরে বেড়ানো খেলোয়াড়দের তালিকা অবশেষে বাফুফের কাছে জমা পড়েছে পরশু। প্রিমিয়ার লিগের ১০টি ক্লাব বাফুফেতে স্থানীয় ও বিদেশি খেলোয়াড় তালিকা জমা দিয়েছে। সেই তালিকায় আছে মোট ৪৮ জন বিদেশি ফুটবলারের নাম। যাঁদের ১১ জন সার্কভুক্ত দেশের, বাকি ৩৭ জন সার্কের বাইরের। তবে নতুন নিয়মে সার্কভুক্ত দেশের ফুটবলাররা বিবেচিত হচ্ছেন দেশি হিসেবে।
সার্কভুক্ত দেশের খেলোয়াড়দের ১১ জনের মধ্যে ৮ জনই নেপালি। এর মধ্যে ব্রাদার্স ইউনিয়নই নিয়েছে ৪ জনকে—জোগেশ গুড়ং, সানিশ শ্রেষ্ঠা, অঞ্জন বিস্তা ও আরিক বিস্তা। বাংলাদেশ পুলিশ এফসি নিয়েছে নেপালের গোলরক্ষক ও অধিনায়ক কিরণ কুমার লিম্বু ও ফরোয়ার্ড আয়ুশ ঘালানকে। ফর্টিসে নাম লিখিয়েছেন নেপালের ডিফেন্ডার অনন্ত তামাং। রহমতগঞ্জে নেপালের ডিফেন্ডার অভিষেক লিম্বু।
সার্কের বাকি তিনজন আসছেন ভুটান, শ্রীলঙ্কা ও ভারত থেকে। ভুটানের মিডফিল্ডার ওয়াংচুক শেরিং নাম লিখিয়েছেন পুলিশে, শ্রীলঙ্কার অধিনায়ক ও গোলরক্ষক সুজান পেরেরা ফর্টিস এফসিতে ও ভারতের প্রসেনজিৎ চক্রবর্তী আরামবাগে। ভারতের মিঠুন সামান্তাকে আনার কথা ছিল আরামবাগের। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে তাঁর নাম জমা দেওয়া যায়নি।
মোহামেডানের জার্সিতে ৭ বছর খেলেছেন সুলেমান দিয়াবাতে। এবার তাঁকে ছেড়ে দিয়েছে দলটি