আগামী জুনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বড় দুই ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইনজুরির কারণে ওই দুই ম্যাচের দলে ছিলেন না মেসি। দুই ম্যাচেই জিতেছিল আর্জেন্টিনা।

মেসি ছাড়াও আর্জেন্টিনার দলে ফিরেছেন ম্যানইউ ফরোয়ার্ড অ্যালেজান্দ্রো গার্নাচো ও রেসিং স্ট্রাসবার্গের ভ্যালেন্টিন বার্কো। দলে আছেন কোমায় খেলা মিডফিল্ডার নিকো পাজ। এছাড়া হুয়ান ফয়েথ, নিকোলাস ডমিঙ্গুয়েজ ও ভ্যালেন্টিন কাস্তেলানোস আর্জেন্টিনা দলের উল্লেখযোগ্য সংযোজন।

আর্জেন্টিনার দল: গোলরক্ষক: এমি মাটিনেজ (অ্যাস্টন ভিলা), জেরেমিনো রুল্লি (মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি)।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ানো রোমেরো (টটেনহ্যাম), লিওনার্দো বালের্ডি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা), ফাকুন্দে মেডিনা (লেন্স), নিকোলাস ত্যাগলিয়াফিকো (লিঁও), ভ্যালেন্টিন বার্কো (স্ট্রাসবার্গ)।

মিডফিল্ডার: ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), লিয়ান্দ্রো পারদেস (রোমা), নিকোলাস ডমিঙ্গুয়েজ ((নটিংহাম ফরেস্ট), এক্সিকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), ডি পল (অ্যাথলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (লিঁও), লো চেলসো (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (চেলসি)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (কমো), হুলিয়ান আলভারেজ (অ্যাথলেটিকো মাদ্রিদ), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ভ্যালেন্টিন কাস্তেলানোস (ল্যাজিও), অ্যালেহান্দ্রো গার্নাচো (ম্যানইউ), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস), হুলিয়ানো সিমিওনে (অ্যাথলেটিকো মাদ্রিদ), অ্যাঞ্জেল কোরেইরা (অ্যাথলেটিকো মাদ্রিদ)।    

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর জ ন ট ন ফ টবল ব শ বক প ব ছ ই আর জ ন ট ন র

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ