আগামী জুনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বড় দুই ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইনজুরির কারণে ওই দুই ম্যাচের দলে ছিলেন না মেসি। দুই ম্যাচেই জিতেছিল আর্জেন্টিনা।
মেসি ছাড়াও আর্জেন্টিনার দলে ফিরেছেন ম্যানইউ ফরোয়ার্ড অ্যালেজান্দ্রো গার্নাচো ও রেসিং স্ট্রাসবার্গের ভ্যালেন্টিন বার্কো। দলে আছেন কোমায় খেলা মিডফিল্ডার নিকো পাজ। এছাড়া হুয়ান ফয়েথ, নিকোলাস ডমিঙ্গুয়েজ ও ভ্যালেন্টিন কাস্তেলানোস আর্জেন্টিনা দলের উল্লেখযোগ্য সংযোজন।
আর্জেন্টিনার দল: গোলরক্ষক: এমি মাটিনেজ (অ্যাস্টন ভিলা), জেরেমিনো রুল্লি (মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি)।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ানো রোমেরো (টটেনহ্যাম), লিওনার্দো বালের্ডি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা), ফাকুন্দে মেডিনা (লেন্স), নিকোলাস ত্যাগলিয়াফিকো (লিঁও), ভ্যালেন্টিন বার্কো (স্ট্রাসবার্গ)।
মিডফিল্ডার: ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), লিয়ান্দ্রো পারদেস (রোমা), নিকোলাস ডমিঙ্গুয়েজ ((নটিংহাম ফরেস্ট), এক্সিকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), ডি পল (অ্যাথলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (লিঁও), লো চেলসো (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (চেলসি)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (কমো), হুলিয়ান আলভারেজ (অ্যাথলেটিকো মাদ্রিদ), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ভ্যালেন্টিন কাস্তেলানোস (ল্যাজিও), অ্যালেহান্দ্রো গার্নাচো (ম্যানইউ), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস), হুলিয়ানো সিমিওনে (অ্যাথলেটিকো মাদ্রিদ), অ্যাঞ্জেল কোরেইরা (অ্যাথলেটিকো মাদ্রিদ)।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর জ ন ট ন ফ টবল ব শ বক প ব ছ ই আর জ ন ট ন র
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে