অবশেষে স্বেচ্ছাসেবক দল নেতা গরু ফেরত দিলেন, দল থেকেও বহিষ্কার
Published: 16th, May 2025 GMT
ঝালকাঠির রাজাপুরে নার্গিস বেগম (২৫) নামে সেই গৃহবধূর গরু ফিরিয়ে দিয়েছেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা বেল্লাল হোসেন খান। তবে গরু ফিরিয়ে দেওয়ার আগে একটি কাগজে ২৬ হাজার ৬শত টাকা পাওনা আছে বলে ওই নারীর কাছ থেকে সই নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও গরু ফিরিয়ে দেওয়ার সময় ওই নারীকে চড় থাপ্পড়ও মারা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রাজাপুর শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগরা মাদরাসায় এক সালিসি বৈঠকে গরুটি ফেরৎ দেওয়া হয়।
এদিকে এ ঘটনায় রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ স্থায়ীভাবে দলের পদ থেকে বেল্লাল খানকে বহিষ্কার করেছে।
অভিযুক্ত বেল্লাল খান (৫৮) উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। তবে তিনি নিজেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দিতেন।
রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আপনি মো.
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে রাজাপুর শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগরা মাদরাসায় সালিসি বৈঠকে ভুক্তভোগী নারী নার্গিস বেগমের কাছ থেকে একটি কাগজে ২৬ হাজার ৬ শত টাকা পাওনা আছে বলে ওই নারীর কাছ থেকে সই নেওয়া হয়। পরে তার গরুটি ফেরৎ দেওয়া হয়।
এ সময় অভিযুক্ত বেল্লাল হোসেন খান ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ভাতিজা নাজমুল হুদা ওরফে চমনসহ স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভুক্তভোগী নারী নার্গিস বেগম বলেন, “আমি সাংবাদিকদের কাছে অভিযোগ করায় সালিসি বৈঠকে উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ভাতিজা নাজমুল হুদা ওরফে চমন আমাকে থাপ্পড় মারেন। পরে জোরপূর্বক একটি সাদা কাগজে ২৬ হাজার ৬ শত টাকা পাওনা আছে বলে আমার কাছ থেকে সই নেওয়া হয়। পরে আমার গরুটি ফেরৎ দেওয়া হয়।”
অভিযুক্ত বেল্লাল হোসেন খান বলেন, “একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে আমি গ্রান্টার হয়ে নার্গিস বেগমের স্বামী আবু বক্করের জন্য ২০ হাজার টাকা ঋণ উত্তোলন করে দেই। সেই টাকা সুদে আসলে ৩০ হাজার টাকা হয়। সেই ঋণের জন্য কর্তৃপক্ষ আমাকে চাপ সৃষ্টি করে। তাই বাধ্য হয়ে গরুটি নিয়েছি। আজ (বৃহস্পতিবার) বিকেলে মুরুব্বীদের উপস্থিতিতে একটি সাদা কাগজে ২৬ হাজার ৬ শত টাকা পাওনা আছে বলে স্বাক্ষর রেখে গরু ফেরৎ দিয়েছি।”
গত বুধবার (১৫ মে) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের একটি মাঠ থেকে গরুটি নিয়ে যান বেল্লাল।
তিনি শুক্তাগড় ইউনিয়নের বামন খান গ্রামের আজিজ খানের ছেলে এবং একই ইউনিয়নের বাসিন্দা ও রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামের আজাদের অনুসারী হিসেবে পরিচিত।
ভুক্তভোগী নার্গিস বেগম শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের আবু বক্করের স্ত্রী। আবু বক্কর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। গরুটি ফেরত পেতে বৃহস্পতিবার সকালে গরুর বাছুর নিয়ে ঝালকাঠির আদালতপাড়ায় হাজির হন নার্গিস বেগম। সকালে ঝালকাঠির আদালতপাড়ায় অবস্থিত বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের দ্বিতীয় তলায় একজন আইনজীবীর চেম্বারের সামনে দাঁড়িয়ে ছিলেন নার্গিস বেগম। এ সময় তার সঙ্গে শিশুসন্তানসহ গরুর বাছুরটি ছিল। নার্গিসের শিশুসন্তানটিকে বাছুরটি ধরে কান্না করতে দেখা যায়।
নার্গিস বেগমের অভিযোগ, “স্বামী আওয়ামী লীগের রাজনীতি করায় বেল্লাল ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে গরুটি নিয়ে গেছে। গরুর বাছুরটি মাকে হারিয়ে নিশ্চুপ হয়ে গেছে।”
রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “বিষয়টি নিয়ে একটি সুষ্ঠু সমাধান হয়েছে এটাই সবচেয়ে বড় বিষয়।”
রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেল্লাল হোসেন খানকে বহিষ্কার করা হয়েছে। তিনি যে ঘটনা ঘটিয়েছেন তা দলের জন্য লজ্জার।”
ঢাকা/অলোক/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র গ স ব গম র র জ প র উপজ ল ব এনপ র স ২৬ হ জ র
এছাড়াও পড়ুন:
ন্যায্য অধিকার নিশ্চিতের প্রত্যয় আইএসপি ইউনাইটেডের
দেশের সব আইএসপির ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করতে চায় আইএসপিএবি’র নির্বাচনে অংশ নেওয়া প্যানেল ‘আইএসপি ইউনাইটেড’। বিভাগ ও জেলা সাব কমিটি গঠন, আন্তর্জাতিক মানের প্রদর্শনীর আয়োজন ও বিশেষ সার্ভিস ডেস্ক চালুসহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের মাঠে লড়ছে প্যানেলটির নেতারা।
দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ সদস্যদের মধ্যে মোট ২৬৩ ও সহযোগী সদস্যদের মধ্যে ৫৯৯ জন ভোটার রয়েছেন। ‘আইএসপি ইউনাইটেড’ সাধারণ সদস্য ক্যাটাগরি প্যানেল।
প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাকিম। সাধারণ সদস্য ক্যাটাগরিতে নির্বাচন করা এই প্যানেলের মধ্যমণি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। তিনি আইএসপিএবির সাবেক সিনিয়র সহ-সভাপতি। এছড়া ইউনাইটেড আইএসপি প্যানেলে রয়েছেন- বর্তমান কমিটি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁঞা। একইভাবে একসময়ে একাধিকবার আইসপিএবি’র কার্যনির্বাহী কমিটিতে ছিলেন অপর প্রার্থী মঈন উদ্দিন আহমেদ। পাশাপাশি বর্তমান ইসি থেকে এই প্যানেলের প্রার্থী হয়েছেন আসাদুজ্জামান সুজন এবং মাহবুব আলম রাজু। টিম আইএসপি উইনাটেডের হয়ে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন নেয়ামুল হক খান, মো. মিঠু হাওলাদার এবং রাশেদুর রহমান রাজন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, আইএসপিএবির নির্বাচনে এবার ১৩টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ২৪ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে নয় পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সহযোগী সদস্যদের মধ্যে চার পদের বিপরীতে লড়বেন ১০ জন।
ঢাকা/হাসান