র্যাব পরিচয়ে দুই সৌদি প্রবাসীকে তুলে নিয়ে ৩৬ লাখ টাকা লুট
Published: 16th, May 2025 GMT
মুন্সীগঞ্জের শ্রীনগরের ফেরিঘাট এলাকায় জমিস শেখ ও সুজন খান নামে দুই সৌদি আরব প্রবাসীকে র্যাব পরিচয়ে বাস থেকে নামিয়ে তুলে নিয়ে ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে শ্রীনগরের ফেরিঘাটে এ অপহরণের ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, তারা ঢাকা থেকে বালাসুরের উদ্দেশ্যে নগর পরিবহনের একটি বাসে উঠেছিলেন। সন্ধ্যায় বাসটি শ্রীনগরের ফেরিঘাটে পৌঁছালে র্যাব পরিচয় দিয়ে একদল ব্যক্তি বাস থামিয়ে তাদের জোরপূর্বক নামিয়ে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা জসিম শেখ থেকে ২৫ লাখ ২০ হাজার ও সুজন খান থেকে ১১ লাখ ৩০ হাজার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ফেলে রেখে যায়।
এ বিষয়ে র্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো.
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, “ভুক্তভোগী দুইজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রতন/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বজুড়ে ‘ওয়েপনস’-ঝড়, কী আছে এই সিনেমায়
বিশ্বজুড়ে হরর সিনেমার উত্থানের মধ্যেই চমকে দিল আরও একটি অল্প বাজেটের হরর সিনেমা, ‘ওয়েপনস’। গত ৮ আগস্ট মুক্তির পর এক সপ্তাহও হয়েছে, এর মধ্যেই জ্যাক ক্রেগারের সাইকোলজিক্যাল হরর ও ডার্ক কমেডি ছবিটি ছুঁয়েছে নতুন মাইলফলক। চলচ্চিত্রবিষয়ক অনলাইন গণমাধ্যম স্ক্রিন র্যান্ট জানিয়েছে, মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০ কোটি ডলার, যা আর-রেটেড হরর ছবির জন্য বড় সাফল্য। ছবিটির বাজেট ৩ কোটি ৮০ লাখ ডলার।
জুলিয়া গার্নার, জশ ব্রোলিন, অস্টিন আব্রামস অভিনীত ছবিটির গল্প শুরু হয় নিখোঁজ-রহস্য দিয়ে। এক রাতে একই প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিশু রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ধীরে ধীরে সামনে আসতে থাকে অনেক ঘটনা। ছবিতে স্কুলশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী জুলিয়া গার্নার।
‘ওয়েপনস’ সিনেমার দৃশ্য। ছবি: আইএমডিবি