নেত্রকোনা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অনিক মাহবুব চৌধুরীকে সভাপতি ও শামছুল হুদা ওরফে শামীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

সভাপতির দায়িত্বপ্রাপ্ত অনিক মাহবুব চৌধুরী সদ্য বিলুপ্ত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন। আর শামছুল হুদা সহসভাপতি ছিলেন।

৯ সদস্যবিশিষ্ট আংশিক ওই কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মাজহারুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকশেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক এস এম সোহাগ (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়) এবং দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়)। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটি গঠনের ঘোষণার পর ছাত্রদলের নেতা-কর্মীরা আনন্দমিছিল করেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের পাঁচ ইউনিটের নতুন কমিটি

ময়মনসিংহে প্রায় সাত বছর পর জেলা দক্ষিণ, উত্তর, মহানগর, আনন্দ মোহন কলেজ ও কোতোয়ালি থানা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন কমিটিতে স্বাক্ষর করেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে রাকিবুল ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুকে কমিটি প্রকাশ করে অভিনন্দন জানান।

১১ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে আজিজুল হাকিম সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে নূরুজ্জামান সোহেল সভাপতি ও এ কে এম সুজা উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মহানগর ছাত্রদলের ১১ সদস্যের কমিটিতে গোবিন্দ রায় সভাপতি ও আল মোহাম্মদ রাফসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্রদলের আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে হুজ্জাতুল খান সভাপতি ও মোস্তাত সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া দুজন সহসভাপতি, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজনকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কোতোয়ালি থানা ছাত্রদলের চার সদস্যবিশিষ্ট কমিটিতে আরিফ রব্বানী সভাপতি ও সাজিদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। অন্য দুজনের মধ্যে একজনকে সহসভাপতি ও একজনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আগামী ২১ দিনের মধ্যে এ দুটি ইউনিটকে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১২ জুলাই ময়মনসিংহ ছাত্রদলের দক্ষিণ, উত্তর জেলা ও মহানগর আংশিক কমিটি গঠিত হয়। এসব কমিটির মেয়াদ পেরোলেও এভাবেই এত দিন সংগঠনটির কার্যক্রম চলছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের পাঁচ ইউনিটের নতুন কমিটি
  • বিকেএমইএর নতুন সভাপতি হলেন মোহাম্মদ হাতেম
  • নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে
  • দেশের মানুষ চায় না বারবার ফ্যাসিবাদের উত্থান ঘটুক: আলী রীয়াজ
  • জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্টের বৈঠক
  • ছাত্রদলের কমিটিতে বিবাহিত অছাত্র ও ছাত্রলীগের কর্মী