গুলিস্তানে ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে মিছিল নিয়ে আসছেন নেতা–কর্মীরা
Published: 16th, May 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। রাজধানীর গুলিস্তানে এই অনুষ্ঠানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন এনসিপির নেতা-কর্মীরা।
আজ শুক্রবার বিকেলে গুলিস্তানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) পরিত্যক্ত কার্যালয়ের সামনে যুবশক্তির আত্মপ্রকাশের অনুষ্ঠান এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন।
অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবশক্তির নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলের সামনের সড়কে জড়ো হচ্ছেন। ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি বাইরের বিভিন্ন জেলার নেতা-কর্মীরাও এই অনুষ্ঠানে আসতে শুরু করেছেন। অনুষ্ঠান মঞ্চের সামনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের কেউ কেউ এসেছেন। মঞ্চ থেকে মাইকে স্লোগান ও বক্তব্য চলছে। বেলা সোয়া তিনটায় মঞ্চ থেকে আওয়ামী লীগবিরোধী ছড়া আবৃত্তি করা হচ্ছিল।
অনুষ্ঠানের মঞ্চ থেকে যুবশক্তির বৈশিষ্ট্য নিয়ে নানা বক্তব্য দেওয়া হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারিও (তথ্যচিত্র) দেখানো হয়েছে। মঞ্চ থেকে ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বায়ান্নর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ প্রভৃতি স্লোগানের পাশাপাশি যুবশক্তির সাংগঠনিক স্লোগানও দেওয়া হচ্ছে৷ স্লোগানটি হলো ‘বাংলার শক্তি যুব শক্তি, যুব শক্তি জনতার মুক্তি’।
বেলা সাড়ে তিনটা পর্যন্ত মঞ্চ থেকে এসব কার্যক্রম চলছিল আর খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসছিলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা। আজ শুক্রবার বিকেলে, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বশক ত র অন ষ ঠ ন কর ম র এনস প
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ