পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর কণ্ঠ সদৃশ একটি অনলাইন মিটিংয়ের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে তাকে ইসলামী ব্যাংক ও বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ চালানোর কথা বলতে শোনা গেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় রাজনীতিবিদরা এমন বক্তব্যকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (১৬ মে) সকালে ৩ মিনিট ৪৮ সেকেন্ডের অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আশরাফুল আলম এমু দেবীগঞ্জে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

আরো পড়ুন:

নিখোঁজের ১৯ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল শিশুর লাশ

নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার, মুখ ও শরীরের বিভিন্ন অংশ ছিল পোড়া

অডিওতে আশরাফুল আলম এমু সদৃশ কণ্ঠে বলতে শোনা যায়, “আমি তো প্ল্যানিং নিচ্ছি- আমার এলাকায় যে কয়টা ইসলামী ব্যাংক আছে, এক রাতেই সব জ্বালিয়ে দেব। তবে, উপজেলা আওয়ামী লীগ যদি আমাকে সাহস না দেয়, পাশে না থাকে, তাহলে পারব না।”

তিনি বলেন, “৪৯৫টি উপজেলায় যদি একসঙ্গে রুখে দাঁড়াই এবং প্রত্যেক উপজেলার বিএনপি-জামায়াতের শীর্ষ ১০ নেতার বাড়িতে আগুন দেই, তাহলে ওরা এমনিতেই ভেঙে পড়বে।”

ভিডিওতে তাকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কথা বলতে শোনা যায়। তিনি বলেন, “পুলিশ আমাদের সঙ্গে আছে।  আমরা রাস্তায় না নামলে পুলিশ সহযোগিতা করবে না। আমার এলাকাতেও পুলিশ ইচ্ছাকৃতভাবে কাউকে ধরছে না। বিএনপি-জামায়াত চাপ দিলে তখনই ধরে।”

তিনি অভিযোগ করেন, সাংগঠনিক কাজে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাকে বাধা দিচ্ছেন। তিনি বলেন, “আমি নিজে সাংগঠনিক কাজ করতে গেলেও আমাদের নেতারা বাধা দিচ্ছেন, বলছেন পুলিশের হয়রানি বাড়ছে।”

এ বিষয়ে জানতে দেবীগঞ্জে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরীকে ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি বলেন, “বিষয়টি শুনেছি। দলীয়ভাবে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।”

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসেন বলেন, “এ ধরনের বক্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি। প্রশাসনের উচিত এসব উসকানিদাতাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা।”

ইসলামী ব্যাংকে অগ্নিসংযোগের হুমকি প্রসঙ্গে দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক ফেরদৌস ওয়াহিদ বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “আমি বিষয়টি জানি না। অিডিওটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

ঢাকা/নাঈম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ ব এনপ উপজ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

উইম্বলডনে জয়ে ছিল কোটিপতি হওয়ার সুযোগ, ছাত্র হওয়ায় লাখপতি হতে হচ্ছে

উইম্বলডনে ছেলেদের এককে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ খেলোয়াড় কে, তা হয়তো আপনার জানা। তিনটি গ্র্যান্ড স্লামজয়ী ইতালিয়ান ইয়ানিক সিনার। কিন্তু যদি প্রশ্ন করা হয় এবার উইম্বলডনের একক ইভেন্টের ড্রয়ে র‌্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা খেলোয়াড়টি কে?

আসলে শেষের খবর কেউ রাখেন না। তাই নামও হয়তো অনেকের জানা নেই। তিনি ৭৩৩তম র‌্যাঙ্কিংধারী ব্রিটিশ খেলোয়াড় অলিভার টারভেট। গতকাল উইম্বলডনে খেলতে নেমেছিলেন তাঁর ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ। সুইস কোয়ালিফায়ার লেয়ান্দ্রো রেইদিকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডেও উঠেছেন টারভেট। সেখানে তাঁর জন্য অপেক্ষায় র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ।

আরও পড়ুনউইম্বলডন এখন ‘ডিজিটাল’, ১৪৮ বছরের ইতিহাসে এবারই প্রথম যা নেই১৫ ঘণ্টা আগে

টারভেটকে হয়তো দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হবে। তবে দুঃখ যা পাওয়ার তা হয়তো প্রথম রাউন্ডের জয়েই পেয়েছেন! প্রাইজমানি হিসেবে যে ৯৯ হাজার পাউন্ড পাওয়ার কথা ছিল, টারভেট যে তা পাচ্ছেন না! বাংলাদেশি মুদ্রায় প্রাইজমানির অঙ্কটি ১ কোটি ৬৬ লাখ টাকার কিছু বেশি।

মা–বাবা ও প্রেমিকা হেলায়েনা স্ট্যাবলারকে গ্যালারিতে সাক্ষী রেখে এই জয়ের পর টারভেটকে আসলে কিছুটা হতাশই হতে হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ২১ বছর বয়সী এ খেলোয়াড় একে তো অপেশাদার খেলোয়াড়, এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কলেজে পড়ার নিয়মের কারণে প্রাইজমানির পুরো অর্থ তিনি পাবেন না। যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের ওপর পড়াশোনা করছেন টারভেট।

উইম্বলডনে অভিষেক ম্যাচেই জিতেছেন টারভেট

সম্পর্কিত নিবন্ধ