পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর কণ্ঠ সদৃশ একটি অনলাইন মিটিংয়ের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে তাকে ইসলামী ব্যাংক ও বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ চালানোর কথা বলতে শোনা গেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় রাজনীতিবিদরা এমন বক্তব্যকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (১৬ মে) সকালে ৩ মিনিট ৪৮ সেকেন্ডের অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আশরাফুল আলম এমু দেবীগঞ্জে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

আরো পড়ুন:

নিখোঁজের ১৯ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল শিশুর লাশ

নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার, মুখ ও শরীরের বিভিন্ন অংশ ছিল পোড়া

অডিওতে আশরাফুল আলম এমু সদৃশ কণ্ঠে বলতে শোনা যায়, “আমি তো প্ল্যানিং নিচ্ছি- আমার এলাকায় যে কয়টা ইসলামী ব্যাংক আছে, এক রাতেই সব জ্বালিয়ে দেব। তবে, উপজেলা আওয়ামী লীগ যদি আমাকে সাহস না দেয়, পাশে না থাকে, তাহলে পারব না।”

তিনি বলেন, “৪৯৫টি উপজেলায় যদি একসঙ্গে রুখে দাঁড়াই এবং প্রত্যেক উপজেলার বিএনপি-জামায়াতের শীর্ষ ১০ নেতার বাড়িতে আগুন দেই, তাহলে ওরা এমনিতেই ভেঙে পড়বে।”

ভিডিওতে তাকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কথা বলতে শোনা যায়। তিনি বলেন, “পুলিশ আমাদের সঙ্গে আছে।  আমরা রাস্তায় না নামলে পুলিশ সহযোগিতা করবে না। আমার এলাকাতেও পুলিশ ইচ্ছাকৃতভাবে কাউকে ধরছে না। বিএনপি-জামায়াত চাপ দিলে তখনই ধরে।”

তিনি অভিযোগ করেন, সাংগঠনিক কাজে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাকে বাধা দিচ্ছেন। তিনি বলেন, “আমি নিজে সাংগঠনিক কাজ করতে গেলেও আমাদের নেতারা বাধা দিচ্ছেন, বলছেন পুলিশের হয়রানি বাড়ছে।”

এ বিষয়ে জানতে দেবীগঞ্জে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরীকে ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি বলেন, “বিষয়টি শুনেছি। দলীয়ভাবে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।”

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসেন বলেন, “এ ধরনের বক্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি। প্রশাসনের উচিত এসব উসকানিদাতাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা।”

ইসলামী ব্যাংকে অগ্নিসংযোগের হুমকি প্রসঙ্গে দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক ফেরদৌস ওয়াহিদ বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “আমি বিষয়টি জানি না। অিডিওটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

ঢাকা/নাঈম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ ব এনপ উপজ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় নগদ ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা, ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া সনদ জব্দ করা হয়।

শনিবার (১৬ আগস্ট) র‍্যাব-১১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করে পালানো আল-আমিন গ্রেপ্তার

সাংবাদিক তুহিনকে হত্যার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

গ্রেপ্তার মো.ইয়াসিন হোসেন (২৫) সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের হাজী আব্দুল মুন্সী নতুন বাড়ির মৃত ইউসুফের ছেলে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরিফ হোসেন (২১) নামে এক শিক্ষার্থীকে চাকরি দেওয়ার নাম করে ইয়াসিন হোসেন ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। পরে ইয়াসিন নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ওই ছাত্রকে জানান, তিনি ঢাকায় কর্মরত আছেন। মোবাইলে র‍্যাবের পোশাক পরিহিত ছবি প্রদর্শন করে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টমস পদে নিয়োগ দিতে পারবেন।

এভাবে প্রলোভন দেখিয়ে দুই ধাপে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  

র‍্যাব-১১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/সুজন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ