জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে। এতে সংগঠনের ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে তারিকুল ইসলামকে আর সদস্যসচিব মনোনীত হয়েছেন জাহেদুল ইসলাম। মুখ্য সংগঠকের পদে এসেছেন ফরহাদ সোহেল।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে যুব সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শীর্ষ তিন নেতার নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আর অন্যদের নাম ঘোষণা করেন যুবশক্তির সদস্যসচিবের দায়িত্ব পাওয়া জাহেদুল ইসলাম।

যুবশক্তির আহ্বায়কের দায়িত্ব পাওয়া তারিকুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। সদস্যসচিব জাহেদুল ইসলাম পেশায় চিকিৎসক। আর মুখ্য সংগঠক ফরহাদ সোহেল একজন প্রকৌশলী।

নাসীরুদ্দীন পাটওয়ারী এই তিনজনের নাম ঘোষণার পর কমিটির আরও কিছু নেতার নাম ঘোষণা করেন জাহেদুল ইসলাম৷ তিনি জানান, তাদের কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে তুহিন মাহমুদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব দ্যুতি অরণ্য চৌধুরী ও নাহিদা বুশরা দায়িত্ব পালন করবেন। আরও কয়েকজন পদধারী নেতার নাম উল্লেখ করে জাহেদুল বলেন, তাদের ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিগগিরই প্রকাশ করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প জ হ দ ল ইসল ম সদস যসচ ব প রক শ সদস য

এছাড়াও পড়ুন:

গুরুতর অসুস্থ ফরিদা পারভীন,আইসিইউর খরচ যোগাতে পারছে না পরিবার

বরেণ্য কন্ঠশিল্পী  ফরিদা পারভীন  দীর্ঘদিন লিভারের রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতায় ভূগছেন। চার মাস আগে গুরুতর অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তাকে আইসিইউ পর্যন্ত যেতে হয়েছিল। এখন তাঁর অবস্থা আরো গুরুতর। রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা।
নন্দিত এই শিল্পীর জটিল রোগের ব্যয়বহুল চিকিৎসায় রাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করেছে তাঁর পরিবার। বিষয়টি জানান শিল্পীর স্বামী ও কিংবদন্তি বংশীবাদক গাজী আবদুল হাকিম।

গাজী আবদুল হাকিম বলেন, ‘অনেক দিন ধরে তার (ফরিদা পারভীন) লিভারের রোগ। ফুসফুসে পানি জমেছে, আবার ডায়াবেটিসের সমস্যাও আছে। অনেক সমস্যা।
আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল। প্রতিদিন প্রায় লাখ টাকা খরচ। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে আমরা প্রায় নিঃস্ব। তাই আইসিইউ থেকে বের করে আনা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, খুব দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’যন্ত্রশিল্পীদের সংগঠন বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশনের সভাপতি গাজী বলেন, ‘ফরিদা পারভীন দেশের সম্পদ, তার মতো শিল্পী অন্তত চিকিৎসাসেবাটা তো পাবে। সারা জীবন দেশের জন্য কাজ করে গেল, শিল্পের জন্য কাজ করে গেল। আমি সারা জীবন সংগীতের সাধনা করে গেলাম। আমাদের প্রতি রাষ্ট্রেরও তো দায়িত্ব আছে। বিনা চিকিৎসায় তাঁর মতো শিল্পী চলে গেলে দুর্নাম হবে দেশেরই।’

প্রসঙ্গত, চার মাস আগেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফরিদা পারভীনকে। ১৩ দিন চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন।  কিছুদিন একটু ভালো ছিলেন শিল্পী, পরে আবারও অসুস্থ হয়ে পড়েন। 
 

সম্পর্কিত নিবন্ধ