মাত্র ২৩ মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে: রাজনাথ
Published: 16th, May 2025 GMT
ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ শুক্রবার বলেন, ‘মাত্র ২৩ মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে। নাশতা–পানি খেতে যে সময় লাগে, সেই সময়ের মধ্যেই সন্ত্রাসীদের ঘাঁটি আমরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি।’
গুজরাটের ভূজ বিমানঘাঁটিতে গিয়ে আজ রাজনাথ বলেন, ‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতীয় শক্তি ও ক্ষমতার ছোট্ট একটা ট্রেলার। গোটা পিকচার সময় হলে দেখানো হবে।
প্রতিরক্ষামন্ত্রী ভারতে তৈরি ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ভারতে একটা পরিচিত কথা আছে, দিনের আকাশে তারা দেখানো। ভারতের তৈরি ব্রহ্মস পাকিস্তানিদের দেখিয়ে দিয়েছে, রাতের অন্ধকারে দিনের ঔজ্জ্বল্য কেমন লাগে।’
পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতীয় নেতারা নিয়ম করে বিভিন্ন সেনাঘাঁটিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়েছেন পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে। রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার গিয়েছিলেন কাশ্মীরের বাদামিবাগ সেনাছাউনিতে, আজ গেলেন ভূজে।
শ্রীনগরে গিয়ে রাজনাথ সিং প্রশ্ন তুলেছিলেন, এই রকম একটা দেশের হাতে পারমাণবিক অস্ত্রসম্ভার নিরাপদ কি না। তাঁর প্রস্তাব ছিল, পাকিস্তানের পরমাণু অস্ত্রসম্ভার জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএএইএ–এর নজরদারিতে রাখা উচিত।
আজ ভূজে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) পাকিস্তানকে যে ১০০ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে, তা পুনর্বিবেচনা করা দরকার। রাজনাথের অভিযোগ, এই ঋণের টাকায় পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে সাহায্য করবে। কাজেই এই ঋণ দেওয়া ঠিক হচ্ছে কি না, তা বিবেচনা করে দেখা দরকার।
৯ মে ওয়াশিংটনে আইএমএফের ঋণসংক্রান্ত বোর্ডের বৈঠকে ভারত তার উদ্বেগের কথা জানিয়েছিল। বলেছিল, ঋণের শর্ত পাকিস্তান মানতে ব্যর্থ হয়েছে। তাই নতুন করে তাদের ঋণ দেওয়া ঠিক হবে না।
ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে রাজনাথ অভিযোগ করেন, ওই টাকার একটা বড় অংশ পাকিস্তান নষ্ট হয়ে যাওয়া সন্ত্রাসবাদীদের ঘাঁটি আবার গড়ে তোলার কাজে খরচ করবে।
ভারত ও পাকিস্তানের মধ্যে পার্থক্য কী, তা জানিয়ে রাজনাথ বলেন, পাকিস্তান বারবার আইএমএফের কাছ থেকে ঋণ নেয়। আর ভারত আইএমএফকে তহবিল গড়তে সাহায্য করে, যাতে দরিদ্র দেশগুলো ঋণ পেতে পারে।
পেহেলগাম হত্যাকাণ্ডের পর থেকে অপারেশন সিঁদুর পর্যন্ত দেশের নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি বিরোধীরা জানিয়ে আসছে। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতিও দাবি করেছে। দুই দাবির কোনোটিই এখনো মানা হয়নি। প্রধানমন্ত্রী দুটি সর্বদলীয় বৈঠকের একটিতেও হাজির ছিলেন না। সংসদের অধিবেশন ডাকা নিয়েও কোনো মন্তব্য করেননি। তবে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।
এ পরিস্থিতিতে দল হিসেবে বিজেপি ও সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। দলের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করতে দেশব্যাপী তেরঙা যাত্রা শুরু করা হয়েছে। ১১ দিন ধরে এই যাত্রা চলবে। পাশাপাশি সরকার ঠিক করেছে, পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে আরও কোণঠাসা করতে বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধিদের পাঠানো হবে। সংসদীয় দলের সদস্যদের নিয়ে এসব প্রতিনিধিদল গড়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশের নীতি নির্ধারণ করছে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি ও জাইকা: আনু মুহাম্মদ
শেখ হাসিনার আমলে যারা সিদ্ধান্ত নিত, ইউনূস আমলেও তারাই সিদ্ধান্ত নিচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘দেশের সব নীতি নির্ধারণ করছে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও আইএমএফ। তাদের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের আমলাতন্ত্র আর ব্যবসায়ীরা।’
সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউটে নাগরিক উদ্যোগের আয়োজনে এলডিসি উত্তরণ নিয়ে এক সেমিনারে এ কথা বলেন আনু মুহাম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আনু মুহাম্মদ বলেন, উন্নয়ন সহযোগীরা শেখ হাসিনার উন্নয়ন মডেলকে মিরাকল বা অলৌকিক বলেছিল। তারা আলাদা উন্নয়ন ধারা তৈরি করেছিল। এখন তারাই আবার নীতি নির্ধারণ করছে। উপদেষ্টারাও বিদেশিদের জন্য নীতি নির্ধারণে বেশি উৎসাহী।
গোপন চুক্তি নিয়ে আনু মুহাম্মদ বলেন, দীর্ঘমেয়াদি চুক্তি করতে জনগণকে জানাতে হবে। এটাই মুক্তবাজার অর্থনীতির নীতি। গোপন চুক্তি না করে এই সরকারের পরিবর্তনের দিশা তৈরির সুযোগ ছিল। তারা আগের গোপন চুক্তিগুলো প্রকাশ করতে পারত, যাতে পরের সরকারগুলো এমন চুক্তি করতে উৎসাহী না হয়। কিন্তু এসব বিষয়ের কোনো পরিবর্তন হয়নি, বিষয়টি আশা ভঙ্গের।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ‘এলডিসি উত্তরণ করা বা বিলম্ব করার বিষয়ে এখনো সরকারের সিদ্ধান্ত হয়নি। প্রকৃত অর্থে বাংলাদেশ এখনো এ জন্য প্রস্তুত নয়, যদিও আমরা আগের পরিসংখ্যান বয়ে বেড়াচ্ছি। নতুন সরকার হয়তো উত্তরণ করবে। আমরা নিয়মের মধ্যে কিছু প্রস্তুতি নিচ্ছি মাত্র।’
মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে প্রধান অতিথি বলেন, এফটিএ মানে ফোর্স ট্রেড অ্যাগ্রিমেন্ট বা জোরপূর্বক বাণিজ্য চুক্তি, এটা ছাড়া কোনো অর্থ হয় না। সেমিনারে এলডিসি উত্তরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।