আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তি’। নতুন সংগঠনের আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে; সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
গতকাল শুক্রবার রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ অ্যাভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। যুবশক্তির মুখ্য সংগঠক করা হয়েছে প্রকৌশলী ফরহাদ সোহেলকে।

অনুষ্ঠানে ১৩১ সদস্যের জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির ২৯ জনের নাম ঘোষণা করেন সদ্য মনোনীত সদস্য সচিব ডা.

জাহেদুল ইসলাম।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন তুহিন মাহমুদ। যুগ্ম আহ্বায়ক প্রীতম সোহাগ, প্রকৌশলী মোহাম্মদ নেসার উদ্দিন, গোলাম মোনাব্বের, আশিকুর রহমান, কাজী আয়েশা আহমেদ, হিজবুর রহমান বকুল, মারুফ আল হামিদ ও আসাদুর রহমান।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী ও নাহিদা বুশরা। যুগ্ম সদস্য সচিব নিশাত আহমেদ, রাদিথ বিন জামান, ইনজামামুল হক, শাওন মাহফুজ, লুৎফর রহমান, নীলা আফরোজ, আবু সুফিয়ান, মাহমুদা সুলতানা রিমি, রাশেদুল ইসলাম খালেদ, শফিকুল ইসলাম ও ইসরাত জাহান বিন্দু।
মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ মুস্তফা, যুগ্ম যুব উন্নয়ন সমন্বয়ক শাকিল আহমেদ ইকবাল ও সনজিদা আক্তার মনি এবং সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত।

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প র রহম ন ল ইসল ম য বশক ত

এছাড়াও পড়ুন:

সংসদে প্রতিনিধিত্ব চান জুলাই শহীদ পরিবারের সদস্যরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংসদের উচ্চকক্ষ (প্রস্তাবিত) ও নিম্ন কক্ষে নিজেদের প্রতিনিধিত্ব চেয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

আজ মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে বিএনপি আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় তাঁরা এ প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন। এ ছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভা উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভার শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদ, আহতসহ বিগত সরকারের আমলে গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। জুলাই অভ্যুত্থানে সাভারে শহীদ হওয়া ইয়ামিনের বাবা মহিউদ্দিন বলেন, শান্তির স্বার্থে শুধু সংসদের উচ্চকক্ষের নির্বাচন সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে হওয়া উচিত। একই সঙ্গে আগামী নির্বাচনে শহীদ পরিবার (জুলাই অভ্যুত্থান) থেকে সংসদের উচ্চ ও নিম্নকক্ষে ১০ জন প্রতিনিধি মনোনয়নের আশা করেন বলে জানান তিনি।

সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

সম্পর্কিত নিবন্ধ