পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে ফসলি জমির পাশে ছোট নালার উপর সড়ক ছাড়াই অর্ধকোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের ঘটনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়। এ সময় নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়।

রোববার (১৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন দুদকের উপপরিচালক আজমির শরীফ মারজী। পরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সেতুটির নির্মাণ কাজের অগ্রগতি ও নথি যাচাই বাছাই করেন তিনি।

এ সময় দুদকের পঞ্চগড় ও ঠাকুরগাঁও সম্মিলিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন, কনস্টেবল আব্দুস সামাদ ও শামীম হোসেন, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আল আমিন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

নানক, তাজুল ইসলামসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

খালেদা-তারেকের বিরুদ্ধে মিথ্যা মামলা
দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলার আবেদন

দুদকের উপপরিচালক আজমির শরীফ মারজী জানান, অভিযোগের ভিত্তিতে তাদের এই অভিযান। সরেজমিন এসে সেতুর মাপ, নির্মাণে ব্যবহৃত পাথর, বালি, সিমেন্ট ও রডের নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কাজের নথি যাচাই-বাছাই করা হয়। তদন্ত রিপোর্ট দাখিলের পর কমিশনের সিন্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন হাকিমপুর-দগরবাড়ী থেকে বয়ে আসা একটি নালার ওপর নির্মাণ করা হচ্ছে এই সেতুটি। ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৪৩ লাখ ৩৬ হাজার ২২ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। 

ঢাকা/নাঈম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল

এছাড়াও পড়ুন:

পার্কিং দখল করে স্থাপনা, কাটা হয়েছে কেওড়া বন

শুক্রবার সকাল ১০টা। সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে কিছুক্ষণ অবস্থান করার পর পাশের কেওড়া বনে গাছ কাটার শব্দ শোনা যায়। শব্দ ধরে কাছে যেতেই দেখা যায়, বনের কেওড়া গাছ কাটছেন দুজন। কেন গাছ কাটছেন জিজ্ঞেস করলে তারা বলেন, ‘ফেরিঘাটে দোকান নির্মাণে খুঁটি দরকার, কাটা গাছ খুঁটি হিসেবে ব্যবহার করা হবে।’ নাম-পরিচয় জানতে চাইলে দৌড়ে পালিয়ে যান তারা।
সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটের পার্কিং ইয়ার্ড দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান। ফেরিঘাট সংলগ্ন সরকারি বনের কেওড়া গাছ কেটে নির্মাণ করা হয়েছে এসব স্থাপনা। অবৈধ স্থাপনার কারণে ফেরিঘাট এলাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, যাত্রীদের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অন্যদিকে, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট এলাকায় নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে বিআইডব্লিউটিএ কর্তৃক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনেও একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি। উল্টো নির্মিত হয়েছে নতুন দোকানপাট।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ, চট্টগ্রামের উপপরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মো. কামরুজ্জামান বলেন, ‘পার্কিং ইয়ার্ডে অবৈধ স্থাপনার বিষয়ে জানতে পেরে গত ২৭ এপ্রিল স্থাপনা নির্মাণকারীদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে ফেলার জন্য নির্দেশ প্রদান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নতুন কোনো স্থাপনা না নির্মাণ করার জন্যও বলা হয়েছে। বাঁশবাড়িয়া প্রান্তের অবৈধ স্থাপনা ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে।’
ফেরিঘাট এলাকা ঘুরে আরও দেখা যায়, অস্থায়ী স্থাপনা নির্মাণের পাশাপাশি বিআইডব্লিউটিএর নির্দেশ উপেক্ষা করে চলছে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ।  কাঠের তৈরি প্রায় ৫০ ফুট লম্বা একটি স্থায়ী দোকান নির্মাণের কাজ প্রায় শেষ। নতুন নতুন দোকান নির্মাণের জন্য কেওড়া গাছের খুঁটি পুঁতে দখল করা হয়েছে পুরো পার্কিং ইয়ার্ড।
সবচেয়ে বড় স্থাপনা তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের একজন হেলাল মিস্ত্রি বলেন, ‘হাসান নামের একজন গাড়িচালক দোকানটি নির্মাণ করছেন। এটিকে চার ভাগে ভাগ করে ভাড়া দেওয়া হবে।’ অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য বিআইডব্লিউটিএ থেকে দেওয়া বিজ্ঞপ্তির বিষয়ে অবগত আছেন কিনা জানতে চাইলে একাধিক দোকানদার বলেন, এই বিজ্ঞপ্তি নিয়ে তাদের কাছে কেউ আসেননি।
কেওড়া গাছ কাটার বিষয়ে বন বিভাগের সন্দ্বীপ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. নিজাম উদ্দীনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তি দেওয়ার অর্ধমাস পরও গুপ্তছড়া ফেরিঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া প্রসঙ্গে বিআইডব্লিউটিএন উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘ফেরিঘাটের পার্কিং ইয়ার্ডের জায়গাটি বন বিভাগ কয়েকদিনের মধ্যে বিআইডব্লিওটিএ এবং সড়ক ও জনপথ বিভাগকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। এরপর আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব।’
 

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহীতে ‘ঘুষের জন্য ফাইল আটকে রাখা’ মাউশির উপপরিচালককে বদলি
  • পার্কিং দখল করে স্থাপনা, কাটা হয়েছে কেওড়া বন