সড়ক ছাড়াই অর্ধকোটি টাকার সেতু নির্মাণ, দুদকের অভিযান
Published: 18th, May 2025 GMT
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে ফসলি জমির পাশে ছোট নালার উপর সড়ক ছাড়াই অর্ধকোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের ঘটনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়। এ সময় নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়।
রোববার (১৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন দুদকের উপপরিচালক আজমির শরীফ মারজী। পরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সেতুটির নির্মাণ কাজের অগ্রগতি ও নথি যাচাই বাছাই করেন তিনি।
এ সময় দুদকের পঞ্চগড় ও ঠাকুরগাঁও সম্মিলিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন, কনস্টেবল আব্দুস সামাদ ও শামীম হোসেন, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আল আমিন উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
নানক, তাজুল ইসলামসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
খালেদা-তারেকের বিরুদ্ধে মিথ্যা মামলা
দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলার আবেদন
দুদকের উপপরিচালক আজমির শরীফ মারজী জানান, অভিযোগের ভিত্তিতে তাদের এই অভিযান। সরেজমিন এসে সেতুর মাপ, নির্মাণে ব্যবহৃত পাথর, বালি, সিমেন্ট ও রডের নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কাজের নথি যাচাই-বাছাই করা হয়। তদন্ত রিপোর্ট দাখিলের পর কমিশনের সিন্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন হাকিমপুর-দগরবাড়ী থেকে বয়ে আসা একটি নালার ওপর নির্মাণ করা হচ্ছে এই সেতুটি। ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৪৩ লাখ ৩৬ হাজার ২২ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।
ঢাকা/নাঈম/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
না’গঞ্জ সদরে কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
২০২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় "বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন কৌশল" শীর্ষক প্রযুক্তি ভিত্তক ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর'র উপপরিচালক আ.জা. মু. আহসান শহীদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর'র অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোহাম্মদ জহিরুল হক ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর'র অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) অনন্ত সরকার।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. রুপালী খাতুন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন প্রমূখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারি কৃষক-কৃষাণীদের মাঝে আর্থিক সহায়তা ও বিনামূল্যে সার, বীজ এবং বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।