বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন বহিষ্কৃত মুখপাত্র ফাতেমা
Published: 18th, May 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্যসচিব নিজাম উদ্দিনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সংগঠন থেকে সদ্য অব্যাহতি পাওয়া ফাতেমা খানম লিজা। আজ রোববার বিকেলে আহ্বায়ক ও সদস্যসচিবকে আইনি নোটিশ পাঠান তিনি। নোটিশে সাত দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে বলা হয়েছে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
ফাতেমা খানম সংগঠনটির চট্টগ্রাম মহানগরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এদিন এক ভিডিও বার্তায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ দুই ঘণ্টার মধ্যে প্রমাণ করার জন্য সংগঠনটিকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি। না হলে সংগঠনটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, আহ্বায়ক ও সদস্যসচিব ফাতেমা খানমের বিরুদ্ধে দলীয় নীতিমালা ভঙ্গ এবং মাদক সেবন ও অসামাজিক জীবনযাপনের মিথ্যা অভিযোগ তুলে ব্যক্তিগত চরিত্র হরণ করেছেন। এই বহিষ্কারাদেশ সংগঠনের নিয়ম ও আইন পরিপন্থী। তাই সাত দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। না হলে ফাতেমা খানম আইনগত ব্যবস্থা নেবেন।
শনিবার সন্ধ্যায় সংগঠনটির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্যসচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ফাতেমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই প্ল্যাটফর্মের সদস্যের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই তাঁকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
এ ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন ফাতেমা খানম। শনিবার রাত সাড়ে নয়টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর (মিডিয়া)’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে ৪৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন তিনি। এতে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দিতে সংগঠনকে দুই ঘণ্টার সময় বেঁধে দেন। এরপর গতকাল আইনি নোটিশ পাঠান তিনি।
জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, আইনি নোটিশ যে কেউ যে কাউকে পাঠাতে পারে। তিনি এগুলোর জবাব দেওয়ার প্রয়োজন মনে করছেন না। সংগঠনের মূল্যবোধ বজায় রাখার জায়গা থেকে ফাতেমা খানমকে বহিষ্কার করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ও সদস যসচ ব স গঠনট স গঠন
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় ইনভেস্টর অ্যাসোসিয়েশন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শমূলক আলোচনা করার জন্য সাক্ষাতের অনুমতি চেয়ে পুনরায় চিঠি দিরেয়ছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। পুঁজিবাজার, বিনিয়োগকারী ও অংশীজনদের স্বার্থ রক্ষার্থে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার (১৭ মে) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন স্বাক্ষরিত একটি চিঠি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল পরামর্শমূলক আলোচনায় বসার জন্য প্রধান উপদেষ্টা বরাবর চিঠি ছিলেন সংগঠনটি সভাপতি এস এম ইকবাল হোসেন।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে শাইনপুকুর সিরামিকস
শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শমূলক আলোচনা করার জন্য সাক্ষাতের অনুমতি চেয়ে পুনরায় চিঠি প্রদানের বিষয়টি রাইজিংবিডি ডটকমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েসনের সমন্বয়ক ও মুখপাত্র নুরুল ইসলাম মানিক।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জুলাই বিপ্লব ২০২৪ এর পূর্ববর্তী সরকারের শাসনামলে চরম নাজুক অবস্থায় ছিল দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীরা। কিন্তু খুবই দুঃখজনক যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের পর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মাঝে যে আশার সঞ্চার হয়েছিল, সেই প্রত্যাশা চরমভাবে হতাশায় পর্যবেশিত হয়েছে।দেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড পুঁজিবাজার আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমতাবস্থায় দেশের পুঁজিবাজার, বিনিয়োগকারী ও অংশীজনের জীবন রক্ষার্থে আপনার সাথে পরামর্শমূলক আলোচনার জন্য অধীর আগ্রহ ও উদ্বেগ উৎকণ্ঠার সাথে অপেক্ষমান বিনিয়োগকারীদের প্রাণের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, গত ২৯ এপ্রিল আপনার দপ্তরে এ বিষয়ে একটি চিঠি প্রেরণ করা হয়েছিল। এখনো পর্যন্ত কোনো কার্যকরি পদক্ষেপ দেখতে না পাওয়ায় পুনরায় আপনাকে স্মরণ করিয়ে দিলাম। আপনার সাথে সাক্ষাতের অনুমতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।
ঢাকা/এনটি/এসবি