পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রোববার (১৮ মে) রাতে লাহোর কালান্দার্সের কাছে হেরে বিদায় নিয়েছে বাবর আজমের দল পেশাওয়ার জালমি। তবে এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে অন্যরকম এক সেঞ্চুরি করেন পেশাওয়ারের অধিনায়ক বাবর। পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি।
পিএসএলের প্রথম আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে অভিষেক হয়েছিল বাবরের। সেই আসরে শিরোপাও জিতেছিল তারা। এরপর তিনি করাচি কিংসে যোগ দেন। সেখানে তিনি টানা পাঁচ মৌসুম খেলেন এবং ২০২০ সালে চ্যাম্পিয়নও হন। ২০২৩ সালে বাবর যোগ দেন পেশাওয়ার জালমিতে। সেই থেকে খেলছেন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে।
পিএসএলে ১০০ ম্যাচ খেলে বাবর মোট ৩ হাজার ৭৯২ রান করেছেন। যা লিগের ইতিহাসে সর্বোচ্চ। তার গড় ৪৪.
আরো পড়ুন:
কোহলিকে পেছনে ফেলে দুইয়ে বাবর
ব্র্যাডম্যান-লারাদের কাতারে বাবর আজম
অবশ্য নিজের শততম ম্যাচটি রাঙাতে পারেননি বাবর। সিকান্দার রাজার করা বলে ১৩ বলে ৩ বাউন্ডারিতে ১৬ রান করে আউট হন। আর তার দল ২৬ রানে হার মেনে এবারের আসর থেকে বিদায় নেয়।
পিএসএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকা:
১. বাবর আজম: ১০০ ম্যাচ,
২. ইমাদ ওয়াসিম: ৯৮ ম্যাচ,
৩. ফখর জামান: ৯৪ ম্যাচ,
৪. মোহাম্মদ রিজওয়ান: ৯৩ ম্যাচ,
৫. রাইলি রুশো: ৯৩ ম্যাচ।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৬ মাস পর আসল ক্রিকেটে ফিরে সাকিব যা বললেন
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে শাহিন আফ্রিদির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লাহোর দলে যোগ দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ দলে যোগ দেওয়া সাকিব আগামীকালের ম্যাচে ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছেন।
লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।’
সাকিবকে দলে নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছিল, হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে। তবে শুধু মিচেল নন, এই দলে পরিবর্তন এসেছে আরও।
ভারত–পাকিস্তান সংঘাতে টুর্নামেন্ট বন্ধের পর আর দলে যোগ দিচ্ছেন না লাহোরের অলরাউন্ডার ডেভিড ভিসা ও উইকেটকিপার–ব্যাটসম্যান স্যাম বিলিংস। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকেও পাচ্ছে না দলটি।
তাঁদের অনুপস্থিতিই গত নভেম্বরের পর পেশাদার ম্যাচ না খেলা সাকিবকে খেলার সুযোগ করে দিয়েছে। সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষেও। তিনিও গত জানুয়ারির পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি।
পিএসএলে এর আগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়েও খেলেছেন সাকিব। লাহোরের হয়ে খেলবেন এবারই প্রথম।
আরও পড়ুনবাংলাদেশের প্রথম ওয়ানডে জয়: সেই তারকারা এখন কে কোথায়৫ ঘণ্টা আগে