মহেশ ভাট নির্মিত আলোচিত বলিউড সিনেমা ‘আশিকি’। ১৯৯০ সালে মুক্তি পায় এটি। এতে জুটি বেঁধে অভিনয় করেন রাহুল রায় ও অনু আগরওয়াল। মুক্তির পর এ সিনেমা তাদের রাতারাতি তারকা খ‌্যাতি এনে দেয়।

প্রায় ৩ দশক ধরে রুপালি পর্দায় অনুপস্থিত অনু আগরওয়াল। সেই সময়ের তারকা খ্যাতি, ফিল্ম ইন্ডাস্ট্রির অতীত ও বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন ৫৬ বছরের এই অভিনেত্রী। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেন তিনি।  

‘আশিকি’ সিনেমা মুক্তির পরও মুম্বাইয়ে একা থাকতেন অনু আগরওয়াল। এটি খানিকটা ভীতিকর ছিল। তা উল্লেখ করে অনু আগরওয়াল বলেন, “জানেন, আমার ভবনের নিচে ভক্তরা দাঁড়িয়ে থাকতেন! ভাগ্যক্রমে আমি একটি এমপি বিল্ডিংয়ে থাকতাম। যার ফলে পুলিশি নিরাপত্তা পেতাম। ৮-১০ জন অস্ত্রধারী গার্ড থাকতেন। তারা লোকজনকে ভেতরে প্রবেশ করতে দিতেন না। কিন্তু এটি পাগলামি ছিল।”  

“আমার ভবন দেখার জন্য মানুষ বিভিন্ন দেশ থেকে উড়ে আসছিলেন। আপনি জানেন, শাহরুখ খানের বর্তমান অবস্থা কেমন!” বলেন অনু।

অভিনয় ক্যারিয়ারে সাফল্য পাওয়ার কিছুদিন পরই ইন্ডাস্ট্রি ছেড়ে দেন অনু আগরওয়াল। এখন শাহরুখ খানের পড়শি তিনি। শাহরুখ খানের ভক্ত-অনুরাগীদের অবস্থা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি বুঝতে পারছি এমনই হতো। আর আমি পালিয়ে যেতাম।”

সেই সময়ে দাউদ ইব্রাহিমের মতো গ্যাংস্টাররা বলিউড শাসন করতেন। টেবিলের নিচে চুক্তি হতো। এসব তথ্য উল্লেখ করে অনু আগরওয়াল বলেন, “চলচ্চিত্র শিল্পে যে সমস্ত অর্থ আসছিল, তা আন্ডারওয়ার্ল্ড থেকে আসছিল।”

বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে কীভাবে দেখেন? এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, “আমি আজকাল যে দৃশ্য দেখি, তা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। ৫-১০ বছর আগেও আমার কাছে এটি এত আকর্ষণীয় মনে হয়নি।”

খানিকটা ব্যাখ্যা করে অনু আগরওয়াল বলেন, “বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাণে পরিবর্তন এসেছে। এমনকি দক্ষিণের চলচ্চিত্রগুলোও বড় হয়েছে। দর্শকদের সামনে অনেক অপশন, পছন্দমতো তারা বেছে নিতে পারেন। কেবল তারকাদের দেখে মানুষ সিনেমা দেখা বন্ধ করে দিয়েছেন।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জামিনে কারামুক্ত দিলীপ কুমার আগরওয়ালা

জামিনে কারামুক্ত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। ১ অক্টোবর তিনি কারাগার থেকে বেরিয়ে যান। তবে দিলীপ কুমার আগরওয়ালার কারামুক্তির বিষয়টি জানাজানি হয়েছে আজ।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্প্রতি দিলীপ কুমার আগরওয়ালা উচ্চ আদালত ও ঢাকার আদালত থেকে জামিন পান। ১ অক্টোবর তিনি কারাগার থেকে ছাড়া পান।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাঁকে আদালতে তোলা হয়। এরপর তাঁকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিন তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। সব মামলায় জামিন পাওয়ার পর ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।

এ ব্যাপারে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়ালা উচ্চ আদালত ও ঢাকার আদালত থেকে বেশ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। তবে কারামুক্ত হয়েছেন কি না, সেটি জানা নেই।

দিলীপ কুমার আগারওয়ালা গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

আরও পড়ুনডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেপ্তার০৩ সেপ্টেম্বর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ

  • জামিনে কারামুক্ত দিলীপ কুমার আগরওয়ালা