এআই দিয়ে নিজের কণ্ঠস্বর নকল করে অডিওবুক প্রকাশ করলেন মেলানিয়া
Published: 23rd, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প কিছুদিন আগে এআই ব্যবহার করে নকল অডিও-ভিডিও (ডিপফেক) তৈরির ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন। এখন তিনি আত্মজীবনীর এমন একটি অডিওবুক সংস্করণ প্রকাশ করছেন, যেখানে তাঁর কণ্ঠে কথা বলছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)।
৫৫ বছর বয়সী মেলানিয়া বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেলানিয়া ঘোষণা দিয়েছেন, তিনি সাত ঘণ্টার একটি অডিওবুক প্রকাশ করছেন। এর মূল্য ধরা হয়েছে ২৫ ডলার।
সাদা ও কালো রঙের ছোট একটি ভিডিওতে স্লোভেনিয়ার বংশোদ্ভূত সাবেক মডেল মেলানিয়ার মুখের একটি গ্রাফিকস ভেসে উঠতে দেখা যায়। সেখানে তাঁর কণ্ঠস্বরে বলতে শোনা যায়—‘আমার গল্প, আমার দৃষ্টিভঙ্গি, সত্যতা’। তবে ভিডিওতে মেলানিয়ার নিজের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, নাকি এটি তাঁর এআই কণ্ঠস্বর, তা নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেলানিয়া আরও লিখেছেন, ‘আমার নিজস্ব কণ্ঠস্বর ব্যবহার করে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বর্ণিত “মেলানিয়া—দ্য এআই অডিওবুক” আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমি সম্মানিতবোধ করছি। প্রকাশনার নতুন যুগ শুরু হোক।’
অডিওবুকটির ওয়েবসাইটে বলা হয়েছে, মেলানিয়া ট্রাম্পের নির্দেশনা অনুযায়ীই এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর কণ্ঠস্বরের রেপ্লিকা তৈরি করা হয়েছে। চলতি বছরের শেষের দিকে একাধিক বিদেশি ভাষায় এর সংস্করণ প্রকাশিত হবে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
অডিওবুকটি এমন সময়ে প্রকাশিত হলো, যার মাত্র কয়েক দিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি বিলে স্বাক্ষর করেছেন মেলানিয়া। স্বাক্ষরিত ওই বিলের আওতায় বাস্তব বা এআই-নির্মিত যেকোনো ‘প্রতিশোধমূলক পর্নোগ্রাফি’ অনলাইনে প্রকাশ করাকে ফেডারেল অপরাধ হিসেবে গণ্য হবে।গত অক্টোবরে মেলানিয়ার লেখা আত্মজীবনীর ছাপা সংস্করণ প্রকাশিত হয়। ‘প্রিমিয়াম আর্ট পেপারে’ ছাপা হওয়া স্বাক্ষরযুক্ত এই বিশেষ সংস্করণের দাম ধরা হয়েছে ১৫০ ডলার।
অডিওবুকটি এমন সময়ে প্রকাশিত হলো, যার মাত্র কয়েক দিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি বিলে স্বাক্ষর করেছেন মেলানিয়া। স্বাক্ষরিত ওই বিলের আওতায় বাস্তব বা এআই–নির্মিত যেকোনো ‘প্রতিশোধমূলক পর্নোগ্রাফি’ অনলাইনে প্রকাশ করাকে ফেডারেল অপরাধ হিসেবে গণ্য হবে।
গত মার্চে মেলানিয়া ট্রাম্প ‘টেক ইট ডাউন অ্যাক্ট’ নামের ওই বিলের পক্ষে প্রচারে অংশ নেন। এর মাধ্যমে তিনি তাঁর স্বামী আবার ক্ষমতায় ফেরার পর প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নেন। সেখানে ‘ডিপফেকের মতো ক্ষতিকর অনলাইন কনটেন্ট’-এর বিরুদ্ধে সোচ্চার হন মেলানিয়া।
গত ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে বেশির ভাগ সময়ই মেলানিয়াকে আড়ালে থাকতে দেখা গেছে। শুধু ওয়াশিংটনে স্বামীর সঙ্গে সীমিত সময় কাটিয়েছেন তিনি। তবে এটি তাঁকে কিছু বেছে নেওয়া প্রকল্পে যুক্ত হতে আটকায়নি, যেগুলো একদিকে তার ভাবমূর্তিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, অন্যদিকে অর্থ আয়ের পথও খোলে।
এআই অডিওবুকের পাশাপাশি মেলানিয়া এখন একটি তথ্যচিত্র সিরিজ নির্মাণে ব্যস্ত, যা অ্যামাজনের সঙ্গে চুক্তিভিত্তিক। এর মূল্য কয়েক কোটি ডলার বলে জানা গেছে।
এআই অডিওবুকের পাশাপাশি মেলানিয়া ট্রাম্প অ্যামাজনের সঙ্গে একটি তথ্যচিত্র সিরিজ নির্মাণ করছেন। বলা হচ্ছে, এর চুক্তিমূল্য কয়েক কোটি ডলার।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা। আজ সোমবার রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তাঁরা।
সেখানে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ মিছিলও করেন। এ ছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষীপুর এলাকাতেও সোহরাব উদ্দিনের সমর্থকেরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভকারী নেতা-কর্মীদের দাবি, সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন করে সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুষ্টিয়া-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার।
এ বিষয়ে মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ‘শুনেছি আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি।’ এর বেশি কথা বলেননি তিনি।
জানতে চাইলে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যিনি মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে এ নির্দেশনা যদি কেউ না মানেন, তাহলে কেন্দ্র ব্যবস্থা নেবে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হাসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করেছি।’
কুষ্টিয়ার অন্য তিনটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা হলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।