১৯৭৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন এস এম ফজলুল হক। সম্প্রতি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন। চাকসু নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি।
সমকাল: কেমন ছিল ১৯৭৪-এর চাকসু নির্বাচন?
এস এম ফজলুল হক: আমাদের সময় চাকসু প্রার্থীদের ক্ষেত্রে রাজনৈতিক ও সাংস্কৃতিক কার্যক্রমে কতটুকু সক্রিয়– সেসব বিষয় গুরুত্বপূর্ণ ছিল। মুক্তিযুদ্ধে আমাদের বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ ছিল। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও জাতীয় পর্যায়ের সমস্যা নিয়ে মতামত গুরুত্বপূর্ণ ছিল। এসবের ভিত্তিতে প্রার্থীরা অংশগ্রহণ করেছিলেন। তৃতীয় চাকসু নির্বাচন ছিল সেটি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন।
সমকাল: সেই নির্বাচনে কত ভোটার ও প্রার্থী ছিল?
এস এম ফজলুল হক : তখন প্রায় ১০ থেকে ১১ হাজারের মতো ভোটার ছিল। বিভিন্ন সংগঠনের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমি জাসদ ছাত্রলীগ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। বিপুলসংখ্যক ভোট পেয়েছিলাম আমরা।  জিএস হয়েছিলেন গোলাম জিলানী চৌধুরী।
সমকাল: চাকসু নিয়ে বর্তমান প্রশাসনের প্রতি আপনার পরামর্শ কী থাকবে?
এস এম ফজলুল হক: চাকসু বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের নির্বাচন হলো জাতীয় পর্যায়ের নেতৃত্ব তৈরি করার কারখানা। কিন্ত বর্তমানে দেখা যাচ্ছে এই ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয় থেকে নেতা তৈরির পথ বন্ধ হয়ে আছে। সেজন্য জাতীয় পর্যায়ে রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হয়েছে। এসব কাটিয়ে উঠতে হলে নিয়মিত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। তাদের অংশগ্রহণ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সীমাবদ্ধ না রেখে জতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও বৃদ্ধি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এক্ষেত্রে সক্রিয়  হতে হবে। নির্বাচনে আইন ও নিয়মনীতি সবার জন্য সমান রাখতে হবে। চাকসুর নিয়ম, নীতি ও গঠনতন্ত্রে আধুনিকায়ন প্রয়োজন। শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে আধুনিকায়ন করা প্রয়োজন বলে মনে করি।
 সমকাল: চাকসুতে আপনি কী পরিবর্তন চান?
এস এম ফজলুল হক: সারা বিশ্বে প্রযুক্তিনির্ভর যে পরিবর্তন সেই আলোকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে আধুনিকায়ন প্রয়োজন। চাকসু নেতৃত্বদের অংশগ্রহণের বা মতামত রাখার পরিসর বাড়াতে হবে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ও প্রাপ্তির পরিমাণ আনুপাতিক হারে বাড়াতে হবে। আমাদের দেশে নারীদের এসব ক্ষেত্রে অংশগ্রহণ নিয়ে কথিত আলোচনা হলেও বাস্তবে অংশগ্রহণে যথাযথ সহযোগিতা পান না। তাই আমার মতে নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও অর্জনের পথ তৈরি করতে হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর য য সমক ল

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ