রেকর্ডসংখ্যক সিনেমা পাচ্ছে সরকারি অনুদান, ঘোষণা আসছে ...
Published: 1st, July 2025 GMT
সিনেমা নির্মাণের জন্য প্রতিবছরের মতো এবারও সরকারি অনুদান দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত ৩২টি সিনেমাকে দেওয়া হচ্ছে এই অনুদান। এর মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে আর ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র প্রথম আলোকে এমনটাই জানিয়েছে।
মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, এবার রেকর্ডসংখ্যক সিনেমা সরকারি অনুদানের জন্য জমা পড়েছে, অন্যান্যবার এবারের অর্ধেকেরও কমসংখ্যক ছবি জমা পড়ত। তাই অনুদান প্রদানের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তিরা আগের চেয়ে বেশি দিচ্ছেন।
আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গতকাল সোমবার সরকারি অনুদানের ছবিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। মোট তিনটি ধাপে ছবির বাছাইপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে চিত্রনাট্য বাছাই কমিটি জমা পড়া ছবি থেকে প্রথম ধাপে ৫০ শতাংশের কাজ সম্পন্ন করে। দ্বিতীয় ধাপে অনুদান বাছাই কমিটির যাচাই–বাছাই হয়। তৃতীয় ও চূড়ান্ত ধাপে জমা পড়া ছবি থেকে মোট ৩২টি ছবি চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে কোন কোন ছবি চূড়ান্ত হয়েছে, সে ব্যাপারে কিছুই বলতে চান না সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।
জানা গেছে, এপ্রিলের শেষে সরকারি অনুদানের ছবির চিত্রনাট্য জমা দেওয়ার শেষ সময় ছিল। এবার পূর্ণদৈর্ঘ্য শাখায় ১৮৯টি এবং স্বল্পদৈর্ঘ্য শাখায় ১৪০টি ছবি জমা পড়েছে। নানা ধাপ পেরিয়ে ৩২টি সিনেমাকে অনুদানের জন্য অনুমোদন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পূর্ণদৈর্ঘ্য বিভাগে এবার প্রতিটি ছবির জন্য বরাদ্দ হয়েছে ৭৫ লাখ টাকা করে আর স্বল্পদৈর্ঘ্য বিভাগের প্রতিটি ছবির জন্য ২০ লাখ। সব মিলিয়ে এবারের অর্থ বছরে ৩২টি ছবির জন্য সরকার ১৩ কোটি টাকার বরাদ্দ রাখছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আজ অথবা খুব শিগগির সরকারি অনুদানের চূড়ান্ত তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন দ ন র র জন য সরক র প রথম
এছাড়াও পড়ুন:
যার অনুরোধে ফিরলেন পরেশ রাওয়াল
বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি ঘিরে চলমান জল্পনা ও বিতর্কের অবসান ঘটল। সিনেমাটি নিয়ে শেষমেশ সুখবর পেলেন ভক্তরা। সিনেমায় ‘বাবু রাও’ চরিত্রে ফেরার কথা নিশ্চিত করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা ও অভিনেতা দুজনই জানিয়েছেন, সব মতপার্থক্য ও ভুল–বোঝাবুঝি মিটে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, ‘পরিবারে ফিরে আসতে পেরে দারুণ লাগছে। ভক্তদের ভালোবাসা ও সম্মানে আমি অভিভূত।’ অভিনেতা আরও বলেন, ‘যখন দর্শকেরা কোনো কিছু এতটা গভীরভাবে ভালোবাসেন, তখন দায়িত্ব আরও বেড়ে যায়। আমরা যেন কখনোই সেই ভালোবাসাকে হালকাভাবে না নিই। পরিশ্রম করে, যত্ন নিয়ে ও আন্তরিকভাবে তাঁদের এমন একটি সিনেমা উপহার দেওয়া উচিত, যা সেই ভালোবাসার মর্যাদা রাখে।’