নদী গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২টি পদে মোট ২৫ জনকে নিয়োগ দেবে নদী গবেষণা ইনস্টিটিউট। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১৯ জুন থেকে। আগ্রহীরা আবেদন করতে পারবেন ৮ জুলাই পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

১.

ক্যাশিয়ার-০১ 

২. ক্যাটালগার-০১ 

৩. ইলেকট্রিশিয়ান-০১ 

৪. মডেল টেকনিশিয়ান গ্রেড এ-০২

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৩

৬. গাড়ীচালক (লাইট)-০৫

৭. কাঠমিস্ত্রি গ্রেড-বি-০১ 

৮. ট্রেসার-০১ 

৯. গবেষণাগার বেয়ারার গ্রেডএ-০৬ 

১০. অফিস সহায়ক-০১ 

১১. হেলপার (বৈদ্যুতিক)-০১- হেলপার (ভান্ডার)-০১

১২.  গ্রন্থাগার বেয়ারার-০১

আরও পড়ুনএক লাখ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি১৭ জুন ২০২৫

আবেদনের যোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ১ জুন (১-০৬-২০২৫) তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://rri.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী ০৮-০৭-২০২৫ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন আবেদনপত্র।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব ন

এছাড়াও পড়ুন:

একঝলক (১১ জুলাই ২০২৫)

ছবি: সুপ্রিয় চাকমা

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১২ জুলাই ২০২৫)
  • পরিবেশ অধিকারকে মৌলিক অধিকার করার দাবি অ্যাটর্নি জেনারেলের
  • রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
  • একঝলক (১১ জুলাই ২০২৫)
  • তিব্বত, ভূগোল ও সংস্কৃতির বিস্ময়
  • থিম্পুতে ৪ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প-২০২৫’
  • থিম্পুতে চলছে পাঁচ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প’
  • আজ টিভিতে যা দেখবেন (১০ জুলাই ২০২৫)
  • তবে কি নিউইয়র্ক টাইমস মেয়রপ্রার্থী জোহরানের পেছনে লেগেছে
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিএসইতে তিনটি মাস্টার্স প্রোগ্রাম, আবেদন শেষ ১১ জুলাই