জুলাইয়ের গৌরবময় ঐক্যের বিপরীতে গোষ্ঠীস্বার্থের বিভক্তি
Published: 30th, June 2025 GMT
চব্বিশের জুলাইয়ের অবিস্মরণীয় গণঅভ্যুত্থানের পর বছর ঘুরে আবার এসেছে জুলাই। দীর্ঘ দেড় দশকের বেশি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সর্বোচ্চ বিক্ষোভ, প্রতিরোধ ও জনবিস্ফোরণ যাবতীয় রাজনৈতিক সমীকরণ ভেঙে দেয়। বাংলাদেশের রাজনীতিতে ভারত-মার্কিন-চীন ইত্যাদি পরাশক্তির ভূমিকা, আওয়ামী লীগ কর্মীদের যুদ্ধংদেহী হিংস্র আচরণ কিংবা পুলিশ বাহিনীর চূড়ান্ত নৃশংসতা– কোনো কিছুই ছাত্র-জনতার দুর্ভেদ্য প্রতিরোধ থামিয়ে রাখতে পারেনি। খণ্ড খণ্ড মিছিলে প্রতিদিন যুক্ত হতে থাকে ক্ষুব্ধ, অত্যাচারিত মানুষের ঢল।
৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে গুটিকয় শিক্ষার্থীর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে যে সমাবেশ শুরু, তা পরবর্তী এক মাসের মধ্যে আকারে ও প্রত্যয়ে সুবিশাল হয়ে ওঠে। পর্যায়ক্রমে এই আন্দোলন দেশের ওপর চেপে বসা শেখ হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তিতে গর্জে ওঠে। স্বৈরাচারী সরকার নিজের দেশের মানুষের বুকেই নির্বিচারে গুলি ছোড়ে, অন্তত দেড় হাজার নিহত হন। চোখ-হাত-পাসহ নানা অঙ্গহানির শিকার হন আরও ২০ হাজার মানুষ। মানুষের মুক্তির আকাঙ্ক্ষা স্বৈরাচারের গুলিতে স্তব্ধ হয় না, এর প্রমাণ মেলে আরেকবার; যত গুলি ছোড়ে পুলিশ, মিছিলে মানুষ তত বাড়ে। এক পর্যায়ে পুলিশকে পিছু হটতে হয়, মানুষের মিছিল সব কল্পনার সীমা ছাড়িয়ে যেতে থাকে। ৫ আগস্ট মহাপরাক্রমশালী শেখ হাসিনার সরকার তাসের ঘরের মতো লুটিয়ে পড়ে; তিনি সরকারি হেলিকপ্টারে দেশত্যাগ করেন। বিজয়ী মানুষের ঢল পৌঁছে যায় গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
চব্বিশের জুলাই কি কেবল শেষ পর্যন্ত সরকারবিরোধী বৃহৎ ও সফল আন্দোলনের স্মৃতিবাহী? না, চব্বিশের গণঅভ্যুত্থান প্রবল ক্ষমতাবানের চোখে চোখ রেখে সাধারণ মানুষের কথা বলবার অপ্রতিরোধ্য শক্তির অনন্য উদাহরণ। চীন থেকে দেশে ফিরে ১৪ জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে চলমান ছাত্র আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘চাকরি মুক্তিযোদ্ধার নাতিরা পাবে; নাকি রাজাকারের নাতিরা পাবে!’ দাম্ভিক এই উক্তির ভেতরের তুচ্ছার্থে ক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রীদের সুদীর্ঘ মিছিল বের হয় মধ্যরাতে। ‘তুমি কে আমি কে? রাজাকার, রাজাকার/ কে বলেছে? কে বলেছে?/ স্বৈরাচার, স্বৈরাচার।’ সেই প্রথম রক্তচক্ষু শাসককে সরাসরি স্বৈরাচার হিসেবে প্রকাশ্যে উচ্চারণ করে ছাত্রসমাজ। এরপর দ্রুত ঘটনা ঘটতে থাকে। ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্র আবু সাঈদের বুকে সরাসরি গুলি করে পুলিশ। সেদিন ৬ ছাত্র নিহত হয় সারাদেশে। আন্দোলন ঘন হয়ে ওঠে। ছাত্রদের মিছিলে যুক্ত হতে থাকে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ প্রবল ক্ষমতাবান সরকারের সকল অঙ্গপ্রতিষ্ঠানের ধমক-হুমকি-গুলি কোনো কিছুই আর দমিয়ে রাখতে পারেনি সম্মিলিত ছাত্র-জনতাকে। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ৯ দফা দাবি পেশ করে, যার প্রথমটি ছিল– নিজের বলা কথার জন্য ক্ষমা চাইতে হবে শেখ হাসিনাকে।
ক্ষমতাকে এত বড় প্রশ্ন করবে সাধারণ মানুষ? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ প্রসঙ্গে দম্ভভরে বলেন, ‘এত বড় স্পর্ধা তারা পায় কোথায়?’ স্পর্ধা? দেশের প্রধানমন্ত্রী ও সাধারণ নাগরিক যে টেবিলের এপ্রান্তে ওপ্রান্তে বসা দু’জন একই সমতলের মানুষ– এই সাধারণ ধারণাই ক্ষমতার দম্ভে তারা বিস্মৃত হয়েছিল। চব্বিশের গণঅভ্যুত্থান কর্তৃত্ববাদী দম্ভের বিরুদ্ধে জনরায়, গুলি-হেলিকপ্টার-গ্রেপ্তার-ক্রসফায়ার-গুম-খুন-চাকরি খাওয়া ইত্যাদি দমনপীড়নে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার বিরুদ্ধে জনতার সুস্পষ্ট অবস্থান। এই অবস্থানের মানে সাহস। এই জনরায়ের মানে গণতন্ত্র, নিজের দেশে সব মানুষের মৌলিক অধিকার সমুন্নত করবার প্রতি জনতার অবিচল আকাঙ্ক্ষা।
২.
চব্বিশের গণঅভ্যুত্থানের পরপরই যদি অভ্যুত্থানজয়ী ছাত্ররা জুলাই সনদ তৈরি করে তাতে অটল থাকতে সমর্থ হতো, তবে বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা ও সংশয় সৃষ্টি হয় না। সম্ভবত আন্দোলনরত ছাত্ররা নিজেরাই জানত না, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে! অথবা ঘটনার প্রবহমানতা এতই তীব্র ও অবিশ্বাস্য ছিল যে, তাদের পক্ষে আগে থেকে প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল না। তাই অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই সরকার ১১টি বিষয়ে কমিশন গঠন করে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। কমিশনের সুপারিশের কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত কিংবা ভিন্নমত, তা আলোচনার মাধ্যমে অদ্যাবধি সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা ও সংশয়।
জুলাই সনদের আলোচনার মূলে রয়েছে প্রচলিত রাজনৈতিক ক্ষমতাকাঠামো এবং পদ্ধতির মধ্যে অগণতান্ত্রিক ও স্বৈরতন্ত্রের পথ বিস্তৃতকারী বিধিগুলো বাদ দিয়ে জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা। আরও সহজ করে বললে, সরকারের প্রধান ব্যক্তি যেন নিজেকে রাজা মনে না করেন, তার উপায় বের করে কিছু বন্দোবস্ত বিহিত করা। যতই বিধি-বিধান তৈরি হোক, গণতান্ত্রিক পদ্ধতি ক্রিয়াশীল না হলে জবাবদিহি দৃশ্যমান হয় না। সুনির্দিষ্ট সময় অন্তর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদে প্রত্যেক দায়িত্বপ্রাপ্তের জবাবদিহি নিশ্চিত করতে পারলে গণতান্ত্রিক যাত্রাপথ অবারিত হয়। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির কূট ক্যাচালে নির্বাচন অনিশ্চিত করে, ঢাকঢাক গুড়গুড়ের নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে যেনতেনভাবে ক্ষমতা দীর্ঘ করবার বাসনা সাফল্য পেলে; তাতে যে সনদই তৈরি হোক না কেন, জুলাইয়ের শক্তি ও প্রেরণার সঙ্গে সাংঘর্ষিক হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথনকশা সরকার দ্রুত দেবে– এ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে ন্যূনতম
ঐক্য তৈরি হলে নির্বাচন-উত্তর সংসদে পরবর্তী ক্ষমতাকাঠামো সংস্কার প্রশ্নে আলোচনা ও সমাধান করা সম্ভব।
৩.
যদিও প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে দূরত্ব অনেক, আমরা জানি। একে-তাকে ফ্যাসিস্টের সহযোগী শনাক্ত করে মব সন্ত্রাস থেকে হত্যা, ডাকাতি, অপহরণ, ছিনতাই, ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। পুলিশ সদরদপ্তরের তথ্যে বলা হচ্ছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ১ হাজার ১৩৯টি ডাকাতি ও দস্যুতার মামলা হয়েছে। পাঁচ মাসে হত্যা মামলা হয়েছে ৫৮৭টি, নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ৯ হাজার ১০০। ৩০ জুন সমকালে ধর্ষণ-সংক্রান্ত প্রকাশিত সংবাদের তালিকা: (ক). মুরাদনগরে নিপীড়নের শিকার নারীর আকুতি: সম্মান গেছে, এখন দুটি শিশুসন্তান নিয়ে বাঁচতে চাই, (খ) গাইবান্ধায় শিশুকে ধর্ষণ, পিটুনিতে নিহত অভিযুক্ত, (গ) নোয়াখালীর হাতিয়ায় কিশোরীকে পাঁচ মাস আটকে ধর্ষণ, (ঘ) চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণ, (ঙ) ফেনীর দাগনভূঞায় যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার। এর মধ্যে কুমিল্লার মুরাদনগরের নারীকে ধর্ষণের পর মারধর করে ভিডিও করে তা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে কয়েকজন।
সংবাদপত্রের দপ্তর পর্যন্ত যে সংবাদগুলো পৌঁছুতে পেরেছে, সেগুলো পড়েই মনে হয়, দেশ কি আদিম অন্ধকারে ডুবে যাচ্ছে? রাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ অপরাধ সংঘটনে প্রধান ভূমিকা রাখে, বর্তমানে আদিম যাবতীয় কর্মকাণ্ড গণঅভ্যুত্থানের অর্জনকে ম্লান করে দেয়। সামাজিক অস্থিরতা ও অপরাধ দমনে সরকারের অকর্মণ্য আচরণ যেমন প্রশ্ন জাগায়, অভীষ্ট রাজনৈতিক লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যে সরকারের দোদুল্যমানতা একই সঙ্গে উদ্বেগ তৈরি করে। জুলাইয়ের সুস্পষ্ট প্রত্যয় ও সাহসের সঙ্গে সরকারের এই আচরণ বেমানান। একইভাবে সংসদ নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অনাস্থা গণঅভ্যুত্থানের অসামান্য শক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল ও সাহিত্যিক
mahbub aziz01@mail.com
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ল ই অভ য ত থ ন গণঅভ য ত থ ন র সরক র র ক ষমত ক অন শ চ পর য য় আওয় ম
এছাড়াও পড়ুন:
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জাগপার ৩ দাবি, কর্মসূচি ঘোষণা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩ দাবি ও কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচির কথা জানান জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নির্বাচন যেমন প্রয়োজন, তেমনি পূর্ববর্তী সব গণহত্যার বিচারও অপরিহার্য। অথচ আমরা ক্রমাগত ভুলে যাচ্ছি পিলখানা, শাপলা চত্বর, মোদী বিরোধী আন্দোলন এবং লগি-বৈঠাসহ অসংখ্য রক্তক্ষয়ী ঘটনার কথা।
জাগপা নেতারা এ সময় দাবি করেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার শুধু গণতন্ত্র ও মানবাধিকারেরই নয়, জাতীয় সার্বভৌমত্বেরও পরিপন্থি।
রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি ভারতীয় আধিপত্যবাদের প্রতিনিধি হয়ে উঠেছেন।
তিনি আরও বলেন, সীমান্তে হত্যা, পানির ন্যায্য হিস্যা না দেওয়া, নির্বাচনে হস্তক্ষেপ এবং শেখ হাসিনাকে এক বছর ধরে দিল্লিতে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত তাদের আগ্রাসী অবস্থান স্পষ্ট করেছে।
সংবাদ সম্মেলনে জাগপা তিন দফা দাবি পেশ করে। সেগুলো হলো-
১. গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াসহ সীমান্ত হত্যা, ভূমি দখল, পানির বণ্টনে বৈষম্য ও নির্বাচনে হস্তক্ষেপ ইত্যাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
২. জুলাই, পিলখানা, শাপলা চত্বর, মোদী বিরোধী আন্দোলন এবং লগি-বৈঠা গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে।
৩. গুম, খুন, হামলা, মামলা, অর্থপাচার ও লুটপাটে জড়িত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ-এর বিচার করতে হবে।
এছাড়া জুলাইয়ে যেসব কর্মসূচি ঘোষণা করেছে দলটি-
১ জুলাই: জুলাই শহীদদের স্মরণে দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
২ জুলাই-৩০ জুলাই: ভারতীয় আগ্রাসন, গণহত্যা এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ৮ বিভাগীয় শহর এবং ২০ সাংগঠনিক জেলায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি।
৩১ জুলাই: আহতদের স্মরণে দোয়া মাহফিল।
৫ আগস্ট: বাংলাদেশের নাজাত দিবস পালন এবং শোকরানা নামাজ।
৬ আগস্ট: গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা সংস্কার চাই, ভারতীয় প্রভাবমুক্ত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। কিন্তু তার আগে চাই ন্যায়বিচার ও জাতীয় মুক্তি।