এবারও ডারউইনে টি–টোয়েন্টি দল পাঠাচ্ছে বাংলাদেশ, আছে পাকিস্তান আর নেপালও
Published: 1st, July 2025 GMT
গত বছর বাংলাদেশ হাই পারফরম্যান্স দল খেলেছিল ফাইনালে। তবে অস্ট্রেলিয়ার টড এন্ড টি–টোয়েন্টিতে শিরোপা লড়াইয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় বাংলাদেশ এইচপি। এবারও ডারউইনে টপ এন্ড টি–টোয়েন্টিতে দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এইচপি নয়, এবার খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।
মোট ১১টি দল নিয়ে হবে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ড আয়োজন করে এই টুর্নামেন্ট। এবারের আসরের সূচি ও সব দল এখনো নিশ্চিত হয়নি। তবে বাংলাদেশ ‘এ’ দল, পাকিস্তান শাহিনস (এ দল) ও নেপাল জাতীয় দলের খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
আরও পড়ুনওয়ানডেতে অধিনায়ক মিরাজ ব্যাট করবেন কোথায়৩ ঘণ্টা আগেনর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি এ নিয়ে বলেছেন, ‘আমাদের ভালো বন্ধু পিসিবি ও বিসিবিকে ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা তাদের মতো শক্তিশালী দুটি দলকে আমন্ত্রণ জানাতে পেরে সম্মানিত বোধ করছি।’
টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি নিশ্চিত না হলেও পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচটি হবে ১৪ আগস্ট টিআইও স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায়। স্থানীয়দের ‘পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্যাপনের’ জন্য ম্যাচটি এই দিনে দেওয়া হয়েছে।
গত বছরের এইচপি দল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি