গত বছর বাংলাদেশ হাই পারফরম্যান্স দল খেলেছিল ফাইনালে। তবে অস্ট্রেলিয়ার টড এন্ড টি–টোয়েন্টিতে শিরোপা লড়াইয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় বাংলাদেশ এইচপি। এবারও ডারউইনে টপ এন্ড টি–টোয়েন্টিতে দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এইচপি নয়, এবার খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।

মোট ১১টি দল নিয়ে হবে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ড আয়োজন করে এই টুর্নামেন্ট। এবারের আসরের সূচি ও সব দল এখনো নিশ্চিত হয়নি। তবে বাংলাদেশ ‘এ’ দল,  পাকিস্তান শাহিনস (এ দল) ও নেপাল জাতীয় দলের খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

আরও পড়ুনওয়ানডেতে অধিনায়ক মিরাজ ব্যাট করবেন কোথায়৩ ঘণ্টা আগে

নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি এ নিয়ে বলেছেন, ‘আমাদের ভালো বন্ধু পিসিবি ও বিসিবিকে ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা তাদের মতো শক্তিশালী দুটি দলকে আমন্ত্রণ জানাতে পেরে সম্মানিত বোধ করছি।’

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি নিশ্চিত না হলেও পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচটি হবে ১৪ আগস্ট টিআইও স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায়। স্থানীয়দের ‘পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের’ জন্য ম্যাচটি এই দিনে দেওয়া হয়েছে।

গত বছরের এইচপি দল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় অলরাউন্ডারও খুঁজবে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর থেকে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্যই নিজেদের প্রস্তুত করছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। এর মধ্যেই গত পরশু দলের বেশির ভাগ সদস্য ডারউইনের টিআইও স্টেডিয়ামে গিয়েছিলেন অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি ম্যাচ দেখতে। উদ্দেশ্য উইকেট সম্পর্কে ধারণা নেওয়া।

ডারউইন থেকে গতকাল ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পিচের আচরণ কেমন হয়, আমাদের উদ্দেশ্য ছিল এটা দেখা। সঙ্গে ক্রিকেটারদের একটা অভিজ্ঞতাও হলো।’ টপ এন্ড টি-টোয়েন্টিতে আজ এ মাঠেই নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ।

উইকেট আর কন্ডিশনের ভিন্নতার চ্যালেঞ্জ তো আছেই, টুর্নামেন্টের আগে বাংলাদেশকে মানিয়ে নিতে হচ্ছে ডারউইনের বাতাসের সঙ্গেও। তবে কোচ বলেন, খেলা শুরুর চার দিন আগে সেখানে যাওয়াটা এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করেছে, ‘আমরা এখানে কয়েকটা দিন আগে এসেছি, যেন ক্রিকেটাররা আবহাওয়া ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারে। চেষ্টা করছি, অনুশীলনের সময় তাদেরকে এর সঙ্গে ধাতস্থ করতে।’

টুর্নামেন্ট শুরুর আগে ফটোশ্যুটে স্পিনার রাকিবুল হাসান

সম্পর্কিত নিবন্ধ

  • অস্ট্রেলিয়ায় অলরাউন্ডারও খুঁজবে বাংলাদেশ