কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে রূপসা সেতু অবরোধ
Published: 1st, July 2025 GMT
খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে খানজাহান আলী সেতুর (রূপসা) টোল প্লাজার সামনে দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার পঞ্চম দিনে রূপসা সেতুর টোল প্লাজার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে সেতুর ওপর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশে বাস, ট্রাক, প্রাইভেট কারসহ শত শত যানবাহন আটকে পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আগের চার দিন তাঁরা কেএমপি সদর দপ্তরের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সচেতন ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত আজকের কর্মসূচিতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা টোল প্লাজার আশপাশে জড়ো হন। বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা সড়ক অবরোধ শুরু করেন। এ সময় আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।
বিক্ষোভকারীরা এ সময় ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘পুলিশ কমিশনার জুলফিকার, আস্ত একটা স্বৈরাচার’, ‘পুলিশ লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—ইত্যাদি স্লোগান দেন।
বিকেল সাড়ে পাঁচটার দিকে মাইকিং করে ঘোষণা দেওয়া হয়, বৈরি আবহাওয়া ও জনভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখে আজকের কর্মসূচি শেষ করা হচ্ছে। এরপর আন্দোলনকারী চলে যান।
এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দালনের খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, ‘জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আলটিমেটাম দিয়ে আজকের কর্মসূচি শেষ করেছি। তবে শেষ বারের মতো আইজিপিকে আলটিমেটাম দিয়েছি। আমরা বলেছি ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ের সুরাহা না হলে আগামী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রাজপথ ব্লকেড করা হবে। পরে শুক্রবার ও শনিবারের মধ্যে কোনো সমাধান না হলে রোববার থেকে সড়কপথ, রেলপথ ও নৌপথ একযোগে অবরোধ করা হবে।’
বিক্ষোভকারীদের অভিযোগ, কেএমপি কমিশনার মো.
প্রসঙ্গত, এসআই সুকান্তর বিরুদ্ধে ২০২৪ সালের ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় একটি মামলা হয়, যেখানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ আনা হয়। এ ছাড়া বিএনপির খুলনা মহানগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ আরও দুটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। এসআই সুকান্তকে সম্প্রতি চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত বুধবার থেকে কেএমপি কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। টানা দুই দিনের কর্মসূচি শেষে বৃহস্পতিবার রাতে তাঁরা কেএমপি কমিশনার অপসারণে ২৪ ঘণ্টার সময়সীমা দেন। নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পর শনিবার থেকে আবার কেএমপি সদর দপ্তরের সামনে অবস্থান নেন তাঁরা। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের খুলনা প্রেসক্লাবে আসার খবর পেয়ে আন্দোলনকারীরা প্রেসক্লাবের প্রধান ফটকে অবস্থান নেন। পরে প্রেস সচিবের সঙ্গে তাঁদের আলোচনা হয়। ওই রাতেই আন্দোলনকারীরা ঘোষণা দেন—২৪ ঘণ্টার মধ্যে পুলিশ কমিশনারকে অপসারণ না করা হলে খুলনার আটটি থানা, দুই উপকমিশনারের কার্যালয় ও কেএমপি সদর দপ্তর ঘেরাও করে শহর অচল করে দেওয়া হবে।
গতকাল সোমবারও কেএমপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সেখানে থেকেই তাঁরা ঘোষণা দেন, আজ মঙ্গলবার রূপসা সেতুর টোল প্লাজায় ‘ব্লকেড’ দেওয়া হবে।
এদিকে পুলিশ কমিশনারের অপসারণ দাবিকে ঘিরে বৈষম্যবিরোধী আন্দোলনের ভেতরে বিভাজন দেখা দিয়েছে। এক পক্ষ আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে থাকলেও অন্য পক্ষের দাবি, তাঁদের উদ্দেশ্য পূরণ হয়েছে, তাই তাঁরা সরে এসেছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবস থ ন ন র স মন ক এমপ অবর ধ
এছাড়াও পড়ুন:
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, জার্মানিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি
ইউরোপজুড়ে কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। মহাদেশটির দক্ষিণাঞ্চলে গরম ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। জার্মানিতে রেকর্ড তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ইতালি, স্পেন ও গ্রিসের পরিস্থিতি আরও ভয়াবহ। দক্ষিণ ইউরোপের কিছু অঞ্চলে রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না।
প্রচন্ড গরমে সতর্কতা হিসেবে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। জার্মানি বিভিন্ন শহরে কয়েকদিন ধরে রাস্তাঘাটে লোকজন কম দেখা যাচ্ছে। অনেক স্কুল বন্ধ বা তাড়াতাড়ি ছুটি দেওয়া হচ্ছে। শীতল অনুভূতি পেতে জলাশয়ের ধারে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। অনেক অঞ্চলে তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে এবং তা রেডিও–টেলিভিশনে প্রচার করা হচ্ছে।
জার্মান আবহাওয়া সংস্থার একজন বিশেষজ্ঞের মতে, তীব্র তাপপ্রবাহের পেছনে একাধিক কারণ রয়েছে। বুধবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। জার্মান আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদ মার্কো মানিত্তা সংবাদমাধ্যম ডের স্পিগেলকে জানিয়েছেন, ‘এই সময়ে, অর্থাৎ জুলাইয়ের শুরুতে, এমন তাপপ্রবাহ আগেও হয়েছে। তবে এবারের তাপমাত্রাটা অস্বাভাবিকভাবে তীব্র।’
অস্বাভাবিক তাপমাত্রার একাধিক কারণের মধ্যে রয়েছে—বায়ুমণ্ডলের ওপরের অংশে একটি শক্তিশালী উচ্চচাপ বিরাজ করছে; সূর্যকিরণ অনেক বেশি সময় ধরে থাকছে; সূর্যের অবস্থান অনেক উঁচুতে থাকার কারণে দিনের আলোও দীর্ঘ হচ্ছে; দীর্ঘ সময় ধরে দিন থাকার কারণে ভূপৃষ্ঠ যত তাপ গ্রহণ করছে, তার চেয়ে কম তাপ বিকিরণ করছে।
মার্কো মানিত্তা বলেন, এই সবকটি উপাদান একসঙ্গে মিলে তাপপ্রবাহ সৃষ্টি করছে। একে ‘হিট কাপ’ বা ‘হিট ডোম’ বলা হয়। এতে মেঘ গঠনের সুযোগ কমে যায় এবং সূর্য সরাসরি মাটিতে তাপ ছড়ায়। একই সঙ্গে বায়ুচাপ গরম বাতাসকে নিচে ঠেলে দেয়, ফলে বাতাস আরও গরম হয় এবং গরম বাড়ে। এই ‘হিট কাপ’ অনেকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এর বিপরীতে, যেসব উপাদান ঠান্ডা প্রভাব ফেলতে পারে—যেমন সাহারা মরুভূমির ধুলাবালু, ভেজা বা আর্দ্র মাটি, ঠান্ডা পানির উৎস, এগুলো এখন কমে গেছে।
জার্মান আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুসারে, এই সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে। জার্মানিতে স্থানভেদে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বর্তমানে জার্মান জুড়ে তাপমাত্রা রয়েছে ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার হতে পারে এবারের গ্রীষ্মের সবচেয়ে গরম দিন। তবে ভালো খবর হলো বৃহস্পতিবার থেকে গরম কিছুটা কমবে।
ইতালির ‘কারোন্তে’ নামের উচ্চচাপ অঞ্চল দেশটিতে বহুদিন ধরে প্রচণ্ড গরমের সৃষ্টি করছে। রোম, ফ্লোরেন্স, বোলোনিয়া ও পেরুজিয়ায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ১৭টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। পুগলিয়া, বেসিলিকাতা ও সিসিলিতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর সম্ভাবনা রয়েছে। সেখানে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টার পর্যন্ত কৃষি ও নির্মাণকাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আফ্রিকা থেকে আসা গরম বাতাস স্পেনে গ্রীষ্মের প্রথম তীব্র তাপপ্রবাহ বয়ে এনেছে। সেভিয়া, সারাগোসা ও অন্যান্য অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটিতে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। মায়োর্কায় তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হলেও উচ্চ আর্দ্রতার কারণে আরও বেশি গরম অনুভূত হচ্ছে।
গ্রিসে কোথাও কোথাও তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর পূর্বাভাস পাওয়া গেছে। দেশটিতে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব প্রত্নতাত্ত্বিক স্থান বন্ধ রাখা হয়েছে। অনেক এলাকায় রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। তবে গ্রীসের ক্রেট ও এজিয়ান দ্বীপপুঞ্জে সমুদ্রের বাতাসের কারণে কিছুটা ঠান্ডা পরিবেশ রয়েছে। সেখানে তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।