খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে খানজাহান আলী সেতুর (রূপসা) টোল প্লাজার সামনে দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার পঞ্চম দিনে রূপসা সেতুর টোল প্লাজার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে সেতুর ওপর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশে বাস, ট্রাক, প্রাইভেট কারসহ শত শত যানবাহন আটকে পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আগের চার দিন তাঁরা কেএমপি সদর দপ্তরের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সচেতন ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত আজকের কর্মসূচিতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা টোল প্লাজার আশপাশে জড়ো হন। বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা সড়ক অবরোধ শুরু করেন। এ সময় আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।

বিক্ষোভকারীরা এ সময় ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘পুলিশ কমিশনার জুলফিকার, আস্ত একটা স্বৈরাচার’, ‘পুলিশ লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—ইত্যাদি স্লোগান দেন।

বিকেল সাড়ে পাঁচটার দিকে মাইকিং করে ঘোষণা দেওয়া হয়, বৈরি আবহাওয়া ও জনভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখে আজকের কর্মসূচি শেষ করা হচ্ছে। এরপর আন্দোলনকারী চলে যান।

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দালনের খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, ‘জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আলটিমেটাম দিয়ে আজকের কর্মসূচি শেষ করেছি। তবে শেষ বারের মতো আইজিপিকে আলটিমেটাম দিয়েছি। আমরা বলেছি ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ের সুরাহা না হলে আগামী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রাজপথ ব্লকেড করা হবে। পরে শুক্রবার ও শনিবারের মধ্যে কোনো সমাধান না হলে রোববার থেকে সড়কপথ, রেলপথ ও নৌপথ একযোগে অবরোধ করা হবে।’

বিক্ষোভকারীদের অভিযোগ, কেএমপি কমিশনার মো.

জুলফিকার আলী হায়দারসহ কয়েকজন কর্মকর্তার প্রত্যক্ষ হস্তক্ষেপে সুকান্ত দাস নামের একজন এসআইকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, পুলিশ কমিশনার অপরাধীদের আশ্রয় দিয়ে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছেন।

প্রসঙ্গত, এসআই সুকান্তর বিরুদ্ধে ২০২৪ সালের ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় একটি মামলা হয়, যেখানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ আনা হয়। এ ছাড়া বিএনপির খুলনা মহানগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ আরও দুটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। এসআই সুকান্তকে সম্প্রতি চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত বুধবার থেকে কেএমপি কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। টানা দুই দিনের কর্মসূচি শেষে বৃহস্পতিবার রাতে তাঁরা কেএমপি কমিশনার অপসারণে ২৪ ঘণ্টার সময়সীমা দেন। নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পর শনিবার থেকে আবার কেএমপি সদর দপ্তরের সামনে অবস্থান নেন তাঁরা। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের খুলনা প্রেসক্লাবে আসার খবর পেয়ে আন্দোলনকারীরা প্রেসক্লাবের প্রধান ফটকে অবস্থান নেন। পরে প্রেস সচিবের সঙ্গে তাঁদের আলোচনা হয়। ওই রাতেই আন্দোলনকারীরা ঘোষণা দেন—২৪ ঘণ্টার মধ্যে পুলিশ কমিশনারকে অপসারণ না করা হলে খুলনার আটটি থানা, দুই উপকমিশনারের কার্যালয় ও কেএমপি সদর দপ্তর ঘেরাও করে শহর অচল করে দেওয়া হবে।

গতকাল সোমবারও কেএমপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সেখানে থেকেই তাঁরা ঘোষণা দেন, আজ মঙ্গলবার রূপসা সেতুর টোল প্লাজায় ‘ব্লকেড’ দেওয়া হবে।

এদিকে পুলিশ কমিশনারের অপসারণ দাবিকে ঘিরে বৈষম্যবিরোধী আন্দোলনের ভেতরে বিভাজন দেখা দিয়েছে। এক পক্ষ আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে থাকলেও অন্য পক্ষের দাবি, তাঁদের উদ্দেশ্য পূরণ হয়েছে, তাই তাঁরা সরে এসেছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন ন র স মন ক এমপ অবর ধ

এছাড়াও পড়ুন:

খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট

খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের একটি শাখা থেকে ১৬ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা প্রবেশ গেটের পাঁচটি তালা ও লকার ভেঙে এ অর্থ লুট করে। 

তবে, শুক্রবার (১৫ আগস্ট) ব্যাংক বন্ধ থাকায় সেখানে নিজস্ব নিরাপত্তা প্রহরী ছিল না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে কৃষি ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ম্যানেজার (ব্যবস্থাপক) কামরুল ইসলাম বলেন, “ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা দুর্বৃত্তরা লুট করেছে।”

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটি পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির কাছে খুলনা-মোংলা মহাসড়কের পাশে অবস্থিত। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে লুটের ঘটনা ঘটতে পারে।

শুক্রবার রাত সাড়ে ১০টায় নিরাপত্তা প্রহরী আবুল কাশেম ব্যাংকে গিয়ে দেখেন মেইন গেটের তালা ভাঙা। ভেতরে ঢুকে তিনি দেখেন মূল গেট ও লকারও ভাঙা অবস্থায় রয়েছে এবং সবকিছু এলোমেলো। তিনি বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখা যায় ১৬ লাখ ১৬ হাজার টাকা নেই। লুটপাটের আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার ওপর রুমাল দিয়ে ঢেকে দিয়েছিল।

নিরাপত্তা প্রহরী আবুল কাশেম জানান, তার স্ত্রী অসুস্থ থাকার কারণে তিনি শুক্রবার সারাদিন ব্যাংকে ছিলেন না। তবে দুপুর ২টার দিকে তিনি একবার ব্যাংকে গিয়ে দেখেছিলেন সবকিছু ঠিক আছে। তার অনুমান, বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে ব্যাংকে লুটের ঘটতে পারে। আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলোর বিশ্লেষণ করা হচ্ছে।”

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ