মাস্কের সঙ্গে বিবাদ বাড়ালেন ট্রাম্প, টেসলা ও স্পেসএক্সের সহায়তা বন্ধের হুমকি
Published: 2nd, July 2025 GMT
ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোকে দেওয়া শত শত কোটি ডলারের সরকারি ভর্তুকি বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের শীর্ষ ধনী মাস্কের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনের মাত্রা বাড়িয়ে গতকাল মঙ্গলবার এমন পদক্ষেপ গ্রহণের হুমকি দিলেন প্রেসিডেন্ট। একসময় একে-অপরের ঘনিষ্ঠ মিত্র থাকলেও বর্তমানে তাঁরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।
গত সোমবার নতুন করে শুরু হয় ট্রাম্প ও মাস্কের এ দ্বন্দ্ব। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় দফার নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করলেও পরে মাস্ক তাঁর কর হ্রাস ও সরকারি ব্যয় বাড়ানোর বিল নিয়ে সমালোচনা করেন।
বিলটি গতকাল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে (৫১-৫০) পাস হয়। এ বিলের ফলে বৈদ্যুতিক গাড়ি (ইভি) কেনায় যে ভর্তুকি পাওয়া যায়, তা উঠে যেতে পারে। এ ভর্তুকিতে মূলত টেসলার মতো মাস্কের প্রতিষ্ঠানগুলো উপকৃত হতো।
হোয়াইট হাউসে গতকাল এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘ও (মাস্ক) ক্ষুব্ধ। কারণ, তার ইভি সুবিধা উঠে যাচ্ছে। কিন্তু আরও অনেক কিছু হারাতে পারে ও।’
মাস্ক অনেকবার সরকারি ভর্তুকির বিরোধিতা করলেও পরিবেশবান্ধব গাড়ি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার সুবাদে টেসলা বছরের পর বছর ধরে শত শত কোটি ডলারের করছাড় ও সরকারি সুবিধা পেয়ে আসছে। এসব কর্মসূচির অনেকগুলোর ওপর নিয়ন্ত্রণ আছে ট্রাম্প প্রশাসনের। ইভি কেনা বা লিজ নেওয়ার ক্ষেত্রে ৭ হাজার ৫০০ ডলারের ভোক্তা করছাড়ও এমন একটি জনপ্রিয় কর্মসূচি, যা সিনেটে পাস হওয়া নতুন কর বিলের আওতায় পড়েছে।
কর হ্রাস ও সরকারি ব্যয় বাড়ানোর বিলটি গতকাল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে (৫১-৫০) পাস হয়। এ বিলের ফলে বৈদ্যুতিক গাড়ি (ইভি) কেনায় যে ভর্তুকি পাওয়া যায়, তা উঠে যেতে পারে। এ ভর্তুকিতে মূলত টেসলার মতো মাস্কের প্রতিষ্ঠানগুলো উপকৃত হতো।ট্রাম্পের মন্তব্যের পর গতকাল টেসলার শেয়ারের দরপতন হয় ৫ শতাংশের বেশি।
একই দিন মাস্ক তাঁর নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থাকার কথা ঘোষণা দেন এবং যেসব আইনপ্রণেতা ওই কর বিলকে সমর্থন দিয়েছেন, তাঁদের নির্বাচনে হারাতে তিনি অর্থ ব্যয় করবেন বলে জানান। অথচ মাস্ক নিজেই বরাবর সরকারি ব্যয় কমানোর পক্ষে প্রচার চালিয়েছেন। রিপাবলিকানরা আশঙ্কা প্রকাশ করছেন, ট্রাম্প ও মাস্কের এ দ্বন্দ্ব ২০২৬ সালে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে ক্ষতি করতে পারে।
এ বিল সরকারের ঘাটতি বাড়াবে—মাস্কের এমন সমালোচনার জবাবে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘দেশের আর্থিক বিষয় আমি দেখছি।’
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারের ব্যয় কমাতে গঠন করেন ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ বা ডিওজিই নামের নতুন বিভাগ। গত মে মাসের শেষ দিকে মাস্ক এটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।
ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পেয়েছেন সম্ভবত ইলন মাস্ক। আর রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন—সব বন্ধ হলে যুক্তরাষ্ট্র প্রচুর টাকা বাঁচাবে।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টগতকাল ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পেয়েছেন সম্ভবত ইলন মাস্ক। আর রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন—সব বন্ধ হলে যুক্তরাষ্ট্র প্রচুর টাকা বাঁচাবে।
পরে সাংবাদিকদের উদ্দেশে হেসে ট্রাম্প বলেন, ডিওজিই হলো সেই দানব, যা হয়তো ফিরে গিয়ে ইলনকেই খেয়ে ফেলতে পারে।
ট্রাম্পের এমন হুমকির জবাবে মাস্ক তাঁর প্ল্যাটফর্ম এক্সে লেখেন, ‘আমি নিজেই বলছি, সব ভর্তুকি বন্ধ করে দাও। এখনই।’ পরে লেখেন, ‘আমি চাইলে আরও কড়া জবাব দিতে পারি, কিন্তু আপাতত সংযত থাকছি।’
টেসলার সামনে নতুন ঝুঁকি
ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের ফলে মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিশেষ করে টেসলার জন্য। এটি তাঁর সম্পদের মূল উৎস। সংস্থাটি বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে স্বচালিত রোবোট্যাক্সি চালুর পরীক্ষামূলক প্রকল্প চালাচ্ছে। তবে এ ধরনের গাড়ি বাণিজ্যিকভাবে চালু করার ক্ষেত্রে অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের নিয়মনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘টেসলার বর্তমান বাজারমূল্য মূলত তাদের স্বচালিত গাড়ি প্রযুক্তির অগ্রগতির ওপর নির্ভর করছে। এ খাতে বড় কোনো অগ্রগতি না–ও হতে পারে, তবে এটাই এখন সবচেয়ে বড় ঝুঁকি’, বলেছেন টেসলায় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিপওয়াটার অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা অংশীদার জিন মানস্টার।
একই দিন মাস্ক তাঁর নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থাকার কথা ঘোষণা দেন এবং যেসব আইনপ্রণেতা ওই কর বিলকে সমর্থন দিয়েছেন, তাঁদের নির্বাচনে হারাতে তিনি অর্থ ব্যয় করবেন বলেও জানান। রিপাবলিকানরা শঙ্কা প্রকাশ করছেন, ট্রাম্প ও মাস্কের এ দ্বন্দ্ব ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে ক্ষতি করতে পারে।আজ বুধবার টেসলার দ্বিতীয় প্রান্তিকের বিক্রির তথ্য প্রকাশ হবে। বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছেন, এবারও দুর্বল ফল আসতে পারে। গতকাল প্রকাশিত তথ্যে দেখা গেছে, ইউরোপের প্রধান বাজারে টেসলার গাড়ি বিক্রিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক বিশ্লেষক বলছেন, মাস্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক অবস্থান বিশ্ববাজারে টেসলার ক্রেতাদের দূরে সরিয়ে দিচ্ছে।
এ ছাড়া করছাড় বাতিল হলে ২০২৪ সালের টেসলার পরিচালন আয় থেকে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন (১২০ কোটি) ডলার, অর্থাৎ ১৭ শতাংশ হ্রাস পেতে পারে—এমনটা পূর্বাভাস দিয়েছে জেপি মরগান।
সিনেটে পাস হওয়া বিলে পরিবর্তন আনতে গতকাল প্রতিনিধি পরিষদকে অনুরোধ করেছে বৈদ্যুতিক গাড়ি খাতে কাজ করা সংগঠন ‘ইলেকট্রিফিকেশন কোয়ালিশন’। এদিন ছোট ইভি নির্মাতা প্রতিষ্ঠান রিভিয়ান ও লুসিড গ্রুপের শেয়ারের দাম কমেছে যথাক্রমে ২ শতাংশ ও ৩ দশমিক ৮ শতাংশ।
হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার সিইও ইলন মাস্ক। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ৩০ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র ইলন ম স ক দ বন দ ব র পর ক প রক শ র নত ন ভর ত ক সরক র গতক ল
এছাড়াও পড়ুন:
বাকৃবিতে ২০২৫-২০২৬ অর্থবছরে ৭.৭১ শতাংশ বাজেট বৃদ্ধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে। এ বছরের বাজেট গত বছরের তুলনায় ৭.৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৫৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকার একটি প্রস্তাবিত বাজেট প্রণয়ন করেছিল। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার সিলিং নির্ধারণ করে দেওয়ার পর সে অনুযায়ী বাজেট পুনর্গঠন করে সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়।
আরো পড়ুন:
খুবিতে নবীনদের বরণে ব্যতিক্রমধর্মী আয়োজন
নকল সরবরাহের সময় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, “গত ৩০ জুন উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন করেন।”
তিনি বলেন, “২০২৫-২৬ অর্থবছরের এই বাজেটে ইউজিসির বরাদ্দ থেকে ৩৭৪ কোটি ৯৯ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের উৎস থেকে ১৩ কোটি ৩০ লাখ টাকা আয় হিসেবে ধরা হয়েছে।”
এ বাজেটে বেতন-ভাতা ও বিশেষ সুবিধা বাবদ ১৮৩ কোটি ৬৬ লাখ টাকা, সাধারণ পণ্য ও সেবা খাতে ৫৩ কোটি ৫৮ লাখ টাকা, মেরামত ও সংরক্ষণ বাবদ ৯ কোটি ১৯ লাখ টাকা, পেনশন ও অবসর সুবিধা বাবদ ১১৭ কোটি ৫০ লাখ টাকা, গবেষণার জন্য ১৫ কোটি ৩৩ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ৭৫ লাখ টাকা এবং অন্যান্য ও মূলধন অনুদানসহ বিভিন্ন খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩৮৮ কোটি ২৯ লাখ টাকা।
এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী ৩৭৯ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।
বাজেট আলোচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তব চাহিদার ভিত্তিতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে। এ লক্ষ্যে পরবর্তীতে সংশোধিত বাজেট প্রণয়নের সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বরাদ্দ পুনর্বিন্যাসের অনুরোধ জানানো হয়।
ঢাকা/লিখন/মেহেদী