ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোকে দেওয়া শত শত কোটি ডলারের সরকারি ভর্তুকি বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের শীর্ষ ধনী মাস্কের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনের মাত্রা বাড়িয়ে গতকাল মঙ্গলবার এমন পদক্ষেপ গ্রহণের হুমকি দিলেন প্রেসিডেন্ট। একসময় একে-অপরের ঘনিষ্ঠ মিত্র থাকলেও বর্তমানে তাঁরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।

গত সোমবার নতুন করে শুরু হয় ট্রাম্প ও মাস্কের এ দ্বন্দ্ব। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় দফার নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করলেও পরে মাস্ক তাঁর কর হ্রাস ও সরকারি ব্যয় বাড়ানোর বিল নিয়ে সমালোচনা করেন।

বিলটি গতকাল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে (৫১-৫০) পাস হয়। এ বিলের ফলে বৈদ্যুতিক গাড়ি (ইভি) কেনায় যে ভর্তুকি পাওয়া যায়, তা উঠে যেতে পারে। এ ভর্তুকিতে মূলত টেসলার মতো মাস্কের প্রতিষ্ঠানগুলো উপকৃত হতো।

হোয়াইট হাউসে গতকাল এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘ও (মাস্ক) ক্ষুব্ধ। কারণ, তার ইভি সুবিধা উঠে যাচ্ছে। কিন্তু আরও অনেক কিছু হারাতে পারে ও।’

মাস্ক অনেকবার সরকারি ভর্তুকির বিরোধিতা করলেও পরিবেশবান্ধব গাড়ি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার সুবাদে টেসলা বছরের পর বছর ধরে শত শত কোটি ডলারের করছাড় ও সরকারি সুবিধা পেয়ে আসছে। এসব কর্মসূচির অনেকগুলোর ওপর নিয়ন্ত্রণ আছে ট্রাম্প প্রশাসনের। ইভি কেনা বা লিজ নেওয়ার ক্ষেত্রে ৭ হাজার ৫০০ ডলারের ভোক্তা করছাড়ও এমন একটি জনপ্রিয় কর্মসূচি, যা সিনেটে পাস হওয়া নতুন কর বিলের আওতায় পড়েছে।

কর হ্রাস ও সরকারি ব্যয় বাড়ানোর বিলটি গতকাল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে (৫১-৫০) পাস হয়। এ বিলের ফলে বৈদ্যুতিক গাড়ি (ইভি) কেনায় যে ভর্তুকি পাওয়া যায়, তা উঠে যেতে পারে। এ ভর্তুকিতে মূলত টেসলার মতো মাস্কের প্রতিষ্ঠানগুলো উপকৃত হতো।

ট্রাম্পের মন্তব্যের পর গতকাল টেসলার শেয়ারের দরপতন হয় ৫ শতাংশের বেশি।
একই দিন মাস্ক তাঁর নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থাকার কথা ঘোষণা দেন এবং যেসব আইনপ্রণেতা ওই কর বিলকে সমর্থন দিয়েছেন, তাঁদের নির্বাচনে হারাতে তিনি অর্থ ব্যয় করবেন বলে জানান। অথচ মাস্ক নিজেই বরাবর সরকারি ব্যয় কমানোর পক্ষে প্রচার চালিয়েছেন। রিপাবলিকানরা আশঙ্কা প্রকাশ করছেন, ট্রাম্প ও মাস্কের এ দ্বন্দ্ব ২০২৬ সালে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে ক্ষতি করতে পারে।

এ বিল সরকারের ঘাটতি বাড়াবে—মাস্কের এমন সমালোচনার জবাবে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘দেশের আর্থিক বিষয় আমি দেখছি।’

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারের ব্যয় কমাতে গঠন করেন ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ বা ডিওজিই নামের নতুন বিভাগ। গত মে মাসের শেষ দিকে মাস্ক এটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।

ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পেয়েছেন সম্ভবত ইলন মাস্ক। আর রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন—সব বন্ধ হলে যুক্তরাষ্ট্র প্রচুর টাকা বাঁচাবে।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট

গতকাল ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পেয়েছেন সম্ভবত ইলন মাস্ক। আর রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন—সব বন্ধ হলে যুক্তরাষ্ট্র প্রচুর টাকা বাঁচাবে।

পরে সাংবাদিকদের উদ্দেশে হেসে ট্রাম্প বলেন, ডিওজিই হলো সেই দানব, যা হয়তো ফিরে গিয়ে ইলনকেই খেয়ে ফেলতে পারে।

ট্রাম্পের এমন হুমকির জবাবে মাস্ক তাঁর প্ল্যাটফর্ম এক্সে লেখেন, ‘আমি নিজেই বলছি, সব ভর্তুকি বন্ধ করে দাও। এখনই।’ পরে লেখেন, ‘আমি চাইলে আরও কড়া জবাব দিতে পারি, কিন্তু আপাতত সংযত থাকছি।’

টেসলার সামনে নতুন ঝুঁকি

ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের ফলে মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিশেষ করে টেসলার জন্য। এটি তাঁর সম্পদের মূল উৎস। সংস্থাটি বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে স্বচালিত রোবোট্যাক্সি চালুর পরীক্ষামূলক প্রকল্প চালাচ্ছে। তবে এ ধরনের গাড়ি বাণিজ্যিকভাবে চালু করার ক্ষেত্রে অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের নিয়মনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘টেসলার বর্তমান বাজারমূল্য মূলত তাদের স্বচালিত গাড়ি প্রযুক্তির অগ্রগতির ওপর নির্ভর করছে। এ খাতে বড় কোনো অগ্রগতি না–ও হতে পারে, তবে এটাই এখন সবচেয়ে বড় ঝুঁকি’, বলেছেন টেসলায় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিপওয়াটার অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা অংশীদার জিন মানস্টার।

একই দিন মাস্ক তাঁর নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থাকার কথা ঘোষণা দেন এবং যেসব আইনপ্রণেতা ওই কর বিলকে সমর্থন দিয়েছেন, তাঁদের নির্বাচনে হারাতে তিনি অর্থ ব্যয় করবেন বলেও জানান। রিপাবলিকানরা শঙ্কা প্রকাশ করছেন, ট্রাম্প ও মাস্কের এ দ্বন্দ্ব ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে ক্ষতি করতে পারে।

আজ বুধবার টেসলার দ্বিতীয় প্রান্তিকের বিক্রির তথ্য প্রকাশ হবে। বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছেন, এবারও দুর্বল ফল আসতে পারে। গতকাল প্রকাশিত তথ্যে দেখা গেছে, ইউরোপের প্রধান বাজারে টেসলার গাড়ি বিক্রিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক বিশ্লেষক বলছেন, মাস্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক অবস্থান বিশ্ববাজারে টেসলার ক্রেতাদের দূরে সরিয়ে দিচ্ছে।

এ ছাড়া করছাড় বাতিল হলে ২০২৪ সালের টেসলার পরিচালন আয় থেকে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন (১২০ কোটি) ডলার, অর্থাৎ ১৭ শতাংশ হ্রাস পেতে পারে—এমনটা পূর্বাভাস দিয়েছে জেপি মরগান।

সিনেটে পাস হওয়া বিলে পরিবর্তন আনতে গতকাল প্রতিনিধি পরিষদকে অনুরোধ করেছে বৈদ্যুতিক গাড়ি খাতে কাজ করা সংগঠন ‘ইলেকট্রিফিকেশন কোয়ালিশন’। এদিন ছোট ইভি নির্মাতা প্রতিষ্ঠান রিভিয়ান ও লুসিড গ্রুপের শেয়ারের দাম কমেছে যথাক্রমে ২ শতাংশ ও ৩ দশমিক ৮ শতাংশ।

হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার সিইও ইলন মাস্ক। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ৩০ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র ইলন ম স ক দ বন দ ব র পর ক প রক শ র নত ন ভর ত ক সরক র গতক ল

এছাড়াও পড়ুন:

শারীরিক সক্ষমতা না থাকলে কাউকে হজে নেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কেবল শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদেরকেই হজের জন্য নিবন্ধন করাতে হবে। শারীরিক সক্ষমতা না থাকলে কাউকে হজে নেওয়া যাবে না।

বৃহস্প‌তিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হজ গমনেচ্ছু ব্যক্তিদের সঙ্গে হজ এজেন্সির যোগসূত্র তৈরির লক্ষ্যে এ হজ ও ওমরাহ মেলার আয়োজন করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

আরো পড়ুন:

ছবি ও ভিডিও বিকৃতি নিয়ে সোচ্চার মেহজাবীন

অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ

অসুস্থ ও শারীরিক সক্ষমতা নেই, এরকম ব্যক্তিদেরকে হজে নেওয়া হলে সরকারকে বিব্রত হতে হয়, জা‌নি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, শারী‌রিকভাবে অক্ষম হা‌জি‌দের জন‌্য নানারূপ বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য শারীরিকভাবে অক্ষম ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে হজের জন্য ফিটনেস সার্টিফিকেট না দেওয়ার জন্য সিভিল সার্জনদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও শারীরিক সক্ষমতাবিহীন ব্যক্তিদেরকে হজে না নেওয়ার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেছেন।

আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “২০২৫ সালে আমরা একটি সুন্দর হজ উপহার দিতে পেরেছি। ইতোমধ্যে ২০২৬ সালের হজের কার্যক্রম শুরু হয়েছে।“ ২০২৬ সালের হজ আরো ভালো হবে ব‌লে আশা ব‌্যক্ত ক‌রেছেন তি‌নি।

হজ ও ওমরাহ মেলার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, হজ ও ওমরাহ ফেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে হজ এজেন্সির সঙ্গে হজ গমনেচ্ছু ব্যক্তিদের পারস্পরিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পাবে। হজ ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা তৈরি হবে। ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সামর্থ্য অনুসারে হজ প্যাকেজ বাছাই করতে পারবেন।” তিনি হাবের এ মেলা আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান।

হাবের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের বিরোধ নেই, জা‌নি‌য়ে আ ফম খা‌লিদ হো‌সেন ব‌লেছেন, “আমরা পারস্পরিক সম্মান, মর্যাদা ও ভ্রাতৃত্বের সাথে কাজ করে যাচ্ছি। আগামীতেও আমরা হজযাত্রীদের স্বার্থে একসাথে কাজ করব।” তিনি মন্ত্রণালয়ের পক্ষ হতে হাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

হজ এজেন্সির উদ্দেশে ড. খালিদ বলেন, “অনেক এজেন্সি হজযাত্রীদের ব্যাগে মাদকদ্রব্যসহ সৌদি আরবে অননুমোদিত দ্রব্যাদি নিয়ে যায়। অনেকে দেশে ফেরার সময় হাজিদের মাধ্যমে অবৈধভাবে সোনা নিয়ে আসেন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।” তিনি এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ জানান।

উপদেষ্টা বলেন, “হজযাত্রী নিবন্ধন প্রক্রিয়ায় দালালদের দৌরাত্ম্য আছে। এদের কারণে হজের খরচ বেড়ে যায়, আবার হজযাত্রীদের প্রতারিত হওয়ার ঘটনাও ঘটে থাকে।” 

হজ গমনেচ্ছুক ব্যক্তিদেরকে এজেন্সি মালিক কিংবা তার বৈধ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে হজে যাওয়ার অনুরোধ করেন উপদেষ্টা। এছাড়া, তিনি হজ এজেন্সির সঙ্গে হজযাত্রীদেরকে চুক্তি সম্পাদন এবং হজযাত্রীদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।

এর আগে ধর্ম উপদেষ্টা হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ উপলক্ষে প্রকাশিত হাবের মুখপত্র ‘হজ্জ বার্তা’র মোড়ক উন্মোচন করেন।

তিন দিনব্যাপী এ মেলায় মোট ১৫৪ টি স্টল আছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বাংকগুলো এ মেলায় হজ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও তথ্য সেবা প্রদর্শন করছে। এছাড়া, হজের প্রাথমিক নিবন্ধনের সুযোগও আছে মেলার স্টলগুলোতে। ১৬ আগস্ট বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শেষ হবে।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, ঢাকাস্থ সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান ইব্রাহিম আবদুল্লাহ আল-আহমারী ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে উপদেষ্টা মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • এশিয়ান গেমসে প্রথমবার বাংলাদেশের সার্ফাররা
  • কুবির নতুন ক্যাম্পাস চালু হচ্ছে আগামী জুনে
  • সেপ্টেম্বরে আর্জেন্টিনার দুই ম্যাচ, অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে আর
  • ইউরোপের কোন লিগ কবে শুরু, কারা কোথায় এলেন–গেলেন
  • শারীরিক সক্ষমতা না থাকলে কাউকে হজে নেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা