Risingbd:
2025-11-02@15:37:57 GMT

হারের আগেই হেরে সিরিজ খোয়া

Published: 8th, July 2025 GMT

হারের আগেই হেরে সিরিজ খোয়া

বৃষ্টির আভাস ছিল পুরো ম‌্যাচে। অথচ এক ফোঁটাও বৃষ্টি ঝরল না। সেটা হলেই অন্তত মুখটা বাঁচাতে পারত বাংলাদেশ। ম‌্যাচটা পণ্ড হতো। সিরিজ হারের ‘লজ্জা’ পেতে হতো না। নয়নাভিরাম ক্যান্ডিতে যে হতশ্রী পারফরম্যান্স করলো,  তাতে একটি বিষয় স্পষ্ট ওয়ানডে ক্রিকেটও বাংলাদেশের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে! 

ক্রিকেটারদেরই দাবি, পঞ্চাশ ওভারের ক্রিকেট তাদের স্বাচ্ছন্দ্যের ফরম্যাট। খেলাটা তারা ভালো বোঝেন। খেলতে পারেন। অথচ এই সিরিজের আগে ফল হওয়া শেষ ছয়টিতে কোনো জয় ছিল না। কলম্বোতে ৭৭ রানের হারে সংখ্যাটা সাতে পৌঁছায়। এরপর কলম্বোতে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে হারের মিছিল আটকায় মিরাজ অ্যান্ড কোং। 

কলম্বো থেকে ১২২ কিমির দূরত্ব ক্যান্ডির। সিংহের দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। রাজধানী ছেড়ে প্রাচীন রাজধানীতে ফিরে স্বাগতিকদের পারফরম্যান্সের জোর বেড়ে গেল। উল্টোচিত্র প্রতিপক্ষ শিবিরের। সফরকারী বাংলাদেশের পারফরম্যান্স তলানিতে। পরাজয়ের ব্যবধানও বাড়ল। এবার গিয়ে ঠেকল ৯৯ রানে। 

হারার আগেই হেরে ২-১ ব্যবধানে সিরিজ খোয়াল বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ টস জিতে নিজেদের পছন্দের কাজটা করতে পেরেছিল। শ্রীলঙ্কা অখুশি ছিল না। আজ স্রষ্টা টস ভাগ্য পরীক্ষায় শ্রীলঙ্কার পাশে। চারিথ আসালাঙ্কা টস জিতে ব্যাটিং নিলেন। 

ক্যান্ডির রান প্রসবা ও স্পোর্টিং উইকেটে ২৮০ রানের প্রত্যাশায় ছিলেন অধিনায়ক। তা-ই হয়েছে। সবকটি ওভার খেলে ৭ উইকেটে তাদের রান ২৮৫। রানটা তিনশ ছাড়িয়ে যেতে পারত। বাংলাদেশ ৪০ ওভারের পর দারুণভাবে ম্যাচে ফেরে। তিনশ-ও হয়নি, সেটা ছিল আনন্দের বিষয়। 

এজন্য বোলারদের এজন্য কৃতিত্বই দিতে হবে। অথচ একই উইকেটে ৪০ মিনিটের ব্যবধানে কী ভয়াবহ পারফরম্যান্স। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ৩৯.

৪ ওভারে ১৮৬ রানেই শেষ বাংলাদেশের ব্যাটিং। ম্যাচ জয় তো পরের হিসেব। পরপর তিন ম্যাচে বাংলাদেশ পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারেনি। যা রীতিমত উদ্বেগের। নিয়মিত ব্যাটিং কোচ না থাকায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সামলাচ্ছেন দায়িত্ব। ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনের ব্যাটিংয়ের দায় তিনি নেবেন কিনা সেটাই বিরাট প্রশ্নের। 

ইনিংসের শুরু থেকেই হাল ছেড়ে দেওয়া শুরু। পরপর দুই ওভারে তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত দুই লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো ও দুশমন্ত চামিরার গতি ও সুইংয়ে পরাস্ত। সেখান থেকে ইমন ও তাওহীদ লড়াই করে কিছুটা মাথা তোলার ব্যবস্থা করেছিলেন। তখন মনে হয়েছিল, কলম্বোর দ্বিতীয় জয়ের আত্মবিশ্বাস এখনও টগবগ করছে। 

কিন্তু কিসের কী? দ্রুত রান তোলার তাড়ায় উইকেট বিলিয়ে আসেন ইমন (২৮) । ক্রিজে এসেই তিনটি চার ও একটি পুল শটে দারুণ শুরু করেছিলেন মিরাজ। কিন্তু হিসেব কষে খেলতে না পারা, অযথা তাড়াহুড়ো করে বিপদ ডেকে আনেন। স্পিনার ওয়েলালেগে এগিয়ে এসে উড়াতে গিয়ে ২৮ রানে ক্যাচ দেন লং অন সীমানায়। হাল ধরতে পারেননি ১২ রান করা শামীম। 

১২৪ রনে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ ৫ উইকেটে যোগ করতে পারে ৭৬ রান। তা-ও ভালো। কলম্বোর মতো ৫ রানে ৭ উইকেট তো হারায়নি! ইনিংসে বাংলাদেশের প্রাপ্তি কেবল তাওহীদের ফিফটি। ৭৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫১ রান করেন। 

দুই পেসার ফার্নান্দো ও চামিরার ৩টি করে উইকেটের সঙ্গে দুই স্পিনার ওয়েলালেগে ও হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন। চার বোলারেই নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার সিরিজ। 

এর আগে ৪০ ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল ৩ উইকেটে ২২২। শেষ ১০ ওভারে হাতে উইকেট রেখে তারা ঝড় তুলবেন তা প্রত্যাশিতই ছিল। কিন্তু ৪১তম ওভার থেকেই ব্যাকফুটে যাওয়া শুরু তাদের। বিশেষ করে তাসকিন, মিরাজ ও শামীম উইকেট নেওয়ায় কিছুটা চাপে পড়ে তারা। শেষ দিকে অবশ্য আলগা বোলিংয়ে রানও পেয়েছেন।

সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি এসেছে কুলশ মেন্ডিসের ব্যাট থেকে। ১১৪ বলে ১৮ চারে ১২৪ রান করেন তিনি। আউট হন শামীমকে ফিরতি ক্যাচ দিয়ে।  ম্যাচসেরা হয়েছেন তিনি। সিরিজ সেরার পুরস্কারটাও যাচ্ছে তার শোকেসে। এছাড়া চারিথ আসালাঙ্কা ৬৮ বলে ৫৮ রান করেন ৯ চারে। চতুর্থ উইকেট জুটিতে মেন্ডিস ও আসালাঙ্কা ১১৭ বলে ১২৪ রান করেন। ওপেনিংয়ে ৩৫ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা ছিলেন তাসকিন ও মিরাজ। দুজন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকটে পেয়েছেন তানজিম, তানভীর ও শামীম। 

এই সিরিজের আগে দুই দলের র্যাংকিং নিয়ে আলোচনা হচ্ছিল। শ্রীলঙ্কা র্যাংকিংয়ে চার নম্বর দল। বাংলাদেশের অবস্থান দশে। নিশ্চিতভাবেই ফেভারিট শ্রীলঙ্কা। প্রত্যাশিত ফলই এসেছে বলা যায়। সঙ্গে প্রশ্নও উঠছে, বাংলাদেশের একমাত্র জয়টা কী অঘটন ছিল?

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রফরম য ন স র ন কর ন উইক ট কলম ব

এছাড়াও পড়ুন:

খেলার নামে আদম পাচার ঠেকাতে তৎপর জাতীয় ক্রীড়া পরিষদ

বিদেশে খেলোয়াড় পাঠানোর নামে মানব পাচারের ঝুঁকি রোধ এবং যোগ্য খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ পাওয়া নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ৯ অক্টোবর এনএসসি এক চিঠিতে ফেডারেশনগুলোকে জানিয়েছে, এখন থেকে বিদেশে ক্রীড়া দল পাঠানোর আগে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে ফ্লাইটের কমপক্ষে ১০ দিন আগে জিওর (সরকারি আদেশ) জন্য প্রস্তাব পাঠাতে হবে। একই সঙ্গে নির্বাচিত খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স–সংশ্লিষ্ট প্রমাণপত্রও এনএসসিকে দিতে হবে।

অভিযোগ আছে, কিছু ফেডারেশন ও অ্যাসোসিয়েশন অনেক বছর ধরেই দলের সঙ্গে ভুয়া খেলোয়াড়-কর্মকর্তা পাঠিয়ে আদম পাচার করে আসছে। দুই একটা ঘটনা সামনে এলেও এসবের বেশির ভাগই থেকে যায় আড়ালে। ছোট খেলাগুলো থেকেই এ ধরনের অভিযোগ বেশি আসে। এনএসসির একটি সূত্র জানিয়েছে, মূলত এ ধরনের অপকর্ম ঠেকাতেই বিদেশ সফরের ক্ষেত্রে ফ্লাইটের অন্তত ১০ দিন আগে জিওর প্রস্তাব পাঠানোর নিয়ম করা হয়েছে। এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান সরাসরি তা না বললেও তাঁর কথায়ও সে আভাস আছে, ‘আমি বলব না শুধু আদম পাচার রোধ করতে এই নিয়ম করেছি। তবে কোথাও কোথাও এসব খেলার নামে মানব পাচারের প্রশ্ন চলে আসে।’

অনেক সময় শুনি, কোনো কোনো ফেডারেশন ভুয়া খেলোয়াড় নিয়ে যায়। এনএসসির উদ্যোগটাকে তাই ভালোই বলব। এটা জবাবদিহির মধ্যে পড়ে।ফারহাদ জেসমিন, সাবেক অ্যাথলেট ও বিএও অ্যাথলেটস কমিশনের চেয়ারম্যান

এনএসসির কাছে ফেডারেশন বা অ্যাসোসিয়েশন এত দিন জিওর জন্য খেলোয়াড়দের নামই শুধু পাঠাত। যাঁর নাম দেওয়া হতো, তিনি আসলেই খেলোয়াড় কি না বা খেলোয়াড় হলে তাঁর যোগ্যতা কী বা যোগ্য কাউকে বাদ দিয়ে অযোগ্য কাউকে নেওয়া হচ্ছে কি না, এসব যাচাই–বাছাই করা হতো না। এনএসসি তাই জানত না কিসের ভিত্তিতে একজন খেলোয়াড়কে দলে নির্বাচিত করা হয়েছে। নতুন নিয়মে এনএসসিকে এসব দিতে হবে।

জিওর জন্য আবেদনকারীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে সময় লাগে বলে ১০ দিন আগে তালিকা চাওয়ার যুক্তি আছে। কিন্তু পারফরম্যান্স আর ফিটনেসের তথ্যপ্রমাণও পাঠানোর নিয়মটা একটু অভিনবই, যা নিয়ে অবশ্যই নানা রকম প্রশ্ন তোলা যায়। তবে জিওর জন্য ফ্লাইটের ১০ দিন আগে নাম চাওয়ার নিয়মটাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলেটস কমিশনের চেয়ারম্যান ও সাবেক অ্যাথলেট ফারহাদ জেসমিন লিটি বলেছেন, ‘অনেক সময় শুনি, কোনো কোনো ফেডারেশন ভুয়া খেলোয়াড় নিয়ে যায়। এনএসসির উদ্যোগটাকে তাই ভালোই বলব। এটা জবাবদিহির মধ্যে পড়ে।’

আরও পড়ুনবিশ্বকাপের আগে সৌদি লিগে খেলতে চেয়েছিলেন মেসি, সৌদি সরকারের ‘না’১১ ঘণ্টা আগেআদম পাচার যেহেতু সব ফেডারেশন করে না, ক্রিকেট-ফুটবলসহ অনেক ফেডারেশনের জন্য নির্বাচিত খেলোয়াড়দের তথ্য এনএসসিকে দেওয়াটা বিব্রতকর হতে পারে। কারণ, এই ফেডারেশনগুলো একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই দল গড়ে। তাদের সব তথ্য চাওয়া ফেডারেশনের কার্যক্রমে হস্তক্ষেপ কি না, এমন প্রশ্ন আসেই।

ক্রীড়াঙ্গনে স্বজনপ্রীতি ঠেকাতেও এ নিয়ম ভূমিকা রাখবে বলে ফারহাদ জেসমিনের আশা, ‘অনেক ফেডারেশন অনেক সময় যোগ্যতার বিচার না করে নিজেদের পছন্দের খেলোয়াড় নিয়ে যায়। দেখে মনে হয়, বিদেশভ্রমণই মুখ্য, পারফরম্যান্স মুখ্য নয়।’ বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘এটা ভালো উদ্যোগ। কারণ, এনএসসির জানার অধিকার আছে, বিদেশে টুর্নামেন্টে আমরা কাদের নিয়ে যাচ্ছি।’ সম্প্রতি হকি তারকা রাসেল মাহমুদকে বয়সের অজুহাতে বাদ দেয় হকি ফেডারেশন। এ নিয়ে সমালোচনা হলে এনএসসিকে বিষয়টি তদন্তও করতে হয়।

এনএসসির নতুন নিয়ম অনুযায়ী ক্রিকেট-ফুটবলসহ সব খেলাতেই বিদেশে দল পাঠানোর জন্য নির্বাচিত খেলোয়াড়দের নির্বাচনী প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। কিন্তু আদম পাচার যেহেতু সব ফেডারেশন করে না, ক্রিকেট-ফুটবলসহ অনেক ফেডারেশনের জন্য নির্বাচিত খেলোয়াড়দের তথ্য এনএসসিকে দেওয়াটা বিব্রতকর হতে পারে। কারণ, এই ফেডারেশনগুলো একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই দল গড়ে। তাদের সব তথ্য চাওয়া ফেডারেশনের কার্যক্রমে হস্তক্ষেপ কি না, এমন প্রশ্ন আসেই।

আরও পড়ুনআগে চা পরে লাঞ্চ—বদলে যাচ্ছে ক্রিকেটের শতবর্ষ পুরোনো এক রীতি১৫ ঘণ্টা আগে

এনএসসির পরিচালক আমিনুল এহসান অবশ্য তা মনে করেন না, ‘প্রায় প্রতিদিনই এনএসসির কাছে অনেক খেলোয়াড় অভিযোগ করেন, কোনো না কোনো কর্মকর্তার অপছন্দের কারণে নাকি তিনি দল থেকে বাদ পড়েছেন। এ কারণেই খেলোয়াড় নির্বাচনের তথ্যগুলো এনএসসির জানা থাকলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে একটা উত্তর দেওয়া যায়। এটা ফেডারেশনের কাজে হস্তক্ষেপ নয়। স্বচ্ছতার স্বার্থে এনএসসি তা জানতে চাইতে পারে।’

আরও পড়ুনঅনুশীলনে বলের আঘাতে অস্ট্রেলিয়ার ১৭ বছর বয়সী ক্রিকেটারের মৃত্যু২১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’
  • খেলার নামে আদম পাচার ঠেকাতে তৎপর জাতীয় ক্রীড়া পরিষদ
  • বোলাররা ভাসান, ব্যাটসম্যানেরা ডোবান—আজ কী করবে বাংলাদেশ