Samakal:
2025-07-08@23:56:42 GMT

সুরক্ষায় যা করবেন

Published: 8th, July 2025 GMT

সুরক্ষায় যা করবেন

সব ধরনের যোগাযোগে হোয়াটসঅ্যাপের বিকল্প নেই বললেই চলে। কিন্তু হ্যাকার চক্র প্রতিনিয়ত নতুন সব কৌশলে অ্যাপটি হ্যাক করার প্রচেষ্টায় থাকে। যেহেতু স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব– সব ধরনের ডিভাইসে অ্যাপটি ইনস্টল করা যায়, তাই মূল ডিভাইস ছাড়া অন্য ডিভাইস থেকে লগআউট থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করছে কিনা, তা নিয়মিত যাচাই করা প্রয়োজন। অ্যাপটি অনেক সময় থার্ড পার্টি অ্যাপ ব্যবহারে বেহাত হতে পারে। অ্যাপে ইনবিল্ট লিঙ্কড ডিভাইস সুবিধা রয়েছে, যা নিজের অ্যাকাউন্ট সক্রিয় থাকা সব ডিভাইস চিহ্নিত করবে। যদি কোনো অপরিচিত ডিভাইস দৃশ্যমান হয়, তাহলে দ্রুত তা মুছে ফেলতে হবে। যাচাই করতে প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। ওপরের ডান কোণে থ্রি লাইন ডটে ট্যাপ করে মেন্যু থেকে লিঙ্কড ডিভাইস নির্বাচন করতে হবে। সেখানে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন থাকা সব ডিভাইসের তালিকা প্রদর্শন করবে। সেখানে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ বা ব্রাউজার সেশনের মতো তথ্য দেখতে পাবেন। যদি কোনো অপরিচিত ডিভাইস 
দৃশ্যমান হয়, তাহলে তার ওপর ট্যাপ করে তালিকা থেকে একে সরিয়ে ফেলতে হবে। 
নিরাপত্তা গবেষকরা বলছেন, হ্যাকিং প্রচেষ্টা থেকে হোয়াটসঅ্যাপ সুরক্ষায় অবশ্যই সেটিংসে 
টু- স্টেপ ভেরিফিকেশন অপশন সক্রিয় করে নিতে হবে। কখনোই অ্যাপ ওটিপি কারও সঙ্গে শেয়ার করবেন না। আর নিয়মিত ব্যবহার করেন না এমন ডিভাইস থেকে লগআউট হয়ে যেতে হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: টসঅ য প

এছাড়াও পড়ুন:

সুরক্ষায় যা করবেন

সব ধরনের যোগাযোগে হোয়াটসঅ্যাপের বিকল্প নেই বললেই চলে। কিন্তু হ্যাকার চক্র প্রতিনিয়ত নতুন সব কৌশলে অ্যাপটি হ্যাক করার প্রচেষ্টায় থাকে। যেহেতু স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব– সব ধরনের ডিভাইসে অ্যাপটি ইনস্টল করা যায়, তাই মূল ডিভাইস ছাড়া অন্য ডিভাইস থেকে লগআউট থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করছে কিনা, তা নিয়মিত যাচাই করা প্রয়োজন। অ্যাপটি অনেক সময় থার্ড পার্টি অ্যাপ ব্যবহারে বেহাত হতে পারে। অ্যাপে ইনবিল্ট লিঙ্কড ডিভাইস সুবিধা রয়েছে, যা নিজের অ্যাকাউন্ট সক্রিয় থাকা সব ডিভাইস চিহ্নিত করবে। যদি কোনো অপরিচিত ডিভাইস দৃশ্যমান হয়, তাহলে দ্রুত তা মুছে ফেলতে হবে। যাচাই করতে প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। ওপরের ডান কোণে থ্রি লাইন ডটে ট্যাপ করে মেন্যু থেকে লিঙ্কড ডিভাইস নির্বাচন করতে হবে। সেখানে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন থাকা সব ডিভাইসের তালিকা প্রদর্শন করবে। সেখানে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ বা ব্রাউজার সেশনের মতো তথ্য দেখতে পাবেন। যদি কোনো অপরিচিত ডিভাইস 
দৃশ্যমান হয়, তাহলে তার ওপর ট্যাপ করে তালিকা থেকে একে সরিয়ে ফেলতে হবে। 
নিরাপত্তা গবেষকরা বলছেন, হ্যাকিং প্রচেষ্টা থেকে হোয়াটসঅ্যাপ সুরক্ষায় অবশ্যই সেটিংসে 
টু- স্টেপ ভেরিফিকেশন অপশন সক্রিয় করে নিতে হবে। কখনোই অ্যাপ ওটিপি কারও সঙ্গে শেয়ার করবেন না। আর নিয়মিত ব্যবহার করেন না এমন ডিভাইস থেকে লগআউট হয়ে যেতে হবে।

সম্পর্কিত নিবন্ধ