সারাদেশে আধুনিক কৃষি ও ফসল বিস্তারের দায়িত্ব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)। সারাদেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সংস্থাটির প্রায় ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত। দুর্গম অনেক এলাকায় ডিএইয়ের জনবল সংকট রয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের গ্রামে বদলি করা হলেও তারা সংযুক্তি নিয়ে শহরে অফিস করেন। এতে প্রত্যন্ত অঞ্চলে কৃষক সঠিক সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কৃষি সেবা কার্যক্রমকে গতিশীল করতে দেশের বিভিন্ন শহরে সংযুক্ত থাকা বিসিএস (কৃষি) ক্যাডারসহ অন্যান্য কৃষি কর্মকর্তা-কর্মচারীদের মূল কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছে ডিএই। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে এ বিষয়ে সম্প্রতি ডিএইর মহাপরিচালক মো.

ছাইফুল আলম স্বাক্ষরিত এক আদেশ জারি হয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মাঠ পর্যায়ে কৃষকদের কাছাকাছি থেকে কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে। এতে করে কৃষি উৎপাদন ও সম্প্রসারণে গতি আসবে বলেও মনে করছেন তারা।

ডিএইয়ের ৭ জুলাই জারি করা অফিস আদেশে বলা হয়েছে, বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন দপ্তর যেমন—অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, অধ্যক্ষ, হর্টিকালচার সেন্টার, সংগনিরোধ কেন্দ্র এবং মেট্রোপলিটন কৃষি অফিসে অনেক কর্মকর্তা -কর্মচারী অনুমোদিত জনবলের অতিরিক্ত হিসেবে সংযুক্তিতে কর্মরত রয়েছেন। এর ফলে মাঠ পর্যায়ের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষি অফিসগুলোতে জনবল সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় এনে সংযুক্তি আদেশ বাতিল করে সংশ্লিষ্টদের নিজ নিজ মূল কর্মস্থলে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা যদি সংযুক্তিতে কর্মরত থাকেন, তাহলে তাদের দ্রুত নিজ কর্মস্থলে ফেরত পাঠিয়ে অধিদপ্তরকে অবহিত করতে হবে।

এছাড়া যারা অধীনস্থ কর্মকর্তার প্রশাসনিক ক্ষমতার আওতার বাইরে, তাদের তালিকা প্রস্তাব আকারে মহাপরিচালকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে উন্নয়ন শাখায় দাপ্তরিক প্রয়োজনের কথা বিবেচনা করে অতিরিক্ত বা উপপরিচালকের কার্যালয়ে সর্বোচ্চ ২-৩ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে সংযুক্ত রাখার অনুমতি দেওয়া হয়েছে।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, এ ধরনের সংযুক্তি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কার্যক্রম ব্যাহত করছে। তাই মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে বেগবান করতে এবং কৃষকের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএইয়ের মহাপরিচালক মো. ছাইফুল আলম বলেন, অনেক এলাকায় জনবল কম। অথচ শহরে এলাকায় জনবল বেশি। এতে কিছু এলাকায় কর্মকর্তাদের ওপর কাজের অতিরিক্ত চাপ পড়ে, যা তাদের কাজের মান কমিয়ে দিতে পারে। এই সংকট নিরসনে মন্ত্রণালয়ের নির্দেশে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ গ্রামীণ জনপদে সেবার মান উন্নত হবে এবং জনগণের ভোগান্তি কমবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি নির্ধারিত সময়ের মধ্যে আগের কর্মস্থলে যোগ না দেন- তাহলে তাদের সংযুক্তি বাতিল আদেশ অমান্য করা এবং প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ঠ পর য য় কর মকর ত এল ক য়

এছাড়াও পড়ুন:

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ৪১ পদের চাকরি, করুন আবেদন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে জনবল নিয়োগে আবেদন চলছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৪১টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন এসব পদের জন্য।

পদের নাম ও সংখ্যা—

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা: (ক). স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
(ঙ) কম্পিউটারে word processingসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনধান গবেষণা ইনস্টিটিউটে ১০ম–সহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৪৯০৭ অক্টোবর ২০২৫

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট Standard Aptitude Test উত্তীর্ণ হতে হবে।
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ; (ঘ) কম্পিউটারে word processingসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২২
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আরও পড়ুনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ১১ অক্টোবর ২০২৫

বয়সসংক্রান্ত তথ্য

প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে। আবেদন শেষ হবে আগামী ১৪ অক্টোবর ২০২৫, বিকেল ৫টায়। আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি

ক্রমিক নম্বর ১-৩ পদের জন্য ১১২/- টাকা (সার্ভিস চার্জসহ) এবং ক্রমিক নম্বর ৪ পদের জন্য ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)। অনগ্রসর প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময় যোগ্য প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে জানানো হবে। প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্রে উল্লিখিত মুঠোফোন নম্বরটি সর্বদা সক্রিয় রাখার জন্য অনুরোধ করা হয়েছে প্রার্থীদের।

আরও পড়ুনঅ্যামাজনে ছয় ক্যাটাগরিতে ইন্টার্নশিপ, প্রোগ্রাম শেষে দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের সুযোগ২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • সেনানিবাসের অস্থায়ী কারাগার পরিদর্শন করলেন কারা অধিদপ্তরের কর্মকর্তারা
  • তালাবদ্ধ নরসিংদীর ৩ স্টেশন, যাত্রী দুর্ভোগ চরমে
  • হাসপাতাল নিজেই যেন রোগী!
  • ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ৪১ পদের চাকরি, করুন আবেদন