বাংলা, ইংরেজি, গণিতের মতো মৌলিক বিষয় পড়ানোর কোনো শিক্ষক নেই। বিজ্ঞান বিভাগসহ অন্যদের ব্যবহারিক ক্লাস বন্ধ। প্রতিটি ক্লাসে বিশেষ যত্নের জন্য শ্রেণিশিক্ষক দূরের কথা, নিয়মিত পাঠদানের শিক্ষকই নেই। এমন অবস্থায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাগ্য নিয়ে এক অসম্ভব লড়াইয়ে নেমেছেন তিনজন মাত্র শিক্ষক।
ছয় শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ এভাবেই অনিশ্চয়তা আর অপূর্ণতার দিকে ধাবিত হচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বক্তব্য প্রদান আর আলোচনার গণ্ডির বাইরে গিয়ে দ্রুত কোনো পদক্ষেপই নিচ্ছে না সমস্যা সমাধানে।  
এমন চিত্র তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের। এককথায় বলতে গেলে মাত্র দু’জন শিক্ষকের কাঁধে চাপছে প্রতিষ্ঠানের ওই ৬০০ শিক্ষার্থীর পাঠদানের দায়িত্ব, যা রীতিমতো অসম্ভব বলে জানিয়েছেন বিদ্যালয়ের সংশ্লিষ্টরা। এ নিয়ে উৎকণ্ঠিত অভিভাবক ও শিক্ষার্থীরা।
সোমবার বিদ্যালয়ে গিয়ে কথা বলে জানা যায়, সেদিন সকালেই তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক বিষয়ের শিক্ষক রুপেশ দাশ বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। এদিকে চলতি মাসের শেষ নাগাদ বাংলাদেশ উন্নয়ন ব্যাংক (বিডিবি) এ যোগদানের জন্য চলে যাবেন প্রতিষ্ঠানের বর্তমান কৃষি বিষয়ের শিক্ষক তপু বিশ্বাস। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়া মাত্র দুইজন শিক্ষক থাকবেন ওই বিদ্যালয়ে। পরবর্তী সময়ে তাদেরই চালাতে হবে ওই ৬০০ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম।
বিদ্যালয়ের এই সংকটকাল নিয়ে উদ্বিগ্ন ওই দুই শিক্ষক– ভৌত বিজ্ঞানের শিক্ষক জামাল উদ্দিন এবং সামাজিক বিজ্ঞানের শিক্ষক এ এইচ এম লিয়াকত। ৯টি পদের মধ্যে শূন্য পদগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, ইসলামিয়াত, শারীরিক শিক্ষা, শূন্য হবে কৃষি শিক্ষা এবং বিএড প্রশিক্ষণে আছেন জীববিজ্ঞানের শিক্ষক শরিফুল ইসলাম। প্রধান শিক্ষকের পদ জাতীয়করণের পর থেকেই শূন্য। প্রধান শিক্ষকের শূন্য পদে কর্মরত আছেন সহকারী প্রধান শিক্ষক ফয়যুল হুসাইন। তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষক সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেকবারই জানানো হয়েছে। 
তাহিরপুর উপজেলা সদরে ১৯৫০ সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৫৪ সালে নিম্ন মাধ্যমিক ও ১৯৬০ সালে মাধ্যমিক হিসেবে স্বীকৃতি পায়। পরে ১৯৮৭ সালে বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়। জাতীয়কণের আগে বিদ্যালয়টিতে ১৩ জন শিক্ষক ও ৫০০ শিক্ষার্থী ছিল। জাতীয়করণের পর থেকেই বিদ্যালয়টিতে শিক্ষক সংকট শুরু হয়। জাতীয়করণের তিন যুগ পরও পূরণ হয়নি প্রধান শিক্ষকের পদ। বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষকের পদ রয়েছে। তা ছাড়া বিদ্যালয়ে অনুমোদিত একজন অফিস সহকারী, একজন অফিস সহায়কের পদও শূন্য।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, মঙ্গলবার আঞ্চলিক উপপরিচালকের সিলেট দপ্তরে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ ব্যাপারে একটি চিঠি দেওয়া হয়েছে। 
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর বলেন, নতুন করে শিক্ষক নিয়োগ না দেওয়ায় সরকারি স্কুলগুলোতে শিক্ষক পোস্টিং দেওয়া সম্ভব হচ্ছে না। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব দ য লয়ট জ ত য়করণ

এছাড়াও পড়ুন:

১৭ ঘণ্টার মধ্যেই রাকসুর ফল প্রকাশ: প্রধান নির্বাচন কমিশনার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর) সিনেট ভবনে রাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

আরো পড়ুন:

রাকসু: শীর্ষ তিন পদের প্রার্থীরা যেখানে ভোট দেবেন

‘রাকসুর জন্য স্থায়ী মার্কার আমদানি, থাকবে থ্রিডি নিরাপত্তা’

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা ডাকসু ও জাকসু নির্বাচনের ভোট গণনা পদ্ধতি থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেই অনুযায়ী শিক্ষা নিয়ে আমরা ভোট গণনার জন্য সর্বোচ্চ আধুনিক ওয়েমার মেশিনের ব্যবস্থা করেছি।”

তিনি আরও বলেন, ১৭টি হলের জন্য ১৭টি ভোট কেন্দ্র করা হয়েছে। একজন ভোটার আলাদা আলাদা ছয় পেজ ও আলাদা রংয়ের ব্যালট পেপার দেওয়া হবে। একজন ভোটারের একটি ভোট নিশ্চিত করতে ছবি যুক্ত তালিকা, ভোটারদের বিশ্ববিদ্যালয় আইডি কার্ড যাচাই, অমোচনীয় কালি এবং বিশেষ ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রায় ১০ ঘণ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লেগেছিল।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • রাত জাগি না, তবুও দুই চোখের চারদিকের ত্বক শুষ্ক হয়ে আসছে কেন
  • শ্রীনগরে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু 
  • ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যু
  • জিদান বললেন এ সময়ে তাঁর পছন্দের তিন ফুটবলারের নাম
  • কাজী মামুনকে ফাঁসানো হয়েছে: যুব সংহতি
  • বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
  • কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
  • মুসলিম জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ৯ উপায়
  • ১৭ ঘণ্টার মধ্যেই রাকসুর ফল প্রকাশ: প্রধান নির্বাচন কমিশনার
  • শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে