গত বছর ১৬ জুলাই রাজশাহী কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ ঘটনার ১ বছর পর জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করতে যাচ্ছে রাজশাহী কলেজ প্রশাসন।

মঙ্গলবার (৮ জুলাই) কলেজের ওয়েবসাইটে প্রকাশিত কলেজ অধ্যক্ষ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই বিপ্লব ও তার পূর্বে (১৬ জুলাই) রাজশাহী কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর তৎকালীন সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগের সহিংস ঘটনা তদন্তের লক্ষ্যে সহিংসতা চলাকালে প্রতাক্ষদর্শীদের (শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী) সাক্ষ্য আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টায় শিক্ষক মিলনায়তনে গ্রহণ করা হবে।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় প্রসূতির মৃত্যু, ক্লিনিকের মালিকের বাড়িতে হামলা

শোলাকিয়ায় দেয়ালে গুলির চিহ্ন স্মরণ করিয়ে দেয় সেই ভয়াবহ স্মৃতি

এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের (শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী) তথ্য ও প্রমাণাদিসহ উল্লিখিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ করা হলো।।

এ প্রসঙ্গে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, “আমরা তদন্ত কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করব। যেদিন সাক্ষ্য প্রমাণ নেওয়া হবে, সেদিন আমরা উপস্থিত থাকব। পাশাপাশি সুষ্ঠ তদন্তের জন্য সব ধরনের সহযোগিতা আমরা করব।”

তিনি আরো বলেন, “যদি ১৬ তারিখে মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।”

কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো.

মোশাররফ হোসেন বলেন, “এটা দুঃখজনক কলেজ প্রশাসন জুলাই বিপ্লবের ১ বছর পর জড়িতদের চিহ্নিতে তদন্ত কমিটি গঠন করল এবং সেটা নিজ উদ্যোগে নয়, একাধিকবার স্মারকলিপি প্রদানের পর। ১৬ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগের সব কর্মীদের বিরুদ্ধে একাডেমি ও আইনি ব্যবস্থা নিতে হবে এবং তাদের সকলকে চিহ্নিত করে ছবিসহ কলেজের সামনে ঝুলিয়ে দিতে হবে। যাতে তারা কোনোভাবে কলেজে প্রবেশ করতে না পারে।”

তিনি আরো বলেন, “আমাদের দাবি একটাই এই জুলাই বিপ্লবের মাসের মধ্যেই যেন হামলায় জড়িতদের বিরুদ্ধে কলেজ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে।”

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, “ঘটনার দিন এর সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে আমরা তথ্য ও প্রমাণাদি চেয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছি। সবার সহযোগীতায় তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গত বছরের ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলনে যুক্ত হয় রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। সেই সময় কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের অতর্কিত হামলার শিকার হন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনার প্রায় দীর্ঘ ১ বছর পর বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে একাধিকবার স্মারকলিপি প্রদানের পর অবশেষে কলেজ প্রশাসন তদন্ত শুরু করতে যাচ্ছে।

ঢাকা/ফারজানা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ক ষ র থ দ র ওপর ১ বছর পর ১৬ জ ল ই ব যবস থ তদন ত ঘটন র

এছাড়াও পড়ুন:

দেওয়ানগঞ্জে মায়ের সামনে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যান চাপায় হাবিবা খাতুন(৭) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের সরকারপাড়ায় বকশীগঞ্জ-রাজিবপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাবিবা খাতুন উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘার চর সরকার পাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। সে সরকার পাড়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, হাবিবাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা ফুলেছা বেগম। এ সময় সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে হাবিবার ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করে স্থানীয়রা। 

মা ফুলেছা বেগম বলেন, হাবিবা আমার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। রাস্তার মাঝখানে এসে সে আমার হাত থেকে ফসকে চাকার নিচে পড়ে মারা যায়। 

সানন্দবাড়ী পুলিশ তথ্য কেন্দ্রের আইসি দেবাশীষ সাহা জানান, কাভার্ডভ্যানের নিচে পড়ে শিশু হাবিবা নিহত হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ