চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কৃষক ইব্রাহিম বাবুর (২৮) মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের উপস্থিতিতে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে দর্শনা থানার পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ভারতের কৃষ্ণনগর থানার পুলিশ।

ইব্রাহিম বাবুর বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামে। পরিবারের সদস্যরা বলছেন, ২ জুলাই দুপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভুল করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ গুলি করে ইব্রাহিম বাবুকে হত্যা করে।

বিজিবি সূত্র জানায়, নদীয়ার কৃষ্ণনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) অরিন্দম সরকার চুয়াডাঙ্গার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীরের কাছে লাশ হস্তান্তর করেন। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।

ইব্রাহিম বাবুর বাবা মো.

নূর ইসলাম বলেন, ঘাস কাটার সময় ভুল করে ভারতের ভেতরে ঢুকে পড়লে বিএসএফ তাঁর ছেলেকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। এতে তাৎক্ষণিকভাবে ইব্রাহিমের মৃত্যু হয়।

বিজিবি সূত্র জানায়, মারা যাওয়ার পর ইব্রাহিম বাবুর মরদেহ ভারতের একটি হাসপাতালে রাখা হয়। এরপর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে দফায় দফায় আলোচনার পর আজ মঙ্গলবার লাশ হস্তান্তর করা হয়।

৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান লাশ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনদর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যুর খবর০২ জুলাই ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এসএফ র

এছাড়াও পড়ুন:

সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী

অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের ভারতীয় অংশের উত্তাল নদীতে দীর্ঘক্ষণ ধাওয়া করে তাদের আটক করা হয়।  ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়। 

আরো পড়ুন:

কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন নরেন্দ্র মোদির

অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প

বিএসএফ জানায়, রবিবার সীমান্তের সুন্দরবন অংশে রুটিন টহল দেয়ার সময় গোসাবা রেঞ্জের বাঘমারি জঙ্গল এলাকায় বাংলাদেশি অবৈধ ট্রলারের উপস্থিতি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের পেট্রোল বোট ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করতেই ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়া করে পরবর্তীতে পাকড়াও করা হয় বাংলাদেশি ট্রলারটিকে। অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে আটক করা হয় এতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি।

বিএসএফ আরো জানায়, আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিপরীতে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। ফলে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
  • সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী