খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মোট ০৯টি মেডিকেল কলেজে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ১ম ও ২য় পেশাগত এমবিবিএস পরীক্ষা নভেম্বর-২০২৪ এর ফলাফল প্রকাশের এবং আগামী আগস্ট মাসে অধিভুক্ত মোট ০৯ টি নার্সিং কলেজের অনুষ্ঠিতব্য বিএসসি ইন নার্সিং পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অধিভুক্ত মেডিকেল কলেজের এমবিবিএস ১ম ও ২য় বর্ষ (পেশাগত) পরীক্ষা নভেম্বর-২০২৪ এর ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

উল্লেখ্য যে, ১ম বর্ষে মোট ১৬৬ জন শিক্ষার্থীর ভিতরে ১০৪ জন এবং ২য় বর্ষে ১৪৩ জন শিক্ষার্থীর ভিতরে ১১৮ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন; শতকরা হিসাবে যা যথাক্রমে ৬২% এবং ৮২.

৫২%। 

এছাড়াও আগামী ০২ আগস্ট অনুষ্ঠিতব্য বিএসসি ইন নার্সিং পরীক্ষা পরিচালনার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। ইতোপূর্বে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজসমূহে এমবিবিএস পরীক্ষা এবং অধিভুক্ত নার্সিং কলেজসমূহে বিএসসি ইন নার্সিং (বেসিক ও পোস্ট বেসিক) কোর্সের পরীক্ষাসমূহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক যথাযথভাবে সম্পাদিত হয় এবং বিএসসি ইন নার্সিং পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহার সভাপতিত্বে সভায় মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. গোলাম মাসুদ, নার্সিং অনুষদের ডিন এবং বেসিক সায়েন্স এন্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন (অ.দা.) সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হালিম সরদার, রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক, উপ পরীক্ষা নিয়ন্ত্রক ডা. নাছরিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ন র স অন ষ ঠ ত পর ক ষ প রক শ ব এসস

এছাড়াও পড়ুন:

১০% নগদ লভ্যাংশ দেবে বিডি ল্যাম্পস

২০২৪-২৫ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে বিডি ল্যাম্পস। ওই সময়ের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। একই সঙ্গে জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী প্রকাশ করেছে তারা।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বিডি ল্যাম্পসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ অর্থবছরে শেয়ারপ্রতি (ইপিএস) লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯৩ পয়সা।

একই সঙ্গে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করেছে বিডি ল্যাম্পস। ডিএসইর ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা—গত বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৫৯ পয়সা। এই সময় শেয়ারপ্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৫ টাকা ১৪ পয়সা, আগের বছর ছিল ঋণাত্মক ২০ টাকা ৮০ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, চলতি অর্থবছরের ক্ষতির পরিমাণ কিছুটা কমেছে। কারণ হিসেবে বলা হয়েছে, প্রথম প্রান্তিকে কোম্পানির রাজস্ব আয় বেড়েছে ১৫ দশমিক ৭ শতাংশ এবং মোট মুনাফা বেড়েছে ৪ দশমিক ০৮ শতাংশ; কিন্তু আর্থিক ব্যয় বৃদ্ধি এবং শুল্কহার ১০ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে উন্নীত হওয়ায় নিট ক্ষতি হয়েছে। সরবরাহকারীদের প্রদেয় অর্থের পরিমাণ কমে যাওয়ায় শেয়ারপ্রতি নগদ প্রবাহ ধনাত্মক হয়েছে।

এর আগে ২০২৪ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও সমপরিমাণ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০২৩ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে তারা।

সম্পর্কিত নিবন্ধ

  • ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড 
  • রাজনৈতিক সহিংসতায় ১৩ মাসে ১৬০ জন নিহত, বিএনপির কোন্দলেই ৮৫ জন
  • পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত 
  • ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
  • ২০২৬ সালের নির্বাচন কেবল একটি তারিখ নয়
  • রাকসু নির্বাচন : নবীনবরণ ঘিরে প্রার্থীদের প্রচারণা, এক প্রার্থী দিলেন শিউলি ফুল
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ
  • দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানা উৎপাদনে যেতে পারছে না
  • ১০% নগদ লভ্যাংশ দেবে বিডি ল্যাম্পস