খুলনা মেডিক্যালের এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ ও বিএসসি ইন নার্সিং পরীক্ষা নিয়ে সভা অনুষ্ঠিত
Published: 8th, July 2025 GMT
খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মোট ০৯টি মেডিকেল কলেজে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ১ম ও ২য় পেশাগত এমবিবিএস পরীক্ষা নভেম্বর-২০২৪ এর ফলাফল প্রকাশের এবং আগামী আগস্ট মাসে অধিভুক্ত মোট ০৯ টি নার্সিং কলেজের অনুষ্ঠিতব্য বিএসসি ইন নার্সিং পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধিভুক্ত মেডিকেল কলেজের এমবিবিএস ১ম ও ২য় বর্ষ (পেশাগত) পরীক্ষা নভেম্বর-২০২৪ এর ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে, ১ম বর্ষে মোট ১৬৬ জন শিক্ষার্থীর ভিতরে ১০৪ জন এবং ২য় বর্ষে ১৪৩ জন শিক্ষার্থীর ভিতরে ১১৮ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন; শতকরা হিসাবে যা যথাক্রমে ৬২% এবং ৮২.
এছাড়াও আগামী ০২ আগস্ট অনুষ্ঠিতব্য বিএসসি ইন নার্সিং পরীক্ষা পরিচালনার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। ইতোপূর্বে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজসমূহে এমবিবিএস পরীক্ষা এবং অধিভুক্ত নার্সিং কলেজসমূহে বিএসসি ইন নার্সিং (বেসিক ও পোস্ট বেসিক) কোর্সের পরীক্ষাসমূহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক যথাযথভাবে সম্পাদিত হয় এবং বিএসসি ইন নার্সিং পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহার সভাপতিত্বে সভায় মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. গোলাম মাসুদ, নার্সিং অনুষদের ডিন এবং বেসিক সায়েন্স এন্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন (অ.দা.) সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হালিম সরদার, রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক, উপ পরীক্ষা নিয়ন্ত্রক ডা. নাছরিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ন র স অন ষ ঠ ত পর ক ষ প রক শ ব এসস
এছাড়াও পড়ুন:
‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া আহ্বান
জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তীতে স্থানীয় সরকার বিভাগ দেশের সব জেলায় তরুণদের অংশ গ্রহণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা ১০ জুলাই ২০২৫ এর মধ্যে নিজ নিজ জেলার জেলা পরিষদ কার্যালয়ে (অনলাইনে/ইমেইলে) আবেদন করতে পারবেন।
প্রতিযোগিতায় দলীয়ভাবে পনেরো থেকে ত্রিশ বছর বয়সী যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
দেয়ালচিত্র, পথনাটক, মঞ্চনাটক, প্রামাণ্যচিত্র, প্রদর্শনী, জনসচেতনতামূলক কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্য বা পুষ্টি বিষয়ক কার্যক্রম, উদ্যোক্তা মেলা, স্থানীয় শিল্প প্রদর্শনী, স্কিল কম্পিটিশন, বর্জ্যশূন্য অভিযান, গ্রিণ স্কুল, ক্লিন স্কুল কার্যক্রম অথবা জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত অন্য যেকোনো ধারণা সম্ভাব্য আইডিয়া হিসেবে বিবেচনা করা যেতে পারে।
২০২৪-এর জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় বাস্তবতায় উপযোগী এবং বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী আইডিয়া আহ্বান করা হবে, যার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম সরাসরি গণ-অভ্যুত্থান স্মরণে সম্পৃক্ত হতে পারবে। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় পর্যায়ে জেলা পরিষদ দ্বারা বাস্তবায়নের মাধ্যমে এ ঐতিহাসিক ঘটনার তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
প্রতিযোগিতার বিস্তারিত তথ্য স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট www.lgd.gov.bd-এ পাওয়া যাবে।
ঢাকা/এএএম/এসবি