২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে শুরু হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম বৃহৎ সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম। ২০২৪ সালের গণআন্দোলনের সময় ভবনটির বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং প্রযুক্তিগত ক্ষয়ক্ষতির পর ১ বছর প্রায় অচল থাকা ভবনটিকে আবারো সচল ও কার্যকর করতে নেমেছে সংসদ সচিবালয় ও গণপূর্ত অধিদপ্তর।

প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছে ৩০০ কোটি টাকার বাজেট। কাজ শুরু হবে চলতি জুলাই মাসেই। সময়সীমা ডিসেম্বর ২০২৫। লক্ষ্য একটাই নির্বাচনের ঠিক আগে সংসদকে একটি কার্যকর ও প্রযুক্তিগতভাবে সক্ষম কাঠামোতে রূপ দেওয়া।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন হাজারো বিক্ষুব্ধ জনতা প্রবেশ করেছিল জাতীয় সংসদ ভবনে। তারা ভাঙচুর করে স্পিকার, প্রধানমন্ত্রী ও হুইপদের দপ্তর, সংসদীয় কমিটির অফিস, আইটি সেন্টার ও ভিআইপি কক্ষ। এসি, কম্পিউটার, ভোটিং সিস্টেম, টেলিফোন, এমনকি সরাসরি সম্প্রচারের প্রযুক্তি পর্যন্ত ধ্বংস হয়ে যায়।

আরো পড়ুন:

সাত মামলায় ১৮ দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্যের সাক্ষাৎ

সংসদ সচিবালয়ের কিছু দপ্তর সীমিত মেরামতের মাধ্যমে চালু রাখা গেলেও মূল অধিবেশন কক্ষসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অংশ এখনো সম্পূর্ণ অকার্যকর। বর্তমান অবস্থা দেখে অনেকেই বলছেন, ভবনটি যেন একটি প্রেতচ্ছায়ার মতো দাঁড়িয়ে আছে, অথচ এটি ছিল দেশের গণতন্ত্রের কেন্দ্রস্থল।

গণপূর্ত অধিদপ্তরের  নির্বাহী প্রকৌশলী মো.

কামরুল ইসলাম বলেন, “আমরা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই সংস্কার শুরু করব। ৩-৪ মাস সময় লাগবে। ডিসেম্বরে কাজ শেষ করার লক্ষ্য আছে, যেন নির্বাচনপূর্ব অধিবেশন বসানো যায়।”

তিনি জানান, সংস্কারের আওতায় রয়েছে—অভ্যন্তরীণ কাঠামোর মেরামত, আসবাবপত্র প্রতিস্থাপন, কার্পেট ও কাঠ নির্মাণ, সাউন্ড-প্রুফিং, ভোটিং ও সম্প্রচার প্রযুক্তির পুনঃস্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ।
সংসদ সচিব মো. মিজানুর রহমানের (এনডিসি) বক্তব্য পাওয়া যায়নি। তবে সংসদ সচিবালয়ের এক যুগ্ম সচিব বলেন, “জাতীয় সংসদ ভবন শুধু একটি প্রশাসনিক অবকাঠামো নয়। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরাধিকার, জবাবদিহি ও সাংবিধানিক স্বরূপের প্রতীক। গত ৫ আগস্টের ঘটনার পর ভবনের অবস্থা অত্যন্ত করুণ। এখন আমরা কেবল সংস্কার করছি না, এটি পুনরায় সম্মানজনক রাষ্ট্রীয় মর্যাদার জায়গায় ফিরিয়ে আনতে চাই।”

তিনি বলেন, “প্রযুক্তিগতভাবে পুরো ভবন অকেজো হয়ে পড়েছে। আইটি নেটওয়ার্ক, ই-ভোটিং সফটওয়্যার, সাউন্ড ও ভিডিও সম্প্রচার—সবই নতুন করে নির্মাণ করতে হবে। সংসদীয় কার্যক্রমের স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখতে এ আধুনিকায়ন অত্যন্ত জরুরি।”

গণপূর্ত অধিদপ্তরের কাঠ ও আসবাবপত্র বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম বলেন, “শপথ কক্ষ, অধিবেশন কক্ষ, সদস্য লাউঞ্জ সবই নতুন করে নির্মাণের আওতায় আসবে। এমনকি আসবাব, কার্পেট, শব্দ নিরোধক প্রযুক্তিও বদলাতে হবে। নিরাপত্তা ক্যামেরা, ফোন-ইন্টারকম সংযোগ, লাইভ সম্প্রচার প্রযুক্তি সবকিছুই নতুনভাবে বসানো হবে।”

বর্তমানে উচ্চকক্ষ (সিনেট বা দ্বিতীয় চেম্বার) যুক্ত করার আলোচনা রাজনৈতিকভাবে সক্রিয়। এ নিয়ে স্থপতিরা জানান, এখনই উচ্চকক্ষের জন্য আলাদা ভবন নির্মাণ হচ্ছে না। তবে ভবিষ্যতে এমন পরিকল্পনা এলে যেন বর্তমান কাঠামোয় অন্তর্ভুক্ত করা যায়, সে লক্ষ্যে কিছু স্থাপত্যিক নমনীয়তা রাখা হচ্ছে।

সংসদ সচিবালয়ের অর্থ ও পরিকল্পনা বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছরে কিছু জরুরি মেরামতের জন্য বরাদ্দ থাকলেও বড় পরিসরের সংস্কার কার্যক্রম সম্পূর্ণভাবে নির্ভর করছে আসন্ন ২০২৫–২৬ অর্থবছরের বাজেট বরাদ্দের ওপর। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন ৩০০ কোটি টাকার বেশি।

বাজেটের আওতায় থাকছে কাঠামোগত মেরামত,আসবাবপত্র প্রতিস্থাপন, বিদ্যুৎ ও আইটি সংযোগ, নিরাপত্তা ও ব্রডকাস্টিং সিস্টেম উন্নয়ন, সাউন্ড ও আলো ব্যবস্থার আধুনিকায়ন।

সংসদ সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “সংসদ ভবনে এখনো ঢুকলে চোখে পড়ে ছেঁড়া পর্দা, ভাঙা চেয়ার, ঝুলে থাকা তার। এসব দেখে মন ভারাক্রান্ত হয়। অথচ এটি রাষ্ট্রের মুখ, দেশের সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্র। এখানে কোনো সংকোচ, হীনমন্যতার সুযোগ নেই।”

তিনি বলেন, “এ সংস্কার শুধু ইট সুরকির ব্যাপার নয়, এটি গণতন্ত্রের এক ধরনের পুনর্জন্ম।”

ঢাকা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম র মত দ ভবন আসব ব

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ