বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যামাজন ২০২৫ সালের জন্য ডেটা সায়েন্টিস্ট ইন্টার্নশিপের ঘোষণা দিয়েছে। এই পেইড ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিতে পারবেন কম্পিউটার সায়েন্স, মেশিন লার্নিং, ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত মাস্টার্সের শিক্ষার্থীরা।

ইন্টার্নশিপের সময়সীমা তিন থেকে ছয় মাস। বছরের যেকোনো সময় শুরু করা যাবে। নির্বাচিত ইন্টার্নরা অ্যামাজনের ডেটা সায়েন্স টিমের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। তাঁরা অ্যালগরিদম তৈরি, উদ্ভাবনী সমাধান উন্নয়ন ও মেশিন লার্নিং প্রজেক্টে অবদান রাখতে পারবেন।

এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি ইউরোপের একাধিক দেশে অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন ও যুক্তরাজ্য। ইন্টার্নদের জন্য অ্যামাজন প্রতিযোগিতামূলক ভাতা বা স্টাইপেন্ড প্রদান করবে এবং অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ থাকবে।

আবেদনের যোগ্যতা

– সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি থাকতে হবে।

– ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে (পড়া, লেখা ও বলায়)।

– মেশিন লার্নিং, অপ্টিমাইজেশন, স্ট্যাটিসটিকস, প্রসেস কন্ট্রোল বা অনুরূপ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

– পাইথন, এসকিউএল ও আর–এর মতো প্রোগ্রামিং বা ডেটা স্ক্রিপ্টিং ভাষায় দক্ষ হতে হবে।

– বিগ ডেটা পরিচালনা ও অ্যালগরিদম বাস্তবায়নে অভিজ্ঞতা থাকতে হবে।

ইন্টার্নশিপের সময়সীমা তিন থেকে ছয় মাস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য ম জন

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএমএড পরীক্ষা-২০২৫, কোন পরীক্ষা কবে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের বিএমএড পরীক্ষা-২০২৫, ২৫১ টার্ম ( প্রথম ও দ্বিতীয় সেমিস্টার) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ভারপ্রাপ্ত  পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ২৪ অক্টোবর থেকে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

কোন পরীক্ষা কবে হবে—

প্রথম সেমিস্টার—

(সকালের পরীক্ষা: সকাল ৯টা থেকে দুপুর ১২টা)

# ২৪ অক্টোবর: মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা (BMED-1401)

# ২৫ অক্টোবর: শিখন-শেখানো দক্ষতা ও কৌশল (BMED-1402)

# ৩১ অক্টোবর: শিক্ষায় আইসিটি (BMED-1403)

# ১ নভেম্বর: আল কোরআন ও তাজবিদ শিক্ষণ (BMED-1441)

# ৭ নভেম্বর: আল হাদিস শিক্ষণ (BMED-1442)

# ৮ নভেম্বর: আরবি শিক্ষণ (BMED-1443)

# ১৪ নভেম্বর: আকাইদ ও ফিক্‌হ শিক্ষণ (BMED-1444)

# ১৫ থেকে ১৬  নভেম্বর: মৌখিক পরীক্ষা: (BMED-1171) ১ম সেমিস্টার ২০২৫ ব্যাচ এবং অনিয়মিত (সকাল ৯টা থেকে শুরু হবে)

# ২১ নভেম্বর: ব্যবহারিক পরীক্ষা: শিক্ষায় আইসিটি (BMED-1403) ১ম সেমিস্টার ২০২৫ ব্যাচ এবং অনিয়মিত (সকাল ৯টা থেকে শুরু হবে)

# ২২ থেকে ২৩ নভেম্বর: মৌখিক পরীক্ষা: (BMED-2171) ২য় সেমিস্টার ২০২৪ ব্যাচ (সকাল ৯টা থেকে শুরু হবে)।

আরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা০৫ অক্টোবর ২০২৫

দ্বিতীয় সেমিস্টার—

(বিকেলের পরীক্ষা: বেলা ২টা থেকে বিকেল ৫টা)

# ২৫ অক্টোবর: শিখন ও শিখন যাচাই (BMED-2401)

# ১ নভেম্বর: একীভূত শিক্ষা (BMED-2402)

# ৮ নভেম্বর: শিক্ষায় গবেষণা (BMED-2403)

# ১৫ নভেম্বর: প্রাথমিক শিক্ষা (BMED-2451)

# ২১ নভেম্বর: কম্প্রিহেনসিভ পরীক্ষা (BMED-2261)

আরও পড়ুনব্রিটিশ কাউন্সিলের ২০০ ডলারের কোর্স বিনা মূল্যে করার সুযোগ কারিগরি শিক্ষার্থীদের০৬ অক্টোবর ২০২৫

জেনে রাখুন

নির্ধারিত কাজ (Assignment) এবং গবেষণা রিপোর্ট সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার দিন নির্ধারিত স্থানে স্বাক্ষর করে জমা দিতে হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট : www.bou.ac.bd

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৬: বাংলাসহ তিন বিষয়ের প্রশ্ন কাঠামোয় এল পরিবর্তন০৫ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএমএড পরীক্ষা-২০২৫, কোন পরীক্ষা কবে