শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘সপ্তম জেইউএসসি ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৫।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (জেইউএসসি) আয়োজনে আগামী ১৭ ও ১৮ অক্টোবর এই বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

নোয়াখালী কলেজে ছাত্র সংসদ নির্বাচন চান ৮৮ শতাংশ শিক্ষার্থী

বাগেরহাটে টেলিস্কোপে মহাকাশ দেখল শিক্ষার্থীরা

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিজ্ঞান উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকবে ১০টি আকর্ষণীয় প্রতিযোগিতা এবং ৯১ হাজার টাকার প্রাইজমানি।

উৎসবের প্রথম দিন, ১৭ অক্টোবর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী চলবে গণিত অলিম্পিয়াড, সায়েন্স কুইজ এবং বায়োলজি অলিম্পিয়াডের মতো বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

দ্বিতীয় দিন, ১৮ অক্টোবর (শনিবার), বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাকি প্রতিযোগিতা এবং বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এবারের আয়োজনে শিক্ষার্থীরা মোট ১০টি সেগমেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেগুলো হলো- গণিত অলিম্পিয়াড (১১তম আসর), বায়োলজি অলিম্পিয়াড, সায়েন্স কুইজ, রুবিক্স কিউব, পোস্টার প্রেজেন্টেশন, বিজ্ঞানবিষয়ক উপস্থিত বক্তৃতা, সায়েন্টিফিক প্রজেক্ট শোকেসিং, ৪ মিনিট প্রেজেন্টেশন, লাইন ফলোয়ার রোবট এবং রোবো সকার।

আয়োজকরা জানান, প্রতিটি সেগমেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের জন্য থাকছে সর্বমোট ৯১ হাজার টাকার পুরস্কার। এছাড়াও বিজয়ীদের জন্য থাকছে ই-সার্টিফিকেট, টি-শার্টসহ নানা উপহার। বিশেষভাবে, গণিত অলিম্পিয়াডের তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের সভাপতি মো.

সৌরভ এবং সাধারণ সম্পাদক মুসা জানান, এই বিশাল আয়োজন সফল করতে ক্লাবের ১১৪ জন স্বেচ্ছাসেবী, ৪৮ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং ক্লাবের সকল সদস্য ও নির্বাহী সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অল ম প য় ড অন ষ ঠ ত দ র জন য

এছাড়াও পড়ুন:

দীপাবলিতে মুক্তি পাবে চার সিনেমা

আলোর উৎসব দীপাবলি। বাহারি আলোকছটায় রঙিন হয়ে ওঠে এ রাত। ভারতসহ বিশ্বের বেশ কটি দেশে পালিত হয় উৎসবটি। জমকালো আয়োজনে এ উৎসব উদযাপন করেন ভারতীয় তারকারা। ফলে বেশ আগে থেকেই শোবিজ অঙ্গনের তারকারাও নানা প্রস্তুতি নিয়ে থাকেন। এ উপলক্ষে প্রতি বছর মুক্তি পেয়ে থাকে ভারতীয় সিনেমা। দীপাবলিতে উপলক্ষে তেলেগু ভাষার চারটি সিনেমা মুক্তি পাবে। এই চার সিনেমা নিয়েই এই প্রতিবেদন—

তেলুসু কাডা
নীরজা কোনা নির্মিত তেলেগু ভাষার সিনেমা ‘তেলেসু কাডা’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন—সিদ্ধু, রাশি খান্না, শ্রীনিধি শেঠি, হর্ষ চেমুদু, রবি মারিয়া। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমার গল্পে একজন পুরুষ একসঙ্গে দুজন নারীর প্রেমে পড়েন। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে নীরজার অভিষেক হতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। 

আরো পড়ুন:

সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে বিজয়ের গাড়ি

করুর ট্র্যাজেডির পর বিজয়কে নিয়ে যা বললেন কাজল

কে-র‍্যাম্প
রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘কে-র‌্যাম্প’ সিনেমা নির্মাণ করেছেন জেইনস নানি। সিনেমাটির গল্পে একজন অ্যাথলেট তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। ফলে মানসিক ও ব্যক্তিগত সমস্যার সঙ্গে তাকে লড়াই করতে হয়। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন—কিরন আবাভারাম, যুক্তি থারেজা। প্রেম-অ্যাকশন এবং স্পোর্টস-ড্রামার সংমিশ্রণে নির্মিত সিনেমাটি আগামী ১৮ অক্টোবর মুক্তি পাবে।

মাস জাতারা
ভানু বোগাভারাপু নির্মিত তেলেগু ভাষার সিনেমা ‘মাস জাতারা’। সিনেমাটিতে রবি তেজা ও শ্রীলীলার মতো তারকা শিল্পীরা অভিনয় করেছেন। সিনেমাটির গল্পে, রবি তেজা রেলওয়ে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন; যে ভয়ঙ্কর অপরাধী চক্র ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়াই করেন। এতে রবি তেজার সঙ্গে হাঁটুর বয়সি শ্রীলীলাকে রোমান্স করতে দেখা যাবে। চার বছর পর একসঙ্গে অভিনয় করেছেন তারা। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

ভ্রুশাভা
মালায়ালাম ও তেলেগু ভাষার ‘ভ্রুশাভা’ সিনেমা নির্মাণ করেছেন নন্দা কিশোর। সিনেমাটিতে প্রথমবার রাজার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মোহন লাল। গল্পে পিতা-পুত্রের জন্মান্তরের শত্রুতা ও পুনর্জন্মে তাদের সম্পর্কের রূপান্তর দেখানো হয়েছে। এতে এক মহাকাব্যিক ও আবেগঘন কাহিনি তুলে ধরেছেন পরিচালক। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সমরজিৎ লঙ্কেশ, রাগিনী দ্বিবেদী, নায়ন সারিকা, অজয়, আলী, নেহা সাক্সেনা, সিদ্দিক প্রমুখ। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • দেশ সেরা ড্যাফোডিল–গাজীপুর কৃষি–জাহাঙ্গীরনগর–নর্থ সাউথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতে দুর্গাপূজার মণ্ডপে ট্রাম্পকে কেন অসুর হিসেবে উপস্থাপন করা হলো
  • নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত
  • ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৪ ঘণ্টার খণ্ডকালীন চাকরি, আবেদন শেষ ৯ অক্টোবর
  • দীপাবলিতে মুক্তি পাবে চার সিনেমা
  • রামুর ‘স্বর্গ জাহাজ’ ভাসানোর উৎসবে কী হয়, কত বছর ধরে হচ্ছে
  • শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া শতাংশের হারে দিতে অর্থ মন্ত্রণালয়কে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ