রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডলকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিতুমীর কলেজ  সাংবাদিক সমিতি এ সংবর্ধনার আয়োজন করে।

এ সময় অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, “আমি গত ৫ মাস ১৮ দিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১১ সালের মার্চ মাসে আমি সরকারি তিতুমীর কলেজে যোগদান করি। অনেক বড় একটা পরিবর্তনের পর আমার দায়িত্ব গ্রহণ হয়েছিল। তখন থেকেই আমার আত্মবিশ্বাস ছিল, আমার কলেজের শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করব।”

তিনি বলেন, “৩২ বছরের শিক্ষকতা জীবনে ছোট-বড় সব কাজই আমি গুরুত্ব সহকারে দেখেছি। আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং শেষ দিন পর্যন্ত আছি। সুযোগ পেলে বাকি জীবনটুকুও শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। আমার সমস্ত শ্রম, মেধা ও আত্মত্যাগ শিক্ষার্থীদের জন্য উৎসর্গিত।”

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, “দেশকে ও নিজের আওতাধীন কাজকে ভালোবাসতে হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সে কাজের সুফল নিশ্চয় আসবে। তোমরা অনেক বড় হও, সফল হও, আগামীর নেতৃত্বে আসো।”

অনুষ্ঠানে অধ্যক্ষকে বিদায়ী স্মারক তুলে দেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ । 
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও কলেজে কর্মরত সাংবাদিক সমিতির সদস্যরা।

গত বছর আগস্টে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক শিপ্রা রানী মন্ডল। ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ঢাকা/হাফছা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ত ম র কল জ

এছাড়াও পড়ুন:

বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড

কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।

ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’

সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।

সূত্র: ইনসাইড ইভিস

সম্পর্কিত নিবন্ধ