আইপিএল: সেরা চারের লড়াইয়ে কারা আছে, কারা নেই
Published: 3rd, May 2025 GMT
দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। গত ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এবারের আইপিএল, যার ফাইনাল হবে এ মাসের ২৫ তারিখ। তবে সেই ফাইনালে যাওয়ার আগে পেরোতে হবে কোয়ালিফায়ার ও এলিমিনিটের বাধা। যার জন্য সবার আগে দলগুলোকে শীর্ষ চার দলের মধ্যে থেকে প্লে-অফে খেলা নিশ্চিত করতে হবে।
এরই মধ্যে আইপিএলের দলগুলো ১০ বা ১১টি করে ম্যাচ খেলে ফেলেছে। ফলে খুব স্বাভাভিকভাবেই শুরু হয়ে গেছে শেষ চারের হিসাব-নিকাশও। কোন দলের সামনে এখন কী সমীকরণ, সেটাই দেখি চলুন।
গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর যে চারটা দলের পয়েন্ট সবচেয়ে বেশি হবে, তারা প্লে-অফে যাবে।
প্লে-অফে প্রথমে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল একটা ম্যাচ খেলবে, যার নাম ‘কোয়ালিফায়ার ১’। অন্যদিকে পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দল আরেকটা ম্যাচ খেলবে, যেটার নাম ‘এলিমিনেটর’।
কোয়ালিফায়ার ১-এ যে দল জিতবে, তারা সরাসরি ফাইনালে চলে যাবে। তবে কোয়ালিফায়ার ১-এর যে দল হারবে, তাদের আরও একটা সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। তারা এলিমিনেটরের জেতা দলের সঙ্গে আরেকটা ম্যাচ খেলবে, যেটার নাম ‘কোয়ালিফায়ার ২’। কোয়ালিফায়ার ২-এ যে দল জিতবে, তারা কোয়ালিফায়ার ১-এ জয়ী দলের সঙ্গে খেলবে ফাইনালে।
মুম্বাই ইন্ডিয়ানস: গুজরাট (৬ মে), পাঞ্জাব (১১ মে), দিল্লি (১৫ মে)
গুজরাট টাইটানস: মুম্বাই (৬ মে), দিল্লি (১১ মে), লক্ষ্ণৌ (১৪ মে), চেন্নাই (১৮ মে)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: চেন্নাই (৩ মে), লক্ষ্ণৌ (৯ মে), হায়দরবাদ (১৩ মে), কলকাতা (১৭ মে)
পাঞ্জাব কিংস: লক্ষ্ণৌ (৪ মে), দিল্লি (৮ মে), মুম্বাই (১১ মে), রাজস্থান (১৬ মে)
দিল্লি ক্যাপিটালস: হায়দরাবাদ (৫ মে), পাঞ্জাব (৮ মে), গুজরাট (১১ মে), মুম্বাই (১৫ মে)
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: পাঞ্জাব (৪ মে), বেঙ্গালুরু (৯ মে), গুজরাট (১৪ মে), হায়দরাবাদ (১৮ মে)
কলকাতা নাইট রাইডার্স: রাজস্থান (৪ মে), চেন্নাই (৭ মে), হায়দরাবাদ (১০ মে), বেঙ্গালুরু (১৭ মে)
রাজস্থান রয়্যালস: কলকাতা (৪ মে), চেন্নাই (১২ মে), পাঞ্জাব (১৬ মে)
সানরাইজার্স হায়দরাবাদ: দিল্লি (৫ মে), কলকাতা (১০ মে), বেঙ্গালুরু (১৩ মে), লক্ষ্ণৌ (১৮ মে)
চেন্নাই সুপার কিংস: বেঙ্গালুরু (৩ মে), কলকাতা (৭ মে), রাজস্থান (১২ মে)
মুম্বাই ইন্ডিয়ানস: পয়েন্ট তালিকার শীর্ষে। নেট রানরেট (+১.
গুজরাট টাইটানস: আপাতত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তাদের নেট রানরেটও (+০.৮৬৭) বেশ ভালো। প্লে-অফের টিকিট নিশ্চিত করার জন্য তাদের আর একটি মাত্র জয় দরকার। তবে দুটি জয় শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: আপাতত তৃতীয় স্থানে। নেট রানরেট (+০.৫২১) ভালো। প্লে-অফে যাওয়ার জন্য তাদের একটি জয় যথেষ্ট হতে পারে, তবে দুটি জয় শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেবে।
পাঞ্জাব কিংস: আপাতত চতুর্থ স্থানে। তাদের নেট রানরেট (+০.১৯৯) ইতিবাচক। প্লে–অফে নিজেদের স্থান পাকা করতে বাকি চারটি ম্যাচের মধ্যে অন্তত দুটি জিততে হবে।
দিল্লি ক্যাপিটালস: নেট রানরেট (+০.৩৬২) ভালো। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে তাদের বাকি চারটি ম্যাচের মধ্যে অন্তত দুটি জিততে হবে এবং অন্যান্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: নেট রানরেট (-০.৩২৫) কিছুটা দুর্বল। প্লে-অফে যাওয়ার জন্য তাদের বাকি চার ম্যাচের তিনটিতে বড় ব্যবধানে জিততে হবে এবং অন্যান্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
কলকাতা নাইট রাইডার্স: নেট রানরেট (+০.২৭১) ভালো হলেও পয়েন্ট কম। প্লে–অফের আশা বাঁচিয়ে রাখতে তাদের বাকি চারটি ম্যাচের অন্তত তিনটি জিততে হবে এবং অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
রাজস্থান রয়্যালস: ১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট। এরই মধ্যে প্ল-অফের দৌড় থেকে ছিটকে গেছে।
সানরাইজার্স হায়দরাবাদ: প্লে–অফে যাওয়ার আশা নেই বললেই চলে। বাকি সব ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও।
চেন্নাই সুপার কিংস: ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট, নেট রানরেট (-১.২১১) সবচেয়ে খারাপ। প্লে-অফের দৌড় থেকে সবার আগে ছিটকে গেছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য়দর ব দ ফ ইন ল দল র স র জন য লক ষ ণ ন য দল কলক ত
এছাড়াও পড়ুন:
‘পোপের’ বেশে নিজের ছবি প্রকাশ করলেন ট্রাম্প
ছবি: হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া।