প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। এরই মধ্যে অনলাইনে ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে ২৭ জুলাই পর্যন্ত। অলিম্পিয়াডে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীরা আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর রাশিয়ায় অনুষ্ঠেয় ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। বরাবরের মতো এবারও এ অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের পুরো আয়োজন বেশ কিছু ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ হলো অনলাইন নিবন্ধন, এরপর আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা অংশ নেবে জাতীয় পর্বের অলিম্পিয়াডে, যা ঢাকায় অনুষ্ঠিত হবে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা ৪০ শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প। এরপর ক্যাম্পের সেরা শিক্ষার্থীদের সমন্বয়ে ১০ থেকে ১৫ জনের একটি দল গঠন করা হবে। এই দলের প্রশিক্ষণ ও ক্যাম্প চলবে দেড় মাসব্যাপী। এরপর বিচারকদের রায়ে সেরা ৬ শিক্ষার্থীর সমন্বয়ে বাংলাদেশ দল গঠন করা হবে।

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড তিনটি শ্রেণিতে— প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি), জুনিয়র  (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) এবং সেকেন্ডারি (নবম থেকে একাদশ শ্রেণি) আয়োজন করা হবে। অলিম্পিয়াডের মূল বিষয় হিসেবে থাকবে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। অলিম্পিয়াডে নিবন্ধনসহ বিস্তারিত তথ্য জানা যাবে এই ঠিকানায়।

বরাবরের মতো এবারও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা এবং কিশোর আলো।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন স অল ম প য অল ম প য় ড

এছাড়াও পড়ুন:

গোপন বিয়ের ছবি প্রকাশ করলেন সামান্থা

ফের বিয়ে করেছেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার বর অন্য কেউ নেন, পরিচালক প্রেমিক রাজ নিদিমোরু। সোমবার (১ ডিসেম্বর) সকালে গোপনে বিয়ে করেন তারা। তবে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় তৈরি হয় ধোঁয়াশা। এবার সব সংশয় উড়িয়ে বিয়ের ছবি প্রকাশ করলেন এই তারকা অভিনেত্রী। 

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে সামান্থা তার ইনস্টাগ্রামে একগুচ্ছ বিয়ের ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায়, লাল টুকটুকে শাড়িতে সেজেছেন সামান্থা। পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি পরেছেন রাজ। পরিচালকের হাত ধরে হাস্যোজ্জ্বল মুখে মন্দির থেকে বের হচ্ছেন।  

আরো পড়ুন:

সেই প্রেমিককে বিয়ে করলেন সামান্থা?

খাবার জোগাতেও আমার পরিবারকে লড়াই করতে হয়েছে: সামান্থা

অন্য একটি ছবিতে সামান্থার হাতে আংটি পরাতে দেখা যায় রাজকে। আরেকটি ছবিতে দেখা যায়, রাজকে জড়িয়ে ধরে আছেন সামান্থা। তার দুটো হাত মেহেদির রঙে রাঙানো। তার বাঁ হাতে বাগদানের আংটি, ডান হাতের আলাদা দুই আঙুলে সোনার আংটি শোভা পাচ্ছে। এসব ছবির ক্যাপশনে সামান্থা লেখেন—“০১.১২.২০২৫।” এ ক্যাপশনের শুরু ও শেষে দুটো হার্ট ইমোজি।  

এরপর থেকে নেটিজেনদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই যুগল। অভিনেত্রী হংসিকা লেখেন, “অভিনন্দন।” অনেক তারকাই তাদের অভিবাদন জানিয়েছেন। মাত্র ১৩ মিনিটে এই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ৪ লাখের বেশি।  

হিন্দুস্তান টাইমসকে এর আগে একটি সূত্র বলেন, “সোমবার (১ ডিসেম্বর) সকালে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও রাজ। ইশা যোগা সেন্টারের ভেতরে লিং ভৈরবী মন্দিরে আজ ভোরবেলায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।” 

খানিকটা বিস্তারিত জানিয়ে সূত্রটি বলেন, “আমরা আরো জানতে পেরেছি যে, অনুষ্ঠানে মোট ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। বিয়েতে লাল রঙের শাড়ি পরেছিলেন সামান্থা।” 

রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে গুঞ্জন চাউর হয়, সামান্থা-রাজ জুটি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। রাজের সাবেক স্ত্রী শ্যামালী দে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় উক্তি পোস্ট করেন। তাতে তিনি লিখেন, “হতাশ মানুষ হতাশাজনক কাজই করে।” তার এই পোস্ট রাজ-সামান্থার বিয়ের গুঞ্জন আরো বাড়িয়ে দেয়।

নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে ভেঙে যায় এ সংসার। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য; পরে তারা সাতপাকে বাঁধা পড়েন। তবে দীর্ঘদিন একা ছিলেন সামান্থা। গত বছরের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে।

এর আগে টাইমস নাউ এক প্রতিবেদনে জানায়, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু। এ পরিচালক সামান্থাকে ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটিয়েছেন। সামান্থার অভিষেক ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান টু’-এর নির্মাতা রাজ। এরপর ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করেছেন তারা। মূলত, একসঙ্গে টানা কাজ করতে গিয়েই তাদের সম্পর্কের সূচনা। 

২০১৫ সালে শ্যামলী ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ। ফলে খবর ছড়ায়, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। তবে রাজ-শ্যামলীর ঘনিষ্ঠজন এনডিটিভিকে বলেন, “২০২২ সালে বিবাহবিচ্ছেদ হয়েছে রাজ-শ্যামলীর।” 

এর আগে ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছিল, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু চলতি বছরের শেষের দিকে তারা তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। তা কেবল বিয়ে করতে যাওয়ার ঘোষণা নয়, একেবারে বিয়ের খবর দিলেন সামান্থা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • চবি ক্যাম্পাসে ভুয়া শিক্ষার্থী আটক
  • শিক্ষার্থী পরিচয়ে প্রতারণা, বাসাভাড়া নিয়ে দেড় বছর ক্যাম্পাসেই থেকেছেন
  • চুয়াডাঙ্গায় তরুণের লাশ উদ্ধার, ঘোষণা দিয়ে প্রতিপক্ষ হত্যা করেছে– অভিযোগ পরিবারের
  • ৫ ক‌্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড ছুঁলেন তানজিদ
  • ভাই খুন করার পর মৃত প্রেমিককে বিয়ে করলেন তরুণী
  • বিপিএলের আগে মুমিনুলকে সিডনিতে খেলার সুযোগ দিলেন হাথুরুসিংহে
  • একজন মহুয়া রউফ
  • ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিওটি সন্দ্বীপের
  • গোপন বিয়ের ছবি প্রকাশ করলেন সামান্থা
  • আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে গর্ববোধ করার কথা জানালেন রেজা কিবরিয়া