২০১১ সালে পিএসজি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে নাসের আল–খেলাইফি ফুটবলের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই পিএসজিকে বিশ্বসেরা ক্লাবের কাতারে আনতে মরিয়া হয়ে মাঠে নামেন তিনি। শুরু থেকেই রীতিমতো টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামেন কাতারি এই ধনকুবের।

তাঁর উদ্যোগেই নেইমার, কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি একসঙ্গে পিএসজিতে খেলেছেন। কিন্তু এত কিছু করেও কাঙ্ক্ষিত সাফল্য মিলছিল না খেলাইফির পিএসজির। একপর্যায়ে মনে হচ্ছিল, পিএসজিকে হয়তো সাফল্যহীন হয়েই থাকতে হবে। কিন্তু সব জল্পনা ও শঙ্কা উড়িয়ে গত এক বছরে আমূল বদলে গেছে পিএসজি।

বিশেষ করে লুইস এনরিকের অধীনেই গত এক বছরের ব্যাপকভাবে সাফল্য পেয়েছে পিএসজি, যা এখনো চলমান। কদিন আগে চ্যাম্পিয়নস লিগ জেতা দলটি এখন পৌঁছে গেছে ক্লাব বিশ্বকাপের ফাইনালে। সম্প্রতি অপ্টা পাওয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ক্লাবও নির্বাচিত হয়েছে প্যারিসের ক্লাবটি।

আরও পড়ুনবিশ্বকাপজয়ী মেসিকে সংবর্ধনা না দেওয়ার কারণ জানালেন খেলাইফি২৫ সেপ্টেম্বর ২০২৩

পিএসজির এমন সাফল্যের পেছনে কোচ এবং খেলোয়াড়দের চেয়ে খেলাইফির কৃতিত্ব কোনো অংশে কম নয়। শুরু থেকেই দলকে শীর্ষ পর্যায়ে নিতে অঢেল অর্থ খরচ করেছেন তিনি। অবশ্য দলবদলে খরচ করা সেই অর্থের পরিমাণ পিএসজির মালিকের কাছে থাকা সম্পদের তুলনায় বেশ সামান্যই বলতে হয়।

চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এনরিকেকে এভাবেই জড়িয়ে ধরেন নাসের আল–খেলাইফি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসজ র স ফল য

এছাড়াও পড়ুন:

উইম্বলডনের নতুন রানি শিয়াটেক

উইম্বলডনে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন পোলিশ তারকা ইগা শিয়াটেক। শনিবার রাতে মেয়েদের একক ফাইনালে মার্কিন তারকা অ্যামান্ডা আনিসিমোভাকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি বনে গেলেন ২৪ বছর বয়সী এই টেনিস সেনসেশন। এদিন মাত্র ৫৭ মিনিটে অ্যামান্ডাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দেন শিয়াটেক।

ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি মার্কিন তারকা অ্যামান্ডা আনিসিমোভা। ফাইনালে ‘ডাবল বাগেল’ স্কোরলাইনে জয় পাওয়া শেষবার দেখা গিয়েছিল ১৯১১ সালে। ১১৪ বছর পর এমন বিরল কীর্তি গড়লেন পোলিশ তারকা শিয়াটেক।

এই জয়ে ক্যারিয়ারের ছয় নম্বর গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন শিয়াটেক। তবে এটি তার প্রথম উইম্বলডন জয় এবং রোলাঁ গারোর বাইরে দ্বিতীয় মেজর সাফল্য। এর আগে ২০২২ সালে ইউএস ওপেন জিতেছিলেন তিনি। ফ্রেঞ্চ ওপেনে চারবার চ্যাম্পিয়ন হলেও ঘাসের কোর্টে এতদিন সেরা হতে পারেননি এই পোলিশ খেলোয়াড়। তার লক্ষ্য আগামী মৌসুমে মেলবোর্নের ট্রফিও হাতে তোলা।

সম্পর্কিত নিবন্ধ