পিএসজির মালিক খেলাইফির সম্পদের পরিমাণ কত
Published: 12th, July 2025 GMT
২০১১ সালে পিএসজি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে নাসের আল–খেলাইফি ফুটবলের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই পিএসজিকে বিশ্বসেরা ক্লাবের কাতারে আনতে মরিয়া হয়ে মাঠে নামেন তিনি। শুরু থেকেই রীতিমতো টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামেন কাতারি এই ধনকুবের।
তাঁর উদ্যোগেই নেইমার, কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি একসঙ্গে পিএসজিতে খেলেছেন। কিন্তু এত কিছু করেও কাঙ্ক্ষিত সাফল্য মিলছিল না খেলাইফির পিএসজির। একপর্যায়ে মনে হচ্ছিল, পিএসজিকে হয়তো সাফল্যহীন হয়েই থাকতে হবে। কিন্তু সব জল্পনা ও শঙ্কা উড়িয়ে গত এক বছরে আমূল বদলে গেছে পিএসজি।
বিশেষ করে লুইস এনরিকের অধীনেই গত এক বছরের ব্যাপকভাবে সাফল্য পেয়েছে পিএসজি, যা এখনো চলমান। কদিন আগে চ্যাম্পিয়নস লিগ জেতা দলটি এখন পৌঁছে গেছে ক্লাব বিশ্বকাপের ফাইনালে। সম্প্রতি অপ্টা পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষ ক্লাবও নির্বাচিত হয়েছে প্যারিসের ক্লাবটি।
আরও পড়ুনবিশ্বকাপজয়ী মেসিকে সংবর্ধনা না দেওয়ার কারণ জানালেন খেলাইফি২৫ সেপ্টেম্বর ২০২৩পিএসজির এমন সাফল্যের পেছনে কোচ এবং খেলোয়াড়দের চেয়ে খেলাইফির কৃতিত্ব কোনো অংশে কম নয়। শুরু থেকেই দলকে শীর্ষ পর্যায়ে নিতে অঢেল অর্থ খরচ করেছেন তিনি। অবশ্য দলবদলে খরচ করা সেই অর্থের পরিমাণ পিএসজির মালিকের কাছে থাকা সম্পদের তুলনায় বেশ সামান্যই বলতে হয়।
চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এনরিকেকে এভাবেই জড়িয়ে ধরেন নাসের আল–খেলাইফি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১ লাখ টাকার স্বপ্ন দেখতেন, তিনিই বন্ধুর জন্য পাঠালেন ২৫ লাখ
এই সময়ে বলিউডের শক্তিমান অভিনেতাদের কথা উঠলে দীপক দোবরিয়ালের নাম আসে। চরিত্রে ঢুকে যাওয়ার তাঁর অসাধারণ দক্ষতা দর্শকদের বারবার চমকে দিয়েছে। ২০০৬ সালের ‘ওমকারা’য় রাজ্জু চরিত্রে অভিনয়ের পর তিনি প্রথম ব্যাপকভাবে পরিচিতি পান। পরে ‘তনু ওয়েডস মনু’ ছবিতে অভিনয় করে আরও জনপ্রিয় হন। ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শিল্পীর নির্ভরযোগ্য ও শক্তিশালী চরিত্রাভিনেতা হিসেবে।
কিন্তু সাফল্যের এই পথচলার আগের গল্পটা ছিল একেবারেই ভিন্ন। অল্পে বড় হওয়া দীপকের একসময়কার বড় স্বপ্নই ছিল ১ লাখ রুপি আয় করা। সেই স্বপ্ন পূরণ হওয়ার পর তিনি শুধু নিজের জীবনই বদলাননি, বদলে দিয়েছেন সবচেয়ে কাছের মানুষের জীবনও। সম্প্রতি অভিনেতা মানু ঋষি চাড্ডা এক পডকাস্টে সেই গল্পই শোনালেন। বললেন দীপকের উদারতা আর এক মৃত্যুপথযাত্রী বন্ধুকে বাঁচাতে তাঁর জীবনের অন্যতম বড় সিদ্ধান্তের কথা।
দীপক দোবরিয়াল। ইনস্টাগ্রাম থেকে