টিকটক চালাই না, তাই ভিউ বাণিজ্যও বুঝি না: প্রিয়ন্তী উর্বী
Published: 12th, July 2025 GMT
প্রিয়ন্তী উর্বী। অভিনেত্রী ও মডেল। ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘নীলচক্র’। এ ছাড়া ১০ জুলাই গানচিল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাঁর নাটক ‘নসীব’। তামিম রহমান অংশু পরিচালিত এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে এ অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন।
‘নসীব’ নাটকে কেমন সাড়া পাচ্ছেন?
ভালোই। সাধারণত সিনেমার ট্রেইলার প্রকাশ হয়, কিন্তু এ নাটকের ট্রেইলার প্রকাশ হয়েছে। ট্রেইলার প্রকাশের পর থেকে কাজটি সম্পর্কে দর্শকের আগ্রহ ছিল। যারা ইউটিউবে কাজ দেখেছেন, তাদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। এই নাটকে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতি প্রাকৃত শক্তির টানাপোড়েন। রয়েছে ব্ল্যাক ম্যাজিকও। যে কারণে দর্শক কাজটি দেখছেন। সামাজিক মাধ্যমেও অনেক লেখালেখি হয়েছে। ‘নসীব’ নাটকটি প্রকাশ হয়েছে দু’দিন হলো। দর্শকের সাড়া পুরোপুরি বুঝতে আরও কিছুদিন সময় লাগবে। আসলে দর্শক ভালো গল্প দেখতে চায়।
আপনিতো বেশ বাছবিচার করে কাজ করেন। কোন ভাবনা থেকে এ নাটকে কাজ করেছেন?
অভিনয় ক্যারিয়ারে রোমান্টিক গল্পেই বেশি কাজ হয়েছে। সবসময়ই চেয়েছি ভিন্নধর্মী একটি কাজ করতে। আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পূর্ণ। এতে অভিনয়ের অনেক জায়গা ছিল। এ কারণেই কাজটি করেছি। তানিম রহমান অংশু ভাইয়ের নির্মাণ মানেই তো আলাদা কিছু। আর সহশিল্পী হিসেবে তানজিন তিশা আপু ও ইয়াশ রোহান ভাইয়াতো অসাধারণ। এগুলো কাজটি করতে আমাকে আগ্রহী করে তুলেছে।
এটি তো সাইকো থ্রিলারধর্মী কাজ। এ ধরনের কাজ কতটা চ্যালেঞ্জিং মনে হয়?
আমি যে ধরনের চরিত্রে অভিনয় করেছি, সারাক্ষণ এই চরিত্রে থাকা কঠিন। একটি শুটিংয়ে গেলে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। আমি প্রিয়ন্তী উর্বি। কিন্তু আমি তো ওই চরিত্রটি নই। চরিত্রটা ধরে থেকে ওই রকম করেই রিঅ্যাক্ট করা কঠিনই ছিল। সাধারণত যে ধরনের চরিত্রে অভিনয় করি, সে তুলনায় এটিতে অনেক অ্যাফোর্ট দিতে হয়েছে। এ কারণে সাইকো থ্রিলারধর্মী কাজ অনেক কঠিন। আমি ও নির্মাতা বেশ কয়েক দফা কথা বলেছি। তিনি আমাকে যেভাবে দেখিয়ে দিয়েছেন, আমি চরিত্রটি সেভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে আমি ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম। চরিত্রে নানা বাঁক রয়েছে। চরিত্রটির জন্য নানা চ্যালেঞ্জ নিতে হয়েছে।
আপনি কী ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন?
সতি বলতে কী এটি বিশ্বাস করি না। আমার সঙ্গে কখনও হয়নি বলেই আমি বিশ্বাস আনি না।
গ্ল্যামারাস চরিত্রের বাইরে অভিনয়ের আগ্রহ কতটুকু?
গল্পকে সব সময় প্রাধান্য দিই। গল্প ভালো লাগলে গ্ল্যামারাস হোক কিংবা গ্রামের কোনো সাধারণ মেয়ের চরিত্রে হোক– কোনো চরিত্রেই অভিনয় করতে সমস্যা নেই। সুন্দর লাগলে তো ভালো। তবে সুন্দরের চেয়ে আমি অভিনয়কে বেশি প্রাধান্য দিই। নির্মাতারা আমাকে ইদানীং গ্ল্যামারাস চরিত্রের বাইরেই বেশি ভাবছেন।
অভিনয়ের ক্ষেত্রে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন?
আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কারণ, প্রতিনিয়ত নিজের সঙ্গেই লড়াই করি। কীভাবে আরও ভালো করা যায়, সে চেষ্টাই জারি রাখি।
ঈদে আপনার বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয়েছে। কেমন লাগছে?
বেশ ভালো। নিজেকে বড় পর্দায় দেখার আনন্দই আলাদা। হলে হলে ঘুরেছি। দর্শক সিনেমাটি অনেক পছন্দ করেছেন। অভিনয় ক্যারিয়ারে সিনেমায় কাজ করার অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় না করতে হয়েছে। ‘নীলচক্র’র মতো ভালো গল্পের সিনেমা দিয়ে অভিষেক হয়েছে। এটিই পরম পাওয়া। এখানে আমি অভিনয় করেছি ভিউ পাগল একটি মেয়ের চরিত্রে। চরিত্রটি সমসাময়িক। এ সিনেমায় কাজের অভিজ্ঞতাও অসাধারণ ছিল।
বাস্তবে ভিউ আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ?
আমি তো টিকটক চালাই না। ভিউ বাণিজ্য বুঝি না। বুঝলে এসবে অনেক অ্যাকটিভ থাকতাম। দেখুন, গল্প যদি সুন্দর হয় মানুষ কাজটি দেখুক বা না দেখুক, সেটা আর্কাইভে থেকে যাবে। ভালো কাজ আজকে না কালকে মানুষ দেখবেই।
চলচ্চিত্রে কী নিয়মিত হওয়ার ইচ্ছা রয়েছে?
যদি ভালো গল্প ও চরিত্রের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই, তাহলে অবশ্যই করব। সংখ্যায় কম হলেও ভালো সিনেমায় অভিনয় করতে চাই।
অভিনয় নিয়ে স্বপ্ন কী?
তারকা নয়, অভিনেত্রী হতে চাই। আরও অনেক বড় জায়গায় যাওয়ার ইচ্ছা রয়েছে। এজন্য অনেক পরিশ্রম করতে হবে। খুব জনপ্রিয় হতে হবে, এটি আমি মনে করি না। রাস্তায় দাঁড়ালে আমাকে দেখে ১০ জন ভিড় করবে, এমন ভাবনাও নেই। সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।
এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসা যাক, আগামীকাল আপনার জন্মদিন। এ বিশেষ দিনটি কীভাবে উদযাপনের পরিকল্পনা রয়েছে?
সাধারণত জন্মদিন ঘটা করে উদযাপন করি না। কাছের মানুষ শুভেচ্ছা জানায়, বন্ধুরা কেক কাটে– এভাবে দিনটি কেটে যায়। জন্মদিন মানে একটি বছর জীবন থেকে হারিয়ে যাওয়া। এটা ভেবে মাঝে মাঝে মনে বিষাদ ভর করে। এবারের জন্মদিনে বাবাকে খুব মিস করব। গত বছর তিনি বেঁচে ছিলেন। এ বছর তাঁকে ঘিরে শুধুই শূন্যতা।
উৎস: Samakal
কীওয়ার্ড: র চর ত র প রক শ ক জ কর
এছাড়াও পড়ুন:
হাসিনার গুম-খুন ভুলিয়ে দেওয়ার মতো নৃশংস আচরণ করবেন না: মঞ্জু
শেখ হাসিনার আমলে সংঘটিত গুম-খুন ভুলিয়ে দেওয়ার মতো নৃশংস আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (১২ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যেগে "ছাত্র-শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি-বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক পক্ষগুলোর প্রতি আবেদন জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, “আওয়ামী-হাসিনার আমলের নৃশংস গুম-খুনের কথা মানুষ তখনই ভুলতে পারে যখন একই রকম খুন-খারাবি এবং পাশবিক আচরণ আগেকার ‘মজলুমদের’ দ্বারা সংগঠিত হতে থাকবে। প্লিজ আর যাই করেন হাসিনার আমলের গুম-খুনের কথা ভুলিয়ে দেওয়ার মতো নৃশংস আচরণ করবেন না।”
বাবর চৌধুরীর সঞ্চালনায় ও শেখ আব্দুন নুরের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর ড. আলী রীয়াজসহ জাতীয় নেতারা বক্তব্য রাখেন।
মঞ্জু বলেন, “কয়দিন আগেও আমরা সব রাজনৈতিক দল এক দাবিতে ঐক্যবদ্ধ ছিলাম, কে ছোট কে বড় তা নিয়ে প্রশ্ন তুলি নাই। সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। তাহলে আজ কেন এত বিভেদ? আজ কেন আমরা একে অপরের দিকে আঙুল তুলছি? শত্রুর হাতে আমাদের রক্ত ঝরলে কিংবা নিগৃহীত হয়ে জেলে গেলেই আমরা শুধু ঐক্যবদ্ধ হই।”
তিনি বলেন, “আমরা বারবার ঐক্যবদ্ধ হয়েছি পরক্ষণেই আবার ক্ষুদ্র স্বার্থে বিরোধে লিপ্ত হয়েছি।”
বেপরোয়া চাঁদাবাজি ও দখলবাজির উল্লেখ করে তিনি বলেন, “কোনো সংস্কার দিয়ে আমাদের এই রোগ সারবে বলে মনে হয় না। ক্ষমতা পেলেই অন্যের অধিকার হরণের প্রবণতা পেয়ে বসলে কোন দলের পক্ষেই দেশ পরিবর্তন সম্ভব না।”
তিনি বলেন, “হাসিনার শাসনামলের পুনরাবৃত্তিই যদি আমরা করি তাহলে আমাদের সবাইকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে। জুলাইয়ের শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ কেউ আমাদের ক্ষমা করবে না।”
“আমরা জানতাম হাসিনাকে সরাতে একটি গণঅভ্যুত্থান লাগবে কিন্তু এই গণঅভ্যুত্থান কীভাবে হবে? এর নেতা কে হবে? এটি আমরা জানতাম না,” বলেন তিনি।
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, “আমরা কোনভাবে আমাদের শত্রুকে সুযোগ দিতে চাই না। আমাদের একে অপরের প্রতি আঙুল তোলা এবং কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতেই হবে।”
ঢাকা/নঈমুদ্দীন/এসবি