ঢাকার ধামরাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য হেনস্তার শিকার হয়েছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির পরিবারের সদস্যদের দাবি, তারা পুলিশের হামলার শিকার হয়েছেন। এমনকি মারধরের অভিযোগও করেন তারা। 

এ ঘটনায় ধামরাই থানায় একটি সাধারণ ডায়রি করেছে পরিবারের এক সদস্য। ঘটনার জেরে প্রাথমিকভাবে পুলিশের দুই কর্মকর্তাকে জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (৪ মে) ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে পজেলার বালিয়া ইউনিয়নের পাবরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

হেনস্তার শিকার দুই পুলিশ সদস্যরা হলেন- এএসআই সেলিম ও শহীদুর রহমান। তারা ধামরাই থানায় কর্মরত ছিলেন। তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী পুলিশ সদস্যরা জানান, রাত সাড়ে ১০টার দিকে মো. সুমন নামে সিআর মামলায় (২৩৭/২৪) ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে পাবরাইল এলাকায় একটি বাড়িতে যায় পুলিশের দুইজন এএসআই ও দুইজন কনস্টেবল। সেখানে আসামির বাড়িতে থাকা এক ব্যক্তি পোশাক পরিহিত পুলিশ সদস্যদের দেখে সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় এএসআই সেলিম তাকে ধরার চেষ্টা করেন। তবে ওই ব্যক্তি সেলিমকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। 

একপর্যায়ে তার সঙ্গে থাকা এক কনস্টেবল তাকে আটক করে হাতকড়া পরান। সেখানে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। আটকের পরিবারের সদস্যরাও পুলিশকে কিল-ঘুষি দেন। এসময় আটককৃত ব্যক্তি নিজেকে বিমানবাহিনীর কর্পোরাল পরিচয় দেন। এরপর তাৎক্ষণিক তার হাতকড়া খুলে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে সেখান থেকে চলে যান। এরমধ্যে হাতকড়া পরানোর কারণে তারা তার কাছে দুঃখপ্রকাশ করে। ধস্তাধস্তিতে চার পুলিশ সদস্যই শরীরে আঘাত পান।

এদিকে এ ঘটনার জেরে জসীম উদ্দিন নামে ওই বিমান বাহিনির সদস্য ধামরাই থানায় একটি সাধারণ ডায়রি করেন।

সাধারণ ডায়রিতে তার দাবি, পুলিশ সদস্যরা তার বাড়ি এসে তাকে উঠানে ডেকে নিয়ে হাতে হাতকড়া পরায় ও রাস্তার দিকে টানতে থাকে। এসময় পুলিশ সদস্যদের দেখে তিনি নিজের পরিচয় দেন ও তার স্ত্রী বিমানবাহিনীর পরিচয়পত্র দেখান। তবে পুলিশ সদস্যরা সেই পরিচয়পত্র ছুড়ে ফেলে। এএসআই সেলিম তার স্ত্রীকে চুলের মুঠি ধরে টেনে পেছনে কয়েকটি লাথি মারে। এরপর তাকে টেনে এনে ঘাড় ধাক্কা দিয়ে শুকনা ভুট্টা গাছের স্তুপের ওপর ফেলে দেয়। তার লুঙ্গি খুলে উলঙ্গ করে লাঠি দিয়ে শরীরে আঘাত করে। এতে তার মুখে রক্তাক্ত জখম হয়। 

ঘটনার শুরু থেকে একাধিকবার তিনি পরোয়ানা আছে কিনা জানতে চাইলেও পুলিশ কোনো পরোয়ানা দেখায়নি। তার পিতা আক্কাছ আলী এগিয়ে এলে তাকেও পুলিশ মারধর করে বলে অভিযোগে লেখা হয়েছে। পরবর্তীতে এএসআই সেলিম তার ফোনে কথা বলার পর তার হাতকড়া খুলে দেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপস্থিতি পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি এএসআই সেলমিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তখন পুলিশের অন্য সদস্যরা আটক করে হ্যান্ডকাফ পরালে তিনি নিবৃত হন। 

জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম জসিম ও বিমান বাহিনিতে কর্মরত বলে জানান। ওয়ারেন্টভুক্ত আসামি তারই আপন ভাই। পরিচয় পেয়ে তার হ্যান্ডকাফ খুলে দেওয়া হয়। সেখানে অন্য কাউকে কোনো মারধরের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, “প্রাথমিকভাবে এ ঘটনার পরপরই জেলা পুলিশ সুপারের নির্দেশে দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তদন্ত করা হবে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আরিফুল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এএসআই স ল ম প ল শ সদস য কর মকর ত ঘটন র এ ঘটন হ তকড়

এছাড়াও পড়ুন:

রাস্তায় মানষিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, যেভাবে বাঁচল নবজাতক

চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে শুক্রবার (৯ আগস্ট) এক মানষিক ভারসাম্যহীন নারী একটি সন্তান প্রসব করেন। ব্যস্ত সড়কের পাশে এই সন্তান প্রসবের ঘটনা তাৎক্ষণিক নজরে আসে দায়িত্বরত চট্টগ্রাম নগর ট্রাফিক বিভাগের এক ট্রাফিক পুলিশ সার্জেন্টের।

ট্রাফিক পুলিশের সদস্যরা নবজাতকসহ মানষিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবার হাসপাতালে এই নবজাতক শিশু মাকে বাঁচিয়ে তুলতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চিকিৎসক টিম। এ ঘটনার পুরোটা তুলে ধরেছেন ওই সময়ে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. সামিরা আমির চৌধুরী।

অজ্ঞাতনামা শিরোনামে ডা. সামিরা লিখেছেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের গাইনি ইউনিট-২ এর এডমিশন, শুক্রবার (৮ আগস্ট) ছুটির দিন হওয়ায় রোগীর ভিড় কিছুটা কম। হঠাৎ একটার দিকে হালকা শোরগোল, কি হল! কি হল! সারসংক্ষেপে বুঝলাম, একজন অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন মহিলা রাস্তায় প্রসব করেছেন, ফুল বের না হওয়ায় যারা সাথে থেকে ডেলিভারি করিয়েছিলেন সেই মহিলারা আর সাথে থাকা পুলিশ উনাকে হাসপাতালে নিয়ে এসেছেন।”

আরো পড়ুন:

সাংবাদিক তুহিন হত্যা: ৭ আসামি দুই দিনের রিমান্ডে

মৌলভীবাজারে ছাত্রদল নেতাকে গলাকেটে হত্যা

তিনি বলেন, “রোগীর দিকে তাকিয়ে মন খারাপ হয়ে গেল,৩৮-৪০ বছর বয়স হবে, ছোট করে বয়কাট করা চুল, সারা শরীর প্রস্রাব-পায়খানায় মাখামাখি,পায়ের কাছে বাচ্চাটা পড়ে আছে, তখনো নাড়ী কাটা হয়নি, কি সুন্দর ফুটফুটে দেবশিশুটা, হাত পা ছুঁড়ে কান্না করছে। সাথে সাথে আমাদের এফসিপিএস ট্রেইনি ডা. সুলতানা লেবার রুমে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রোগীর চিকিৎসা শুরু করেন, স্যালাইন-ইঞ্জেকশন-এন্টিবায়োটিকসহ সব ওষুধ দিয়ে রোগীর ফুল যেটা আটকে ছিল সেটা বের করেন।”

তিনি আরো বলেন, “অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য উনাকে লেবারের পাশে পিপিএইচ রুমে অবজারবেশনে রাখা হয়। এবার পরবর্তী সমস্যা, রোগীর তো কোন অভিভাবক নেই। তাহলে এত ওষুধ, রক্ত, এতকিছু কিভাবে জোগাড় হবে? বাচ্চাটাকেও তো নবজাতক বিভাগে পাঠানো দরকার। এগিয়ে এলেন এম এস রেসিডেন্ট ডা. মুনিরা। রোগীর ওষুধপত্র সব নিজের টাকায় কিনলেন। আরেক রেসিডেন্ট ডা. মৌসুমী বাচ্চাকে নিজের রেফারেন্সে নবজাতক বিভাগে ভর্তি করালেন, ওরা সব ওষুধ কিনে চিকিৎসা শুরু করালেন।”

ডা. সামিরা বলেন, “সমস্যা তো তারপরও শেষ হয় না। রোগী একেবারেই বোধহীন, প্রস্রাব-পায়খানা বুঝতে পারেন না, বারবার কাপড়চোপড় নষ্ট করতে লাগলেন। ডা. তৃষিতা পরম মমতায় ওটি থেকে ম্যাক্সি পেটিকোট জোগাড় করে পাল্টে দিলেন পোশাক, ক্যাথেটার করে দিলেন যাতে বারর প্রস্রাবের কারণে রোগী ভিজে না যান। সিএ ডা. সামিহা, আরএমও ডা.কানিজ, ডা. নুজহাত রোগীর খাবারসহ যাবতীয় দরকারি জিনিস ব্যবস্থা করে দিলেন।”

ডা. সামিরা আরো বলেন, “সব তো হলো, মা যে মানসিক ভারসাম্যহীন, উনি তো বাবুকে খাওয়াতে পারছেন না, বাবুর কি হবে? এগিয়ে এলেন ইন্টার্ন ডা. খাদিজা, পরম মমতায় বুকের দুধ দিয়ে শিশুটির জীবন রক্ষা করলেন। ৩৩ নং ওয়ার্ডে যেসব ডাক্তার, নার্স এবং আয়ারা কর্তব্যরত ছিলেন, নিজের বোনের মত এই রোগীকে সেবা দিয়েছেন। নবজাতক বিভাগের ডা. এবং নার্সরা বাবুর যত্ন করছেন।”

“বিভাগীয় প্রধান ফাহমিদা ইসলাম, ইউনিট প্রধান সোয়েলা শম্পা, নবজাতক বিভাগের প্রধান ডা. মোহাম্মদ শাহীন, চমেকহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সকল ধরনের এডমিনিস্ট্রেটিভ সহায়তা প্রদান করেছেন। সেই নাম না জানা বোনেরা যারা রাস্তায় ডেলিভারি করেছেন এবং পুলিশ সদস্য মাজহারুল, যিনি রোগীকে হাসপাতালে আনা, সকল ফরমালিটিস পালন, ওষুধ ও রক্ত জোগাড় করেছেন। জেলা প্রশাসক রোগীকে দেখতে আসেন এবং সহযোগিতা প্রদান করেন। সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেক দাতব্য সংস্থা।” 

“আমরা যারা নিত্যদিনের শত রকম ঝঞ্ঝাট সহ্য করেও দেশের মায়া ছাড়তে না পেরে মাটি কামড়ে পড়ে থাকি, তাদের জন্য এই ধরনের ঘটনা যেন ছাই থেকে উঠে আসা ফিনিক্স পাখি। এখানে মানসিক ভারসাম্যহীন রোগীকে গর্ভবতী করার মত কুলাংগার যেমন আছে, রাস্তায় ডেলিভারি করিয়ে হাসপাতালে আনার মত মানবিক মানুষও এখনো আছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা এই রোগী আর তার বাচ্চাকে বাঁচাতে পেরেছে,” যোগ করেন ডা. সামিরা।

ঢাকা/রেজাউল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিলের ওপর রায় প্রদান শুরু
  • সাংবাদিক তুহিনের মোবাইল ফোন খুঁজে পাচ্ছে না পুলিশ 
  • চট্টগ্রাম বন্দরে কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত
  • সাংবাদিক তুহিন হত্যা: আরো একজন গ্রেপ্তার
  • রাস্তায় মানষিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, যেভাবে বাঁচল নবজাতক
  •  রূপগঞ্জে সড়কে ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার ২
  • শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজনীতি নিষিদ্ধের কথা বললেন ঢাবি ভিসি
  • ফতুল্লায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল 
  • সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে: আদিলুর রহমান
  • খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা