টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর ওপরই আস্থা রেখেছে বিসিবি। মেয়াদ উল্লেখ করা না হলেও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে রাখা হতে পারে তাঁকে। বাকি রয়েছে টি২০ দলের অধিনায়ক নির্বাচন; সেটাও মোটামুটি ঠিক হয়ে আছে। আরব আমিরের বিপক্ষে টি২০ সিরিজ খেলার জন্য ফিট হলে লিটন কুমার দাসকে অধিনায়ক করা হতে পারে। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে পারেন তিনি। বোর্ডের মেডিকেল বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন লিটন।
গত বছর জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তিন সংস্করণের অধিনায়ক ছিলেন শান্ত। টি২০ ক্রিকেটে ভালো করতে না পারায় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। টি২০ দলের নেতৃত্ব অন্য কাউকে দিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে অনুরোধ জানান তিনি। সে অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেন লিটন। তাঁর নেতৃত্ব প্রশংসিত হলেও রান করতে না পারা অনিশ্চয়তা বাড়িয়েছে। টি২০ আর ওয়ানডে সংস্করণে ছন্দে না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়নি তাঁকে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর বিপিএলে ভালো খেলেও জাতীয় দলে ফিরতে পারেননি তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজ থেকে ছুটি পেয়েছিলেন তিনি। কিন্তু করাচির নেট সেশনে বলের আঘাতে আঙুলের চিড় নিয়ে দেশে ফেরেন তিন সপ্তাহ আগে।
লিটনের ইনজুরি আপডেট নিয়ে গতকাল বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন বলেন, 'আজ যে এক্স-রে করা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তিন সপ্তাহ হয়ে যাওয়ায় এখন সে ব্যাটিং করতে পারবে। কাল (আজ) থেকে পুনর্বাসন শুরু করবে। আশা করি, আরব আমিরাত সিরিজ থেকেই খেলতে পারবে।'
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম গতকাল লিটনের আপডেট নিয়েছেন বলে জানা গেছে। এক সূত্র জানায়, গতকাল রাতেই অধিনায়ক ইস্যুতে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ফোনে কথা বলার কথা নাজমুল আবেদীনের। ইতিবাচক কথা হয়ে থাকলে আজ অধিনায়ক চূড়ান্ত করা হয়ে যেতে পারে। অধিনায়ক নির্বাচনে জাতীয় দল নির্বাচক প্যানেল থেকেও চাপ আছে। কারণ দল চূড়ান্ত করার আগে অধিনায়কের মতামত নিতে চান তারা। যাতে করে দোষারোপের সংস্কৃতি পড়তে না হয় গাজী আশরাফ হোসেন লিপুদের। কোনো কারণে লিটন দলে না থাকলে মেহেদী হাসান মিরাজ বা তাওহীদ হৃদয়কে অধিনায়ক করা হবে। অধিনায়ক যিনিই হন না কেন, আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ১৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
পেসার তাসকিন আহমেদ খেলতে পারলে পেস বিভাগে বাকি তিনজন হবেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে শেখ মেহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে নেওয়া হতে পারে। তাওহীদ হৃদয় দলে ফেরায় বাদ পড়বেন আফিফ হোসেন। তবে সমস্যা দেখা দেবে শান্তকে নিয়ে। তাঁকে নেওয়া হলে ১৬ জনের স্কোয়াডও হতে পারে।
সম্ভাব্য টি২০ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কমেডিয়ান মদন মারা গেছেন
তামিল সিনেমার বরেণ্য কমেডিয়ান মদন বব মারা গেছেন। শনিবার (৩ আগস্ট) বিকালে চেন্নাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই তারকা। তার বয়স হয়েছিল ৭১ বছর।
এনডিটিভ এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মদন বব। গতকাল চেন্নাইয়ের আদিয়ার বাসায় মারা যান এই অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
১৯৫৩ সালের ১৯ অক্টোবর মাদ্রাজে জন্মগ্রহণ করেন মদন বব। তার আসল নাম এস. কৃষ্ণামুর্তি। ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন তিনি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কাজ করেছেন। সংগীত জগতে কাজের সুযোগের জন্য এ চাকরি ছেড়ে দেন। পরবর্তীতে সংগীত অনুষ্ঠান, বিজ্ঞাপনের গান, নাটক, রেডিও বিজ্ঞাপন এবং সিরিয়ালে কাজ করেন। ১৯৭৫ সালে চেন্নাইয়ে ‘দূরদর্শন’ কার্যক্রম শুরু করে, তখন চ্যানেলে গিটার বাজানো প্রথম ব্যক্তি হয়ে ওঠেন মদন।
আরো পড়ুন:
‘দ্য কেরালা স্টোরি কেরালাবাসীর জন্য চূড়ান্ত অবমাননাকর’
জুনিয়র এনটিআর কত কোটি টাকার মালিক?
১৯৮৪ সালে তামিল ভাষার ‘নীনগাল কেট্টাভি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। তারপর প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি। পার্শ্ব এবং হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করতেন মদন। তামিল ছাড়াও মালায়ালাম, তেলেগু ও হিন্দি ভাষার সিনেমায়ও দেখা গেছে তাকে। কমল হাসান, রজনীকান্ত, অজিত, সুরিয়া, বিজয়ের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন এই অভিনেতা।
মদন অভিনীত সিনেমার উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো— ‘তেনালি’ সিনেমায় ‘ডায়মন্ড বাবু’, ‘ফ্রেন্ডস’ সিনেমায় ম্যানেজার সুন্দরেষন প্রভৃতি। তার অনন্য অভিনয়শৈলী, তার ফুলে ওঠা চোখ, প্রাণবন্ত মুখের অভিব্যক্তি এবং দ্রুত প্রতিক্রিয়া দর্শকদের বিমোহিত করেছে।
ঢাকা/শান্ত