দেশের ব্যাংকগুলোকে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে বিদেশে পড়াশোনা, চিকিৎসা, ভিসা ফিসহ নির্দিষ্ট কিছু খাতে টাকা পাঠানো এখন আরো সহজ হবে।

রবিবার (৪ মে) বাংলা‌দেশ ব‌্যাংক এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে।

এর আগে শুধুমাত্র নিজস্ব নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে ব্যাংকগুলো এ ধরনের রেমিট্যান্স পাঠাতে পারত। নতুন নির্দেশনায় এই সুযোগকে আরো সম্প্রসারিত করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো আন্তর্জাতিক কার্ড নেটওয়ার্ক-যেমন ভিসা, মাস্টারকার্ড বা ইউনিয়নপের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের নির্ধারিত খাতে রেমিট্যান্স পাঠানোর সুযোগ দেবে।

আরো পড়ুন:

এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলমের পদত্যাগ

অর্থ আত্মসাৎ: খুলনায় নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে শিক্ষার খরচ, ভিসা ফি, প্রশিক্ষণের নিবন্ধন ফি, চিকিৎসা খরচসহ কিছু নির্দিষ্ট খাতে বৈধভাবে রেমিট্যান্স পাঠানো যাবে।

ব্যবসায়ী ও প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা এই উদ্যোগকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করে জানান, এতে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ ও কম খরচে সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি এটি একটি বিকল্প চ্যানেল হিসেবে কাজ করবে। এর ফ‌লে বৈদেশিক লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতার স‌ঙ্গে সহজ ও দ্রুত হবে, যা ব্যাংকিং খাতকে আরও গতিশীল এবং আধুনিক করে তুলবে।
 

ঢাকা/এনএফ/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নানা আয়োজনে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‎জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

ম্যারাথনটি পুরো ক্যাম্পাস পাঁচবার ঘুরে প্রত্যয়-৭১ এর সামনে গিয়ে শেষ হয়। ‎এছাড়া তৃতীয় একাডেমিক ভবনে দুপুর ২টায় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল ৩টায় বিতর্ক প্রতিযোগিতা, ৪টায় আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী ও বিকেল ৫টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগামী ৫ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র‍্যালি, দুপুর দেড়টায় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বিকেলে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে হলগুলোতে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা/কাওছার/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ