যে দেশের এক শহরে নিষিদ্ধ ক্রিকেট, সেই দেশই এখন টি–টোয়েন্টি বিশ্বকাপে
Published: 12th, July 2025 GMT
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি—এই খবর শুনে কারও কারও মনে সবার আগে অন্য এক প্রশ্নের উদ্রেক হতে পারে; ইতালিও তাহলে ক্রিকেট খেলে!
আসলে ইতালি ফুটবল-পাগল দেশ, প্রজন্মের পর প্রজন্ম ধরে তা সবারই জানা। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তাঁদের শীর্ষ ফুটবল লিগ সিরি আ বিশ্বের অন্যতম সেরা। ইতালিয়ান ফুটবলের ঐতিহ্য, সাফল্য এবং তাদের কিংবদন্তিদের তালিকার সঙ্গে খুব কম দেশেরই তুলনা চলে। আইসিসির সহযোগী দেশগুলোর হালহকিকত সেভাবে জানা না থাকলে তাই ইতালির ক্রিকেট খেলার কথা শুনে বিস্মিত হওয়াটা খুব দোষের নয়। কেউ কেউ রসিকতা করে এখন বলতে পারেন, ইংল্যান্ডের পর দ্বিতীয় দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপ ও ক্রিকেটের বিশ্বকাপ জয়ের সুযোগ এখন ইতালির সামনে!
আরও পড়ুন২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হলো কোন কোন দেশের৫ ঘণ্টা আগেএখনই এমন আশা অবশ্যই বাড়াবাড়ি। আইসিসি টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দেশগুলোর মধ্যে চার ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছে ইতালি। মোট ৯৬টি সহযোগী দেশের মধ্যে এই অবস্থান অবশ্যই আশাব্যঞ্জক। সেটা যেমন ভালো খবর, তেমনি টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম খেলার সুযোগ পাওয়া নিশ্চিতভাবেই ইতালিতে ক্রিকেটের জোয়ার তৈরি করবে কচিকাঁচাদের মধ্যে। তবে এই ইতালিতেই কিন্তু গত বছর একটি শহরে ক্রিকেট খেলা নিষিদ্ধ করা হয়েছিল।
আদ্রিয়াটিক সাগরের উপকূলঘেঁষা মনফালকোনে শহরে ক্রিকেট নিষিদ্ধ করেছিলেন সেখানকার মেয়র। তখন বিবিসির প্রতিবেদনে জানা গিয়েছিল, মনফালকোনে শহরে ৩০ হাজারের কিছু বেশি মানুষের বসবাস। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই বিদেশি এবং তাঁদের বেশির ভাগই বাংলাদেশি মুসলিম। মনফালকোনের শহরের বাইরে ক্রিকেট খেলা একটি দলের অধিনায়ক মিয়া বাপ্পি তখন বিবিসিকে জানান, শহর কর্তৃপক্ষ তাঁদের বলেছেন, ‘ক্রিকেট ইতালির জন্য নয়।’
মনফালকোনে শহরের ভেতরে ক্রিকেট খেললে সর্বোচ্চ ১০০ ইউরো জরিমানা করা হয়। এই শহরের মেয়র আন্না মারিয়া চিসিন্ত ক্রিকেট নিষিদ্ধ করার কারণ জানতে চাইলে বিবিসিকে চিসিন্ত বলেছিলেন, নতুন একটি পিচ (ক্রিকেট খেলার জন্য) তৈরি করার মতো জায়গা বা অর্থ নেই। ক্রিকেট বলকেও তিনি ঝুঁকিপূর্ণ মনে করেন। এই মেয়র তখন আরও বলেছিলেন, তিনি বাংলাদেশিদের তাদের প্রিয় খেলা ক্রিকেট খেলতে দিতে চান না, ‘তারা এ শহরকে কিছু দেয় না, আমাদের জনগোষ্ঠীকে কিছু দেয় না। ফল শূন্য।’
আরও পড়ুনওয়াসিম আকরামের রেকর্ডটি এখন ‘মানুষের আয়ে অবদান রাখা’ বুমরারও৪ ঘণ্টা আগেগোটা ইতালি বিচারে এটিকে কেউ কেউ বিচ্ছিন্ন সিদ্ধান্তও ভাবতেও পারেন। কারণ, ইতালিতে ক্রিকেটের শিকড় পোঁতা বহু বছর আগে। ফুটবলের মতো খেলাটি ডালপালা গজিয়ে মহিরুহ আকার ধারণ করেনি ঠিকই, তবে দেরিতে হলেও এগোচ্ছে ইতালিয়ান ক্রিকেট। ৫ জুলাই বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইতালিতে এখন ১০০টির বেশি ক্রিকেট ক্লাব রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটারের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি।
তবে এ সংখ্যাটা ক্ষুদ্র মনে হতে পারে ইতালিতে প্রথম ক্রিকেট ম্যাচ খেলার সময়টা শুনলে—সর্বকালের অন্যতম সেরা নৌ কমান্ডার ব্রিটেনের লর্ড হোরাশিও নেলসনের নৌবহর থেকে নাবিকেরা নেমে ১৭৯৩ সালে নেপলসে প্রথম ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। অর্থাৎ ক্রিকেটের শিকড় পোঁতার ২৩২ বছর পর খেলাটির শীর্ষ পর্যায়ের এক আসরে নাম লেখাল ইতালি। ফুটবলের জনপ্রিয়তার সঙ্গে দেশটিতে ক্রিকেটের কোনো তুলনা চলে না ঠিকই, কিন্তু একটি জায়গা ইতালি জাতীয় ফুটবল দল ও জাতীয় ক্রিকেট দল সমান—নীল জার্সির দুই দলকেই ‘আজ্জুরি’ নামে ডাকা হয়।
টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়ার পর ইতালির খেলোয়াড়দের উদ্যাপন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ শুরু ২০ অক্টোবর
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ। ইতিমধ্যে ইউএনওদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুমতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরো পড়ুন:
চার জেলায় নতুন ডিসি
ভূমি অফিসকে আস্থার প্রতিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: সিনিয়র সচিব
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হকের সই করা চিঠি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।
এর আগে নির্বাচন কমিশন সচিবালয় অনুমতির জন্য চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগকে।
চিঠিতে জানানো হয়, আগামী ২০ অক্টোবর থেকে প্রশিক্ষণ শুরু করা হবে। যা চলবে আগামী ১১ নভেম্বর (সম্ভাব্য) পর্যন্ত। প্রশিক্ষণটি হবে ১২টি সেশনে দুই দিনব্যাপী। ২টি করে ব্যাচে মোট ৫০ জন উপজেলা নির্বাহী অফিসার (প্রতি ব্যাচে ২৫ জন) অংশগ্রহণ করবেন।
চিঠিতে সংযুক্ত তালিকা অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় ব্যাচভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি