ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আখতারুজ্জামান, সাবেক প্রক্টর গোলাম রাব্বানীসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, আওয়ামী লীগের নেতা এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ ১৩ জনের নামে শাহবাগ থানায় মামলার আবেদন করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

আজ রোববার দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুরের কাছে মামলার জন্য একটি লিখিত অভিযোগ জমা দেন রাশেদ খান। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এদিকে ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হিসেবে রেকর্ড করা হবে।

এজাহারে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন চলাকালে শেখ হাসিনাকে কটূক্তি এবং উপাচার্যের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা দুই মামলায় রাশেদ খান গ্রেপ্তার হয়েছিলেন। তিনি দাবি করেন, ওই দুই মামলায় তিনি যথাক্রমে ১৫ দিন রিমান্ড এবং ৩ দিন পুলিশি হেফাজতে থেকে নির্যাতনের শিকার হয়েছিলেন। ভুক্তভোগী হিসেবে এখন তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

রাশেদ খান বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের (এখন নিষিদ্ধ সংগঠন) নেতা–কর্মীরা তাঁদের ওপর যেসব হামলা ও নির্যাতন করেছেন, সেগুলোর বিচার চেয়ে এখন মামলা করবেন। তিনি বলেন, ‘প্রশ্ন আসতে পারে, ২০১৮ সালের ঘটনায় ২০২৫ সালে কেন মামলা করা হচ্ছে? আমি বলব, এটা কোনো মামলা–বাণিজ্য নয়। আমাদের ওপর হওয়া জুলুমের বিচার চেয়ে এই মামলা করা হচ্ছে।’

বিগত ফ্যাসিবাদি আমলে তাঁদের ওপরে বিভিন্ন সময় হামলার ঘটনায় তাঁরা মামলা করতে গেলে পুলিশ মামলা নিত না বলে গণ অধিকার পরিষদের এই নেতা অভিযোগ করেন। তিনি বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের কক্ষে হামলার ঘটনায়ও ছাত্রলীগের (এখন নিষিদ্ধ সংগঠন) সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে নিজেদের মতো করে একটি মামলা করে।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ

লিখিত অভিযোগে নাম থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সভাপতি আবিদ আল হাসান, ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল নাহিয়ান খান জয় (পরবর্তী সময়ে কেন্দ্রীয় সভাপতি), ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসভাপতি সাকিব হাসান সুইম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল (পরবর্তী সময়ে উপাচার্য), সাবেক সহ–উপাচার্য মুহাম্মদ আবদুস সামাদ।

এ ছাড়া লিখিত অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের অজ্ঞাতনামা পাঁচ শতাধিক নেতা–কর্মীকে আসামি করা হয়।

৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, ‘যেহেতু একটি গণ–অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের পতন হয়েছে, তাই আমরা আগের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মামলা করব।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপ চ র য আওয় ম

এছাড়াও পড়ুন:

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ

‎পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনে গুরুতর আর্থিক অনিয়ম ও আইনের লঙ্ঘন থাকা সত্ত্বেও তা নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপন না করায় সাত নিরীক্ষক (অডিটর) প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য অডিট এবং অ্যাসিউর‍্যান্স কার্যক্রমে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সেইসঙ্গে ওই নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষকদের কেন অযোগ্য ঘোষণা করা হবে না, সেই মর্মে ব্যাখ্যা তলব করে তাদের শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আরো পড়ুন:

সোনালী পেপারের শেয়ার কারসাজি: ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজার উন্নয়নে ডিএসই ও ডিসিসিআইয়ের যৌথ সভা

‎গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‎বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক এ হক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস; রিংসাইন টেক্সটাইল লিমিটেডের ৩০ জুন, ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক যথাক্রমে: আহমেদ অ্যান্ড আক্তার, মাহফেল হক অ্যান্ড কোং, আতা খান অ্যান্ড কোং এবং সিরাজ খান বসাক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস; আমান কটন ফাইব্রাস লিমিটেডের ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস এবং ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ জুন, ২০১৮ ও ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক মাহফেল হক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস আর্থিক প্রতিবেদনে গুরুতর আর্থিক অনিয়ম ও সিকিউরিটিজ আইনের লঙ্ঘন থাকা সত্ত্বেও নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপন করেনি। 

এ সকল নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষককে পুঁজিবাজারের তালিকাভুক্ত সকল কোম্পানি, সকল ধরনের বিনিয়োগ স্কিম (যথা- মিউচ্যুয়াল ফান্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) এবং পুঁজিবাজারে মধ্যস্থতাকারী সকল প্রতিষ্ঠানের অডিট ও অ্যাসিউর‍্যান্স কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা তথা পাঁচ বছরের জন্য অডিট ও অ্যাসিউর‍্যান্স কার্যক্রমে অংশগ্রহণে কেন অযোগ্য ঘোষণা করা হবে না এই মর্মে ব্যাখ্যা তলব করে শুনানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

‎ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ
  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর