মন বলেছিল ৪ ছক্কা, রিয়ান পরাগের ব্যাট বলল ‘না ভাই, ৬টা নাও’
Published: 5th, May 2025 GMT
৯৫ রানের ইনিংসটিতে মোট ছক্কা ৮টি। এর মধ্যে ৬টিই মেরেছেন টানা।
গতকাল ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এমন ছক্কার ঝড়ই তুলেছিলেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান ছক্কাগুলো মেরেছেন ভিন্ন দুটি ওভারে। মঈন আলীর ওভারে পাঁচ বলে পাঁচটি, পরের ওভারে বরুণ চক্রবর্তীকে একটি। আইপিএলে কোনো ব্যাটসম্যানের টানা ৬ বলে ছক্কা মারার ঘটনা এটিই প্রথম।
তথ্যটা কাউকে চমকেও দিতে পারে। দেড় যুগ ধরে আইপিএল চলছে, প্রতিবছর ব্যাটসম্যানরা ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে কত রেকর্ডই না করছেন। অথচ একজন ব্যাটসম্যান টানা ছয় বলে ছক্কা মারতে পারেননি এত দিন? ক্রিস গেইল (২০১২), রাহুল তেওয়াতিয়া (২০২০), রবীন্দ্র জাদেজা (২০২১) ও রিংকু সিং (২০২৩) কাছাকাছি গিয়েছিলেন। তবে পাঁচ ছক্কাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের।
আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা ছয় বলে ছক্কার রেকর্ডই রিয়ানকে আলোচনায় আনতে যথেষ্ট ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের এক ‘ভবিষ্যদ্বাণী’ও এখন আলোচনায়। সেটাও অবশ্য ছক্কা নিয়ে। ২০১৯ সাল থেকে আইপিএলে খেললেও প্রথম কয়েক মৌসুমে ভালো কিছু করতে পারেননি।
মঈন আলীর বলে টানা পাঁচ ছক্কা মেরেছেন রিয়ান পরাগ।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য টসম য ন
এছাড়াও পড়ুন:
চলন্ত অবস্থায় বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে সক্ষম সড়ক চালু ফ্রান্সে
জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও ব্যবহার বাড়ছে। তবে এসব গাড়ি বাসা বা নির্দিষ্ট স্থানেই শুধু চার্জ করা যায়। ফলে দূরে ভ্রমণের সময় গাড়ির চার্জ শেষ হয়ে গেলে বিপদে পড়েন অনেকেই। এ সমস্যা সমাধানে তারের সংযোগ ছাড়াই বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে সক্ষম ১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ‘ওয়্যারলেস চার্জিং সড়ক’ চালু করেছে ফ্রান্স। প্যারিসের উপকণ্ঠে চালু হওয়া সড়কটিতে চলাচলের সময় বিভিন্ন ধরনের বৈদ্যুতিক গাড়ি, বাস ও ভারী ট্রাকের ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হয়ে যাবে।
বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্য সড়কটিতে নিরবচ্ছিন্নভাবে ২০০ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রয়োজনে সেটি ৩০০ কিলোওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে, যা টেসলার ভি থ্রি সুপারচার্জারের মতো বিশ্বের দ্রুততম চার্জারগুলোর সমান শক্তি সরবরাহ করতে সক্ষম। এই সড়কের নিচে স্থাপন করা হয়েছে অসংখ্য তামার কুণ্ডলী। এসব কুণ্ডলী চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা বিশেষ রিসিভারযুক্ত বৈদ্যুতিক গাড়িতে শক্তি স্থানান্তর করে। পদ্ধতিটি অনেকটা ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির মতো, যেখানে পাওয়ার ব্যাংক বা চার্জিং প্যাডে মোবাইল ফোন রেখে চার্জ নেওয়া হয়। চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে বিদ্যুৎ স্থানান্তর হওয়ায় ভারী বৃষ্টি, বরফ বা তুষারপাতেও চার্জিং প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটে না। দ্রুত চার্জিং সুবিধার ফলে গাড়ি ও ট্রাক এখন দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে, মাঝপথে চার্জ নিতে থামার প্রয়োজন হবে না। ফলে গাড়িতে বড় ও ভারী ব্যাটারি বহনের প্রয়োজনীয়তা অনেক কমে যাবে।
এরেনা ইভির প্রতিবেদন অনুযায়ী, এই স্বয়ংক্রিয় চার্জিং সড়কে মাত্র কয়েক মিনিট চললেই বৈদ্যুতিক গাড়ির রেঞ্জ বা চলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ে। ফলে বৈদ্যুতিক গাড়ির দীর্ঘ যাত্রায় চার্জ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা সমাধানে প্রযুক্তিটি নতুন সম্ভাবনা দেখাচ্ছে। প্রযুক্তিটি যদি ব্যাপকভাবে চালু করা যায়, তবে তুলনামূলকভাবে হালকা, সাশ্রয়ী এবং কম ব্যাটারিসমৃদ্ধ বৈদ্যুতিক গাড়ি তৈরি করা সম্ভব হবে। এতে গাড়ির উৎপাদন খরচও কমবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তি প্রতিষ্ঠান ইলেকট্রিওনের তৈরি সড়কটির নকশাতেও রয়েছে বাড়তি সুবিধা। বৈদ্যুতিক গাড়ি চার্জ করার প্রযুক্তি রাস্তার ভেতরের অংশে থাকায় ক্ষয়ক্ষতির ঝুঁকি কম। ফ্রান্সের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ২০৩৫ সালের মধ্যে দেশজুড়ে প্রায় ৯ হাজার কিলোমিটার ওয়্যারলেস চার্জিং সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যাতে বৈদ্যুতিক যানবাহন চলাচল আরও সহজ, কার্যকর ও পরিবেশবান্ধব হয়ে ওঠে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস