বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। শক্তিমান অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে প্রায় দুই দশক সময় লেগেছে। ক্যারিয়ারে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন। তবে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে হতাশ এই শিল্পী। কেবল তাই নয়, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ‘চোর’ বলে মন্তব্য করেছেন নওয়াজউদ্দিন। 

নওয়াজউদ্দিন অভিনীত নতুন সিনেমা ‘কোস্টাও’। বায়োগ্রাফিক্যাল এ সিনেমা গত ১ মে মুক্তি পেয়েছে। এ সিনেমার প্রচারের অংশ হিসেবে পূজা তালওয়ারকে সাক্ষাৎকার দেন নওয়াজউদ্দিন। এ আলাপচারিতায় এমন মন্তব্য করেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ তারকা। 

নওয়াজউদ্দিন বলেন, “গত পাঁচ বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রি একই জিনিস পুনরাবৃত্তি করছে। মানুষ যখন একই জিনিস দেখে বিরক্ত হয়, তখন এটি বন্ধ করা হয়। সত্যি বলতে, নিরাপত্তাহীনতা অনেক বেড়েছে। তারা মনে করে, যদি কোনো ফর্মুলা কাজ করে, তবে এটিকে দুধ খাওয়ানো উচিত, অতিরিক্ত পরিমাণে করা উচিত।”

আরো পড়ুন:

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি অভিনেতার সিনেমা, ক্ষুব্ধ প্রকাশ রাজ

মেট গালার লাল গালিচায় হাঁটবেন শাহরুখ, উড়ে গেলেন যুক্তরাষ্ট্রে

বলিউড ইন্ডাস্ট্রিকে ‘চোর’ বললেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার ভাষায়, “আরো দুঃখজনক ব্যাপার হলো— এখন ২, ৩, ৪ পর্যন্ত সিক্যুয়েল তৈরি হচ্ছে। এটা সৃজনশীল দেউলিয়া, ঠিক আর্থিক দেউলিয়ার মতো। এখানে সৃজনশীলতার প্রচুর ঘাটতি রয়েছে, বলা যায় এ ক্ষেত্রে তারা দারিদ্র্য। শুরু থেকেই আমাদের ইন্ডাস্ট্রি চুরি করে আসছে। আমরা গান চুরি করেছি, গল্প চুরি করেছি।”

প্রশ্ন ছুড়ে দিয়ে নওয়াজউদ্দিন বলেন, “চোরেরা কীভাবে সৃজনশীল হতে পারে? আমরা দক্ষিণ থেকে চুরি করেছি। কখনো এখান থেকে, কখনো ওখান থেকে। এমনকি, কিছু কাল্ট ফিল্ম যা হিট হয়েছে, সেই সিনেমার দৃশ্যগুলোও নকল করা হয়েছে। চুরি করলে কী হবে— এটি এতটাই স্বাভাবিক করা হয়েছে।” 

নওয়াজউদ্দিন অভিনীত ‘কোস্টাও’ সিনেমা পরিচালনা করেছেন সেজাল শাহ। গোয়ার এক কাস্টমস অফিসার, যার নাম ‘কোস্টাও ফার্নান্ডেজ’। এ চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন। চোরাচালান রোধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তিনি। বলা যায়, এ সিনেমার প্রাণ নওয়াজউদ্দিন। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— প্রিয়া বাপট, কিশোর কুমার হুলি, গগন দেব রিয়ার, হুসেন দালাল প্রমুখ।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইন ড স ট র কর ছ ন

এছাড়াও পড়ুন:

রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক‌্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। 

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’ 

ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’

গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে। 

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি। 

খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়। 

ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ