বন্দরে শ্রমিক হত্যা চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
Published: 5th, May 2025 GMT
বন্দরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সালাউদ্দিন (৩৮) নামে এক স্ট্রিল মিলের শ্রমিককে হত্যার চেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক বাদী হয়ে হামলাকারি মা ও সন্ত্রাসী ছেলের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকার জজ মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া তার মায়ের পৈত্রিক সম্পত্তি সাড়ে ৮ শতাংশ বসত বাড়ি প্রাপ্ত হয়ে দীর্ঘ দিন ধরে ভোগদখলে রয়েছে।
এ নিয়ে একই এলাকার মৃত হানিফ মিয়ার স্ত্রী তারেই খালা হালিমা বেগম ও তার সন্ত্রাসী ছেলে মহিউদ্দিনের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
এর ধারাবাহিকতা বুধবার দুপুর ১টায় পাষান্ড খালা হালিমা বেগম হুকুমে তার সন্ত্রাসী ছেলে মহিউদ্দিনসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সালাউদ্দিন বসত বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে সালাউদ্দিনকে হত্যার চেষ্টা চালায়।
ওই সময় সালাউদ্দিন মিয়ার বড় খালা ফাতেমা বেগম বাধা দিলে সন্ত্রাসী ভাগ্নিা মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা ফাতেমা বেগমকে হত্যার উদ্দেশ্য বুকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে নিলাফুলা জখম করে পালিয়ে যায়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন জ্বালানি মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ভালো নির্বাচন মানে যে ভোটার ভোট দিতে যাবেন, সে ভোট দিতে পারবেন।
শুক্রবার দুপুরের দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা এ সময় আরও বলেন, প্রার্থীদের পোলিং এজেন্টার থাকতে পারবেন। সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে। যে নির্বাচিত হয়ে আসবেন তাকেই আমরা স্বাগত জানাব।
তিনি বলেন, আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন। তিনি এমন কোনো কাজ করবেন না, যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যেন থাকেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। আশা করি আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো। আমাদের যাত্রায় বিঘ্ন ঘটেছে, সেই বাধা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সচিব মো. সাইফুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা প্রশাসক হাছিনা বেগমসহ অনেকেই। পরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মাদারগঞ্জ সোলার প্ল্যান পরিদর্শনে যান।